|
|
|
|
দুর্যোগে আটক রাষ্ট্রপতির কপ্টার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খারাপ আবহাওয়ার জন্য শনিবার প্রায় দু’ঘণ্টা খড়্গপুরে আটকে পড়লেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রবল বৃষ্টি ও দৃশ্যমানতা কম থাকায় তাঁকে নিয়ে হেলিকপ্টার কলকাতায় ফেরার জন্য সময় মতো উড়তে পারেনি। তাঁর সঙ্গেই আটকে পড়েন রাজ্যপাল এম কে নারায়ণন, বিমানমন্ত্রী অজিত সিংহ এবং রাজ্যের মন্ত্রী মণীশ গুপ্ত।
এ দিন প্রায় এগারোটা নাগাদ রাজ্যপাল ও বিমানমন্ত্রীকে নিয়ে আরসিটিসি থেকে হেলিকপ্টারে খড়্গপুর রওনা হন রাষ্ট্রপতি। নির্ধারিত সময় খড়্গপুর পৌঁছে আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। ঠিক ছিল, দুপুর ১টা ২৫ মিনিটে সেখান থেকে উড়ে সওয়া দু’টোয় কলকাতায় পৌঁছবেন প্রণববাবুরা। রাষ্ট্রপতি রাজভবনে চলে যাবেন বিশ্রাম নিতে। অজিত সিংহ কলকাতার এক হোটেলে সাংবাদিক বৈঠকে বসবেন। কিন্তু বেঁকে বসে আবহাওয়া। তাঁরা অপেক্ষা করতে থাকেন খড়্গপুর আইআইটি-তেই।
আবহাওয়ার উন্নতি হচ্ছে না দেখে ঠিক হয়, খড়্গপুর থেকে গাড়িতে কলাইকুন্ডা গিয়ে সেখান থেকে বিমানে কলকাতায় পৌঁছবেন অতিথিরা। সেখান থেকে গাড়িতে রাজভবন যাবেন প্রণববাবু। সেই পরিকল্পনা মতো দুপুর সওয়া দু’টোয় কলকাতা থেকে বায়ুসেনার বিশেষ বিমান রওনা হয়ে যায় কলাইকুন্ডা। এই বিমানেই শুক্রবার দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু শনিবার তিনটের কিছু আগে সেই বিমান কলাইকুন্ডায় নামে। ততক্ষণে আকাশ পরিষ্কার হতে শুরু করে। তিনটে কুড়ি মিনিটে রাজ্যপাল, বিমানমন্ত্রী ও মণীশবাবুকে নিয়ে রাষ্ট্রপতি বিকেল চারটের পরে কলকাতায় নামেন। দিল্লির উড়ান ধরার তাড়া থাকায় বিমানমন্ত্রী আর সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননি। ঝাড়খণ্ডের যে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার কারণে এই দুর্যোগ, তার জন্যই শনিবার ফের ‘রেনি-ডে’-র আমেজ ফিরল শহরে। এ দিনের বৃষ্টিতে শহরের রাস্তায় জল জমার চেনা ছবিটাও ধরা পড়েছে।
শুক্রবার বিকেল থেকেই শহরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। সন্ধ্যা থেকে ঝেঁপে বৃষ্টি নামে। কিছু ক্ষণ পরে তা কমলেও শনিবার সকাল থেকে ফের কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়। শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত মহানগরে ৯৩.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
|
|
|
|
|
|