|
|
|
|
আইআইটি-সমাবর্তনে রাষ্ট্রপতি |
দেশের শিক্ষা প্রতিষ্ঠানের হাল নিয়ে ‘হতাশ’ প্রণব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পৃথিবীর প্রথম ২০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারতের একটিরও নাম না থাকায় তিনি ‘হতাশ’ বলে জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সম্প্রতি একটি বেসরকারি সমীক্ষায় পৃথিবীর প্রথম ২০০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় দেশের একটিও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই। শনিবার আইআইটি-খড়্গপুরের ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রণববাবু সেই প্রসঙ্গ তুলে বলেন, “সাম্প্রতিক কিছু রিপোর্টে দেখা যাচ্ছে, ভারতের একটিও বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এমনকী প্রথম সারিতে থাকা আইআইটিগুলিও পৃথিবীর প্রথম ২০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ঠাঁই পায় না!” কেন্দ্রীয় সরকার অবশ্য বেসরকারি ওই সমীক্ষাকে বিশেষ আমল দেয়নি।
গত বুধবার কলকাতায় এক আলোচনাসভায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল জানান, কোন প্রতিষ্ঠানে কত বিদেশি ছাত্র ও শিক্ষক রয়েছেন, সেই পরিসংখ্যান ওই সমীক্ষায় গুরুত্ব পেয়েছে। অথচ বিদেশি কেউ এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক হতে পারেন না। সেই কারণেই ওই সমীক্ষাটিতে দেশের প্রতিষ্ঠানগুলি ঠাঁই পায়নি।
সিব্বল বলেন, “ইঞ্জিনিয়ারিং পঠনপাঠনে আইআইটিগুলির মান অনেক উঁচুতে। কোন সমীক্ষা কীসের ভিত্তিতে হচ্ছে, সেটা দেখতে হবে।”
রাষ্ট্রপতির বক্তব্য অবশ্য অন্য। শনিবারের বক্তৃতায় প্রণববাবু বলেন, “কোন পদ্ধতিতে সমীক্ষা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু ভারতের মতো ‘উন্নয়নশীল অর্থনৈতিক মহাশক্তি’র কোনও প্রতিষ্ঠান পৃথিবীর প্রথম ১০, ৫০, এমনকী ১০০ প্রতিষ্ঠানের তালিকায় ঠাঁই পাবে না কেন?” প্রণববাবুর বক্তব্য, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। এ দিন সমাবর্তনে তিনি বলেন, “নতুন নতুন গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে নিজেদের ক্রমাগত উন্নত করে তোলার একটা দায়িত্ব রয়েছে আইআইটিগুলির।”
|
|
|
|
|
|