|
|
|
|
প্রাক্তন ব্লক সভাপতিকে বহিষ্কার তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুরে দলের প্রাক্তন ব্লক সভাপতি আশিস প্রামাণিক-সহ তিন জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। শনিবার দলের জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার ব্লক সভাপতি বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কেশপুর। সেই জন্যই কি দলের এই সিদ্ধান্ত?
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “লাগাতার দল-বিরোধী কাজের জন্যই আশিস প্রামাণিক, শেখ মান্নান ও পিয়ার কাজিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকালের সংঘর্ষের কারণে নয়, রাজ্য কমিটির অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত।”
রাজ্যে ‘পরিবর্তনের’ পরে কেশপুরে বারবার উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূলের গোষ্ঠী-কোন্দলে। পালাবদলের পরে প্রবীণ তৃণমূল নেতা চিত্ত গরাইকে কেশপুরে দলের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও তোলাবাজির অভিযোগ তোলেন দলের একাংশ। তাই ছ’মাসের মধ্যেই তাঁকে সরিয়ে সভাপতি করা হয় আশিস প্রামাণিককে। কিন্তু তাঁর বিরুদ্ধেও সেই একই অভিযোগ ওঠে। তখন আশিসবাবুকে সরিয়ে
সভাপতির দায়িত্ব দেওয়া হয় শেখ মহিউদ্দিনকে। এ বার ‘সন্ত্রাস’ চালানোয় অভিযুক্ত মহিউদ্দিনকে সরিয়ে বৃহস্পতিবার রাতে তপন চক্রবর্তীকে ব্লক সভাপতি করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেতৃত্ব।
জেলা তৃণমূলের একটি সূত্রের দাবি, সভাপতির পদ থেকে সরানোর পরেও আশিসবাবুর ‘দল-বিরোধী ভূমিকা’ নিয়ে প্রশ্ন তুলছিল দলেরই একাংশ। যদিও আশিসবাবু এ দিন বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। বহিষ্কারের ব্যাপারে আমাকে এখনও লিখিত ভাবে কিছু জানানো হয়নি।”
তাঁর পাল্টা অভিযোগ, “এলাকায় কাজ করায় আমার জনপ্রিয়তা বাড়ছিল। তাই দলের কয়েকজন আমাকে দল থেকে সরানোর চক্রান্ত করছে।” তৃণমূলের নতুন ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “আশিসবাবু-সহ দলের ওই তিন সদস্যকে বহিষ্কারের কথা জেলা সভাপতি আমাদের জানিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে।”
|
|
|
|
|
|