অলিম্পিক-কাণ্ডের পরে ভারতীয় টেনিসকে ফের তাড়া করছে নয়া বিতর্ক। এ বার যুযুধান দুই প্রতিপক্ষের নাম মহেশ ভূপতি এবং সর্বভারতীয় টেনিস সংস্থা।
ঘটনার প্রেক্ষাপট শনিবারের রাত। যখন এআইটিএ রীতিমত প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ২০১৪ পর্যন্ত ডেভিস কাপ টিমে ভাবা হবে না ভূপতি এবং রোহন বোপান্নাকে। এআইটিএ প্রেসিডেন্ট অনিল খন্না বলে দেন, “আমাদের জুনিয়র টিম ভাল করছে। অনেক দিন বাদে ৩-০ জিতছি। এশিয়া-ওশেনিয়া গ্রুপে আমরা তরুণদের নিয়েই এগোতে চাই।” ঘোষণার পরপরই টুইটারে আছড়ে পড়ে মহেশের ক্ষোভ। তাঁর বিস্ফোরক মন্তব্য, “এক্সিকিউটিভ কমিটির খিটখিটে দাদুরা কোনও দিন টেনিস খেলেইনি। তাঁরা আমার প্রতিক্রিয়া জানতে চান? অপেক্ষা করুন!”
অনিল খন্না বিবৃতিতে পরিষ্কার বলা হয়েছে, আগামী ৩০ জুন, ২০১৪ পর্যন্ত ভূপতি-বোপান্নাকে ডেভিস কাপের জন্য ভাবা হবে না। অর্থাৎ, এশিয়া-ওশেনিয়া গ্রুপ থেকে পরবর্তী পর্যায়ে না ওঠা পর্যন্ত মহেশদের কার্যত নির্বাসনেই থাকতে হচ্ছে। টেনিসমহলের একটা বড় অংশ মনে করছে, এই সিদ্ধান্তের ফলে মহেশের ডেভিস কাপ কেরিয়ার শেষ হয়ে গেল।
এ দিকে, আঞ্চলিক গ্রুপের এক নম্বরে টিকে যাওয়ায় ২০১৩ মরসুমে ডেভিস কাপের প্রথম ১৬ দেশের এলিট গ্রুপে ওঠার রাস্তা খোলা থাকল ভারতের সামনে। আজ অসমাপ্ত দ্বিতীয় সিঙ্গলসে বিষ্ণু নিউজিল্যান্ডের স্ট্যাথামকে শেষ পর্যন্ত হারান ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-২। এর পরে দ্বিবীজ শরণকে নিয়ে বিষ্ণু ডাবলসেও হারান ভেনাস-টার্নার জুটিকে। ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩। ফলে ৩-০ ম্যাচে এগিয়ে ভারত। রবিবারের রিভার্স সিঙ্গলস দু’টো এখন নিয়মরক্ষার। |