টুকরো খবর
ইতিহাসের ম্যাচে গোল স্কোলসের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে গোল করে নিজের ৭০০ -তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন পল স্কোলস। উইগানের বিরুদ্ধে ম্যাচের ফল -০। দিনের অন্য ম্যাচে আর্সেনাল - হারাল সাউদাম্পটনকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জিতলেও অন্য ম্যাঞ্চেস্টার জিততে পারল না। প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়নরা স্টোক সিটির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি ড্র করল -১। দিন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতেই বিতর্কিত পেনাল্টি থেকে এগিয়ে যেতে পারত ফার্গুসনের দল। কিন্তু জেভিয়ার হার্নান্ডেজের দুর্বল শট আটকে দেন উইগান গোলরক্ষক আলি আল হাবসি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে স্বমিহমায় ফেরে ‘রেড ডেভিলস’। নানির ক্রস তালুবন্দি করতে গিয়ে ফস্কান উইগান গোলরক্ষক হাবসি। সেই সুযোগে ‘মাইলস্টোন’ ম্যাচে দলের প্রথম গোলটি করে যান পল স্কোলস। তার গোলের পরই ব্যবধান বাড়ান জেভিয়ার হার্নান্ডেজ। স্কোলসের মতোই উইগান ম্যাচ স্মরণীয় হয়ে থাকল দলের দুই অভিষেককারীর। লেফট ব্যাক অ্যালেক্স বাটনার এবং মিডফিল্ডার নক পাওয়েলও গোল পেয়েছেন।

ব্যাডমিন্টনে থেমে গেল সিধুর স্বপ্নের দৌড়
ভারতীয় ব্যাডমিন্টনের নতুন আবিষ্কার পি ভি সিধুর চিন মাস্টার্সে স্বপ্নের দৌড় থেমে গেল। শুক্রবারের ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন তথা বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বর লি জুরুইকে হারিয়ে মহাচমক দেওয়ার পর দিন সাইনার শহর হায়দরাবাদের নবতম ব্যাডমিন্টন প্রতিভা সিধু সেমিফাইনালে প্রচুর লড়াই দিয়েও শেষ পর্যন্ত হেরে গেলেন বিশ্বের ন’নম্বর তারকা জিয়াং ইয়ানজিয়াওর কাছে। ১৭ বছরের ভারতীয় টিনএজার এক ঘণ্টা ছ’মিনিটের হাড্ডাহাড্ডি ম্যাচে হারেন ১০ -২১, ২১ -১৪, ১৯ -২১। এই টুর্নামেন্টে অলিম্পিক সোনাজয়ীকে হারানোর আগে সিধু বিশ্বের ১৪ নম্বর তাই তারকাকেও হারিয়েছিলেন। ফাইনালে উঠতে না পারলেও এশীয় জুনিয়র চ্যাম্পিয়ন সিধুর সিনিয়র পর্যায়ের এত বড়মাপের টুর্নামেন্টে পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে।

গড়াপেটা কাণ্ডে শাস্তি বাড়ল কন্তের
ম্যাচ গড়াপেটার শাস্তির হাত থেকে রেহাই পাওয়া তো দূর অস্ত, জুভেন্তাস কোচ আন্তোনিও কন্তের বিরুদ্ধে আরও কড়া হল ফিফা। দশ মাসের জন্য তাঁকে নির্বাসিত করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফিফা বার সেই নির্বাসনের পরিধি আরও বাড়িয়ে দিল। ঘরোয়া ফুটবল থেকে আম্তর্জাতিক ফুটবল, এমনকী প্রদর্শনী ম্যাচ আগামী দশ মাস ফুটবলের কোনও কিছুর সঙ্গেই আর যুক্ত থাকতে পারবেন না কন্তে, সিদ্ধান্ত নিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। নিবার্সনের বিরুদ্ধে কন্তে আবেদন করেছিলেন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যও চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। উল্লেখ্য, ২০১০ -১১ মরসুমে ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়েছিলেন আন্তোনিও কন্তে। দিকে জুভেন্তাসের টেকনিক্যাল ডিরেক্টর মাসিমো কারিরা আপাতত দলের দায়িত্ব সামলাবেন।

লড়াইয়ে শিব, বিদায় শিবশঙ্করের
ইতালীয় ওপেন গল্ফে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রথম দশে থাকার লড়াইয়ে ভারতের শিব কপূর। তৃতীয় রাউন্ড শুরুর আগে শিব লিডারবোর্ডে রয়েছেন চোদ্দো নম্বরে। অন্য দিকে, দ্বিতীয় রাউন্ডে ট্রিপল বোগি করার খেসারত দিয়ে কাট ফস্কে ছিটকে গেলেন কলকাতার তারকা শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। দুই রাউন্ডেই ৬৬ স্কোর করে আপাতত শীর্ষে ব্রিটেনের রিচার্ড ব্ল্যান্ড।

ঝড়ে খেলা পণ্ড
তাইপের ইয়াংদার টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড ভেস্তে গেল ঝড়ে। টাইফুন ‘সানবা’র দাপটে তোলপাড় লিনকউ কোর্সে খেলা চালানো সম্ভব হয়নি। প্রচণ্ড হাওয়া আর বৃষ্টির মধ্যে দ্বিতীয় রাউন্ড বাতিল করা হয়। এই পরিস্থিতিতে ৫ লক্ষ মার্কিন ডলার পুরস্কারমূল্যের টুর্নামেন্ট ৭২ হোল থেকে কমিয়ে ৫৪ হোল-এর করে দিয়েছেন আয়োজকেরা। রবিবার সকাল আটটা থেকে খেলা আবার শুরু করা হবে এবং প্রয়োজনে টুর্নামেন্ট চলবে সোমবার পর্যন্ত। দ্বিতীয় রাউন্ড না হওয়ায় ভারতের গগনজিৎ ভুল্লার দ্বিতীয় এবং অনির্বাণ লাহিড়ি পাঁচেই আছেন।

মাম্পির সোনা
পুণের শিব-ছত্রপতি শু্যটিং রেঞ্জে গান ফর গ্লোরি টুর্নামেন্টে ইন্দ্রপতন ঘটালেন বাংলার প্রতিশ্রুতিমান শু্যটার মাম্পি দাস। ১০ মিটার এয়ার রাইফেলে ১৬ বছরের মাম্পি হারান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অঞ্জলি ভগবতকে।

প্রথম ডিভিশনে পাঠচক্র
লড়াই শুরু হয়েছিল পঞ্চম ডিভিশন থেকে। তার পর প্রতি বছর নতুন ডিভিশনে উত্তরণ। শনিবার গরলগাছাকে ৩-০ গোলে হারিয়ে পাঠচক্র প্রথম ডিভিশনে উঠল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.