বিশ্বকাপের প্রথম বল এখনও পড়েনি। তার আগেই গম্ভীরের ‘উইকেটটা’ প্রায় নিয়ে নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা! না, ভারতীয় ওপেনারের স্টাম্প নড়ে যায়নি। মালিঙ্গার বলে নড়ে গিয়েছেন স্বয়ং গম্ভীরই।
বিশ্বকাপে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম ওভারেই আজ কব্জিতে চোট পেয়ে গেলেন গম্ভীর। মালিঙ্গার প্রথম বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার। কিন্তু তার পরের বলেই অঘটন। মালিঙ্গার বল সোজা এসে লাগে গম্ভীরের ডান কব্জিতে। সঙ্গে সঙ্গেই ব্যথায় কুঁকড়ে যান গম্ভীর। মাঠে প্রাথমিক শুশ্রষার পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যানের জন্য। ওই সময় গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়ে গিয়েছিল। ভারতীয় টিভি চ্যানেলেও ব্রেকিং নিউজ দেখানো শুরু হয়ে যায়, বিশ্বকাপে অনিশ্চিত গম্ভীর। |
পরে সন্ধ্যায় অবশ্য জানা যায়, গম্ভীরের চোট তেমন গুরুতর নয়। মালিঙ্গার বলটা বেকায়দায় লাগলেও কব্জির হাড় ভাঙেনি, কিছুটা জায়গা ছড়ে গিয়েছে। ভারতীয় শিবিরের তরফে মিডিয়া ম্যানেজার বলেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না গম্ভীর। কিন্তু বিশ্বকাপে খেলা নিয়ে গম্ভীরের কোনও অনিশ্চয়তা নেই।
গম্ভীর-কাঁটা বাদ দিলে ভারতীয় টিমকে বেশ জমাট দেখিয়েছে। ইরফান পাঠানের পাঁচ উইকেট। ধোনির ‘বুম বুম’ ব্যাটিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬ রানে জয়। সবই পাওয়া গেল এই ম্যাচ থেকে। জয়ের ভিত গড়ে দেয় রোহিত শর্মার সঙ্গে ধোনির ৭৮ রানের জুটি। আগে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারে ৫১-৪ অবস্থায় ধুঁকছিল ভারত। |
সেই অবস্থা থেকে ব্যাটিংয়ের হাল ধরে নেন রোহিত-ধোনি। শেষ চার ওভার থেকে ৬২ রান তুলে দেন তাঁরা। ৪২ বলে ৫৫ করেন ধোনি। রোহিত ৩৭। ১২ বলে ১১ করেন যুবরাজ সিংহ।
জবাবে ব্যাট করতে নেমে কোনও সময়ই ছন্দে ছিল না শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম ওভারেই ওপেনার মুনাবীরার স্টাম্প ছিটকে দেন ইরফান। উইকেটের মধ্যে আছেন লক্ষ্মীপতি বালাজি-ও (৩-২৮)। তবে এ দিনের অন্য প্রস্তুতি ম্যাচের ফল চিন্তায় রাখতে পারে ধোনিকে। বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান (২০৯-৭) এ দিন শ্রীলঙ্কা ‘এ’-র (১৫৮) বিরুদ্ধে ৫১ রানে জিতল। বড় রান করেছেন মহম্মদ নবি (২৪ বলে ৫১), আজগর (৩৯ বলে ৫০) এবং মহম্মদ শাহজাদ (২৫ বলে ৪৮)।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৪৬-৫, ধোনি ৫৫,
রোহিত ৩৭
শ্রীলঙ্কা ১২০, সঙ্গকারা ৩২,
বোলিং: ইরফান ৫-২৫, বালাজি ৩-২৮
|