শহরের ব্যস্ত রাস্তার একটি অংশ যেন ‘মৃত্যুফাঁদ’।
শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানেই পরপর দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জন মোটরসাইকেল সওয়ারির। গুরুতর জখম হন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি।
ই এম বাইপাসে পার্ক সার্কাস কানেক্টরের কাছে পিচ রাস্তার ওই অংশে তৈরি কয়েকটি ছোট-বড় গর্তকেই জোড়া দুর্ঘটনার জন্য দুষছেন পথচারীরা। তাঁদের কথায়, রাস্তার ওই অংশটি দ্রুত মেরামত না-করলে ভবিষ্যতেও দুর্ঘটনার আশঙ্কা আছে। শনিবার ওই রাস্তায় ঘুরে দেখা যায়, পার্ক সার্কাস কানেক্টরের কাছে একটি পাচঁতারা হোটেলের সামনে পিচ রাস্তার কিছুটা অংশে কয়েকটি গর্ত তৈরি হয়েছে। ‘স্টোনচিপস’ও কিছু অংশে আলগা হয়ে রয়েছে। |
সায়েন্স সিটির কাছে এই সেই ‘মৃত্যুফাঁদ’। —নিজস্ব চিত্র |
কী করে ঘটল দুর্ঘটনা দু’টি? পুলিশ জানায়, শুক্রবার সকালে অফিস যাওয়ার পথে সায়েন্স সিটির কাছে ই এম বাইপাসের পাঁচতারা হোটেলের সামনে রাস্তায় মোটরসাইকেল উল্টে যায় দেবপ্রিয় দত্তরায়ের। পিছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ওই ব্যক্তির স্ত্রীও আহত হন। সন্ধ্যা ৭টা নাগাদ ওই হোটেলের সামনেই ফের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় শান্ত ঘোষ নামে এক ব্যক্তির। তাঁর সঙ্গে থাকা প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি গুরুতর জখম হন।
পথচারীরা রাস্তার গর্তকে দায়ী করলেও পুলিশ সূত্রের খবর, কী কারণে ওই দুর্ঘটনাগুলি ঘটেছে, তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে ওই মোটরসাইকেলগুলি কোনও ভাবে ‘পিছলে’ যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। বিকাশবাবু পুলিশকে জানিয়েছেন, পিছন দিক থেকে তাঁর মোটরসাইকেলে কোনও কিছুর ধাক্কা লেগেছিল। |