পার্ক স্ট্রিট থেকে যুবক ‘অপহৃত’
নিজস্ব সংবাদদাতা |
পার্ক স্ট্রিট ডাকঘরের সামনে থেকে শনিবার উপেন্দ্রকুমার রাম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁকে ‘অপহরণ’ করা হয়েছে বলে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পার্ক স্ট্রিট থানায় উপেন্দ্রর ভাই জানিয়েছেন যে, তাঁর দাদা ফোন করে জানান, কয়েক জন যুবক তাঁকে ‘অপহরণ’ করেছে। এবং মুক্তিপণ বাবদ তারা ছ’লক্ষ টাকা চাইছে। উপেন্দ্র এও জানান, তাঁকে মল্লিকবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জেনেছেন, ‘অপহরণকারী’ উপেন্দ্রর পরিচিত। যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নম্বরও উপেন্দ্র দেখেছেন বলে ভাইকে জানান তিনি। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ বলেন, “অপহরণের মামলা দায়ের হলেও, এ ক্ষেত্রে কিছু অসঙ্গতি রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।” |
সুভাষই প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বললেন প্রণব |
নেতাজি ভবনে রাষ্ট্রপতির অভ্যর্থনায় কৃষ্ণা বসু। ছবি: সুমন বল্লভ |
সুভাষচন্দ্রকেই তিনি প্রথম বাঙালি রাষ্ট্রপতি বলে মনে করেন। শনিবার কলকাতার নেতাজি ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ কথা জানিয়ে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কথায়, “কংগ্রেস সভাপতিকে রাষ্ট্রপতি বলে সম্বোধন করাই রীতি ছিল। সুভাষচন্দ্র পরাধীন ভারতে জাতীয় কংগ্রেসের সভাপতির পদ সামলেছেন। তাই, তিনিই ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।” রাজ্যপাল এম কে নারায়ণনকে নিয়ে এ দিন বিকেল সাড়ে পাঁচটার পরে নেতাজি ভবনে ঢোকেন প্রণববাবু। ঘুরে দেখেন নেতাজির বাড়ি। সেখানে তাঁকে বই, নেতাজির ছবি তুলে দেন প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু। প্রণববাবু জানান, এক টানা দু’রাত পড়ে শেষ করেছিলেন সুভাষচন্দ্রকে নিয়ে লেখা সুগত বসুর বই। সেই বই দিয়েছিলেন সোনিয়া গাঁধীকে পড়তে। আর ফেরত নেওয়া হয়নি। এ দিন সেই বইটি উপহার পেয়ে তাই বেশ খুশি প্রণববাবু। |
রান্নার স্টোভ ফেটে গিয়ে এক কিশোরীর মৃত্যু হল। শুক্রবার রাতে উত্তর কলকাতার কাশীপুর রোডের একটি বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ওই কিশোরীর নাম আজমারি খাতুন(১৪)। |