কলকাতার বণিকসভাগুলির যৌথ সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ফিরে গেলেন অর্থমন্ত্রীর অভ্যস্ত ভূমিকায়।
শনিবার বণিকমহলের অনুষ্ঠানে প্রণববাবু চেনা পথে হেঁটে জানালেন, বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক পরিস্থিতির আঁচ থেকে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখা যায় না। তা ইতিবাচক বা নেতিবাচক, যাই হোক। তবে তাঁর দাবি, ভারতের পরিস্থিতি ইতিবাচক। তিনি বলেন, “সমস্যা আছে। তার মুখোমুখি হয়ে সমাধান করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমস্যাকে সুযোগে পরিণত করতে হবে।”
রাষ্ট্রপতি হিসেবে এ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েও প্রণববাবু জানাতে ভোলেননি শিল্পমহলের সঙ্গে তাঁর দীর্ঘ যোগাযোগের কথা। বলেন পাঁচ দশকের রাজনৈতিক জীবনে শিল্পমহলের সঙ্গে একাধিকবার আলোচনার কথা। তিনি জানান, রাষ্ট্রপতি হিসেবে জাতীয় অর্থনীতি নিয়ে মন্তব্য করা যায় না। তবে তাঁর মতে, “আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু সে জন্য হতাশ হওয়া উচিত নয়।” সমস্যা হিসেবে তিনি তুলে ধরেন মূল্যবৃদ্ধি, আর্থিক ঘাটতি ও ইউরোপের বেহাল অর্থনীতির কথা। এ প্রসঙ্গে তিনি শেয়ার বাজারে বিদেশি আর্থিক সংস্থার লগ্নি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তোলেন। জানান, ইউরোপের সমস্যায় এই দুইয়ের উপর প্রভাব পড়েছে। ২০০৮-’০৯-এর মন্দার পরে ভারতকে বৃদ্ধির পথে হাঁটতে তৈরি করতে হয়েছে আর্থিক প্যাকেজ। ৮৬ হাজার কোটি টাকা এই খাতে দেওয়া হয়। ফল মূল্যবৃদ্ধি, কৃষি কাজে ব্যবহৃত উপাদানে টান। কিন্তু তবুও দেশের আর্থিক পরিস্থিতি ইতিবাচক বলেই তাঁর দাবি। |