রাজ্যের যে-সব ব্যবসায়ী এখনও বাণিজ্যিক কর দফতরে নিজেদের নথিভুক্ত করাননি, তাঁদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে ওই দফতর। ‘আ্যমনেস্টি স্কিম’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ওই সব ব্যবসায়ী বা ডিলার তাদের বকেয়া করযোগ্য বিক্রয়ের উপর ২% কর দিয়েই বাকি কর দেওয়ার দায় থেকে মুক্ত হতে পারবেন। সাধারণ নিয়মে তাঁদের দেওয়ার কথা ১২.৫%। প্রকল্প ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। সম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এক সভায় রাজ্যের বাণিজ্যিক কর দফতরের যুগ্ম কমিশনার খালেদ আনোয়ার বলেন, “এই প্রকল্পের আওতায় এলে শুধু বকেয়া কর কম নেওয়াই নয়, অতীতে কর না-দেওয়ার জন্য ব্যবসায়ীদের বিরদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হবে না। বকেয়া কর মেটানোর ভয়ে যাঁরা নথিভুক্ত করাননি, তাঁদের আইনগত ভাবে নির্ভয়ে ব্যবসার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই নতুন ওই প্রকল্প চালু হয়েছে।” এ দিকে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বাণিজ্যিক কর আদায়ের পরিমাণ আগের বারের থেকে ২৯% বেড়ে ৪৩২২ কোটি টাকা হয়েছে বলে জানান রাজ্যের বাণিজ্যিক কর কমিশনার বিনোদ কুমার। এর মধ্যে ভ্যাট বাবদ আদায় ৩৪৭০.৩৯ কোটি টাকা।
|
ভারতের বাজারে পা রাখতে চলেছে ব্রিটেনের পোশাক ব্র্যান্ড লিপ্সি। এ জন্য দেশীয় সংস্থা ব্র্যান্ড মার্কেটিং ইন্ডিয়া (বিএমআই)-র সঙ্গে চুক্তি করেছে নেক্সট-এর হাতে থাকা লিপ্সি ব্র্যান্ডটি। ভারতে তাদের বিভিন্ন পণ্য বিক্রি ও বিপণন করবে বিএমআই। খুলবে ৫০টি বিপণি।
|
শৈলেশ গুপ্ত ২০১২-’১৩ সালের জন্য অডিট ব্যুরো অফ সার্কুলেশন্স-এর চেয়ারম্যান হয়েছেন। তিনি জাগরণ প্রকাশনের বিপণন বিভাগের ডিরেক্টর। এ ছাড়া প্রকাশকদের তরফে আট জন সদস্যের মধ্যে রয়েছেন আনন্দবাজার সংস্থার অরিত্র সরকার।
|
ডিজেলের দর বাড়ার দু’দিনের মধ্যেই প্রায় ২ শতাংশ দাম বাড়ল বিমান জ্বালানির। নয়াদিল্লিতে তা কিলোলিটারে ১,৪২৯ টাকা বেড়ে হয়েছে ৭৩,৭১১ টাকা। |