সোমবার বসছে মন্ত্রিগোষ্ঠী
টানা ধর্মঘটের হুমকি বাস-মিনিবাস-ট্যাক্সির
ভাড়া বৃদ্ধির দাবিতে আগামী সোমবার, ১৭ সেপ্টেম্বর থেকে লাগাতার ধর্মঘট ডাকল বেসরকারি বাস, মিনিবাস এবং দূরপাল্লার বাস-মালিকদের বিভিন্ন সংগঠন। ২০ সেপ্টেম্বর থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি-মালিক ও চালকদের বিভিন্ন সংগঠনও।
ধর্মঘটের খবর শুনে শুক্রবার মহাকরণে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “আমি শুধু বলব, কয়েকটা দিন অপেক্ষা করুন। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন। মুখ্যমন্ত্রী নিজেই তো এর প্রতিবাদে রাস্তায় নামছেন। আপনারাও তাতে সামিল হোন। শুধু শুধু সাধারণ মানুষকে হয়রানির মুখে ঠেলে দিয়ে কী লাভ!”
তবে ডিজেলের দাম বৃদ্ধি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার কোনও প্রতিশ্রুতি দেননি পরিবহণমন্ত্রী। তিনি জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার পরিবহণ বিষয়ক মন্ত্রিগোষ্ঠী বৈঠকে বসবে। সেখানেই ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে সব বিষয় নিয়ে আলোচনা হবে।
ডিজেলের দাম বাড়ার জেরে শুক্রবারই ট্রাক ভাড়া ১৫% বাড়ানোর কথা জানিয়ে দিল ট্রাক-মালিকদের সংগঠন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস (এআইএমটিসি)। সংগঠনের মুখপাত্র জি পি সিংহের দাবি, ভাড়া বাড়ানো ছাড়া উপায় ছিল না। একই সঙ্গে ডিজেলের দাম কমানোর জন্য কেন্দ্রকে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছে তারা। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। দাম না কমলে দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকিও দিয়েছে ট্রাক মালিকদের এই সংগঠন। সংগঠনের দাবি, তাদের আওতায় সারা দেশে প্রায় ৮০ লক্ষ ট্রাক রয়েছে।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সরকার ডিজেলের মূল্যবৃদ্ধি ঘোষণা করার পরে এ দিন নিজেদের মধ্যে বৈঠকে বসে বাস, মিনিবাস এবং ট্যাক্সির বিভিন্ন সংগঠন। দফায় দফায় বৈঠকের পরে ওই সংগঠনগুলির অধিকাংশই সোমবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুধু বেসরকারি বাস-মালিকদের অন্য একটি সংগঠন, বেঙ্গল বাস সিন্ডিকেট এখনও ধর্মঘটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংগঠনের নেতা দীপক সরকার বলেন, “শনিবার আমরা ফের বৈঠক ডেকেছি। সেখানেই ধর্মঘট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এই ভাবে ডিজেলের দাম বাড়লে বাস চালানো সম্ভব নয়।” জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট এবং বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে তারা লাগাতার ধর্মঘটে সামিল হবে। সোমবার থেকে লাগাতার ধর্মঘটে যাচ্ছে দূরপাল্লার বাস সংগঠন ‘ইন্ট্রা অ্যান্ড ইন্টাররিজিয়ন বাস অ্যাসোসিয়েশন’-ও। ওই সংগঠনের উত্তরবঙ্গ শাখা অবশ্য রবিবার থেকেই ধর্মঘটে যাচ্ছে।
সংগঠনের নেতাদের দাবি, মিলিত ভাবে প্রায় ৩৫ হাজার বাস-মিনিবাস ও দূরপাল্লার বাস সোমবার থেকে পথে নামবে না। এতগুলি বাস পথে না নামলে সেই অভাব কী ভাবে পূরণ করবে সরকার? মন্ত্রীর জবাব, “সরকার অতিরিক্ত বাস চালাবে। এর বাইরে আমাদের আর কিছু করার নেই।”
ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া না-বাড়ায় ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি চালক ও মালিকদের বিভিন্ন সংগঠনও। তৃণমূল প্রভাবিত ‘প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন’ বাদে সব সংগঠন এ দিন জানিয়েছে, ভাড়া বাড়ানোর দাবিতে ২০ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হবে। তৃণমূল প্রভাবিত অন্য সংগঠন ‘কলকাতা ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশন’ অবশ্য ধর্মঘটে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের নেতা বিমল গুহের দাবি, ২০ তারিখ থেকে প্রায় ৩০ হাজার ট্যাক্সি ধর্মঘটে সামিল হবে। একই সঙ্গে তাদের দাবি, ট্যাক্সিতে উঠলেই ৩২ টাকা ভাড়া দেওয়ার ব্যবস্থা করুক সরকার। ২০ তারিখ থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার কথা ঘোষণা করেছে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনও। সংগঠনের দাবি, তাদের আওতায় প্রায় ১৮ হাজার ট্যাক্সি রয়েছে।
ডিজেলের দাম বাড়ায় রাজ্যের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে বলে এ দিন দাবি করেছেন মদনবাবু। তাঁর কথায়, “এখন রাজ্য সরকার পরিবহণ দফতরকে ৬০০ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। তা হলে আর কাজই করা সম্ভব হবে না!” তিনি বলেন, “দিল্লিকে আমরা সময়সীমা দিয়ে রেখেছি। তৃণমূল ইউপিএ সরকারের বড় শরিক। অথচ সেই দলের সঙ্গে আলোচনা ছাড়াই ডিজেলের দাম বাড়াল কেন্দ্র! আমরা জানতেও পারলাম না!”
ট্রাক ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন শিল্পমহলের বক্তব্য, এর ফলে চিনি, ভোজ্য তেল, সিমেন্ট-সহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়বে। ডিজেলের দাম বাড়ায় উদ্বিগ্ন রেল মন্ত্রকের একাংশও। নাম না করার শর্তে মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ায় রেলের ঘাড়ে ১২০০ কোটি টাকারও বেশি বোঝা চাপবে। তবে, এ জন্য পণ্য পরিবহণ মাসুল বাড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ধর্মঘট-সূচি
• সোমবার থেকে লাগাতার ধর্মঘটে বাস-মিনিবাস-দূরপাল্লার বাস
• বৃহস্পতিবার থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটে ৩০ হাজারেরও বেশি ট্যাক্সি
• বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটে প্রায় ১৮ হাজার লাক্সারি ট্যাক্সি



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.