বাংলাদেশ সীমান্ত থেকে ১০০ মিটারের মধ্যে জমিতে এক তরুণের ক্ষতবিক্ষত দেহ মিলল বৃহস্পতিবার সন্ধ্যায়। সুতি থানার হাসানপুর চরের ঘটনা। মৃত তরুণের নাম মিয়ামুদ্দিন শেখ (১৯)। বাড়ি হাসানপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাড়ির অন্যদের সঙ্গে ওই তরুণও গিয়েছিলেন পদ্মার চরে চাষের কাজে। দুপুরে সকলেই বাড়ি ফিরলেও তিনি ফেরেননি। শুরু হয় খোঁজাখুজি। তখনই সন্ধ্যে নাগাদ টহলরত বিএসএফ জওয়ান সীমান্ত লাগোয়া চরে ওই তরুণের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সুতির থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের সন্দেহ, বিএসএফের ‘চর’ সন্দেহে প্রতিহিংসাবশত খুন হন ওই তরুণ।
|
ফের চুরির ঘটনা সালারে। বৃহস্পতিবার রাতে সালারের বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইলের দোকানের শাটার ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। প্রসঙ্গত, বুধবার রাতেও সালারের এক ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। আতঙ্কিত ব্যবসায়ীরা দুষ্কৃতীদের গ্রেফতার ও বাজারের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকালে ঘণ্টা কয়েক সালার রাজ্য সড়ক অবরোধ করে। কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “বাজারে টহলদারি বাড়ানো হয়েছে।”
|
শান্তিপুরের ‘অপহৃত’ যুবককে উদ্ধার করল পুলিশ। শান্তিপুরের রামনগরের ওই যুবক প্রায় আট বছর ধরে ব্যারাকপুরের একটি ওষুধের দোকানে কাজ করতেন। তার পরিবারের দাবি, সেখানেই অন্য একটি ওষুধের দোকানের মালিকের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। গত এপ্রিলে তাঁরা রেজিস্ট্রি করে বিয়ে করেন। ৭ সেপ্টেম্বর দিঘায় বেড়াতে গেলে সেখান থেকে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশ মেয়েটির বাড়ি থেকে ওই যুবককে উদ্ধার করে।
|
ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্ট কালের জন্য নদিয়া জেলার প্রতিটি রুটে বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিল নদিয়া জেলা বাস মালিক সমিতি। জেলার ১০৭ টি রুটে প্রায় ১১০০ টি বাস চলে। শনিবার থেকে একটিও বাস চলবে না বলে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এ দিন তারা কৃষ্ণনগর শহরে একটি মিছিলও বের করেন। সংগঠনের কার্যকরী কমিটির সদস্য অসীম দত্ত বলেন, “যে ভাবে ডিজেলের দাম বাড়ল তাতে বাস ভাড়া না বাড়ালে কোনভাবেই বাস চালানো সম্ভব হচ্ছে না।”
|
দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডোমকলের কুচিয়ামোড়া। শুক্রবার সকাল থেকে ওই গ্রামে মতো বোমা পড়তে থাকে। আহত হন এক যুবক। তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে।
|
এক বছরের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বসানো হবে। হবে সংগ্রহশালা। শুক্রবার কল্যাণীর মুরাতীপুরে সাহিত্যিকের ১১৯ তম জন্মতিথি উপলক্ষে এক অনুষ্ঠানে এই কথা জানান খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। নাম তানজিরা খাতুন (১৬)। বেলডাঙা থানার ভাবতা গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। |