জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কেই প্রার্থী করল কংগ্রেস। সনিয়া গাঁধী এ বিষয়ে আজ চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ায় জঙ্গিপুরে ১০ অক্টোবর উপনির্বাচন হচ্ছে। প্রণববাবুর বদলে তাঁর পুত্র, নলহাটির বিধায়ক অভিজিৎবাবুকেই প্রার্থী করা হবে বলে কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য সনিয়া গাঁধীর কাছে অভিজিৎবাবুর নাম প্রস্তাব করেন।
এআইসিসি নেতা অস্কার ফার্নান্ডেজ জানান, আজ কংগ্রেস সভানেত্রী সেই প্রস্তাব অনুমোদন করেছেন। এর ফলে নলহাটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ল।
গত লোকসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রায় সওয়া এক লক্ষ ভোটে জিতেছিলেন প্রণব। কংগ্রেস সূত্রের বক্তব্য, এ বারের ভোটে প্রচারের মূল অস্ত্র হবে জঙ্গিপুরে সাংসদ হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি। সিপিএমের আবার এ ক্ষেত্রে অস্বস্তি রয়েছে। কারণ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিল তারা। তাই উপনির্বাচনের প্রচারে সাংসদ প্রণববাবুর বিরুদ্ধে কথা বলা সিপিএমের পক্ষে মুশকিল হবে। এ বার অবশ্য সংখ্যালঘু ভোট নিয়ে কংগ্রেস চিন্তিত। জঙ্গিপুর আসনে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে মুজফ্ফর হোসেনের নাম ঘোষণা করেছে সিপিএম। তিনি জনপ্রিয় সংখ্যালঘু নেতা এবং কৃষক পরিবারের সন্তান। আবার উপনির্বাচনে তৃণমূলের সাহায্য-সমর্থন কতটা মিলবে, তা নিয়েও কংগ্রেস যথেষ্ট সংশয়ে। ফলে লড়াই খুব সহজ হবে না বলেই দলের নেতাদের ধারণা। |