মনোরঞ্জন...
ক্যানভাসে জন্মদিন
গবগিয়ে ওঠা একটি ঘোড়া। সওয়ারের পোশাক, মাথার টুপিটি-সহ, ঠিক যেন কাউ বয়।
কিন্তু মুখটা যে খুব চেনা।
ওই তো, বিগ বি!
না, কোনও পুরনো ছবির স্টিল নয়, শ্যুটিং স্টিল নয় কোনও হতে-চলা ছবির। এই অমিতাভ বচ্চন ফুটে উঠেছেন ক্যানভাসে, সুনীল দাসের ক্যানভাসে।
পর্দায় নয়, ক্যানভাসে এ বার এক অভিনব অমিতাভ-রেট্রো। যে চরিত্রে তিনি অভিনয় করেছেন, যে চরিত্রে করেননি, এমনকী হয়তো কখনও করবেন না সেই সব এখন ফুটে উঠছে দেশ জুড়ে, শিল্পীদের নিজস্ব স্টুডিওয়। উপলক্ষ বিগ বি-র ৭০তম জন্মদিন। এ বছর পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে ১৫ অক্টোবর। তার চার দিন আগে, ১১ অক্টোবর মুম্বইয়ে এক তারকাখচিত সন্ধ্যায় সূচনা হবে ভারতীয় সিনেমার ‘গডফাদার’-এর ৭০ তম জন্মদিন উদ্যাপন।
‘কাউবয়’ অমিতাভ বচ্চন, সুনীল দাসের তুলিতে
এবং, যেন অমিতাভের ফিল্মি কেরিয়ারের মতোই, সেই উদ্যাপনের সূচনাও অন্য ভাবে, জরা হট্কে।
সেই অভিনব ভাবনাটা জয়া বচ্চনের। ৭০তম জন্মদিন, তাই ৭০টি গোলাপ জাতীয় বাঁধা পথে না হেঁটে একটু অন্য ভাবে দিনটিকে সেলিব্রেট করতে চান তিনি। তাই মূলত তাঁরই পরিকল্পনায় মুম্বইয়ের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা দেশের বিভিন্ন শিল্পীকে এখন আমন্ত্রণ জানাচ্ছেন নিজের মতো করে মেগাস্টারকে আঁকার জন্য। সেই আমন্ত্রণে ইতিমধ্যে সাড়া দিয়েছেন রামেশ্বর ব্রুটা, সতীশ গুজরাল, সুহাস রায়, পরেশ মাইতি, শক্তি বর্মণ, জয়শ্রী বর্মণ, সুনীল দাসের মতো প্রথম সারির শিল্পী। ইতিমধ্যে তাঁর প্রিয় তারকাকে এঁকেও ফেলেছেন ঘোড়া-খ্যাত সুনীল দাস।
কিন্তু কেন কাউবয়? “নিজের চরিত্রটাকে সব চেয়ে ভাল করে প্রতিষ্ঠিত করতে ও সব পারে। ‘কুলি’ ছবির শ্যুটিং যখন হচ্ছে তখন ওর এই ডেয়ারডেভিল ভাবটার জন্য প্রায় দুর্ঘটনাই ঘটতে যাচ্ছিল। এই স্পিরিটটাকে আমি ধরতে চেয়েছি কাউবয় হিসেবে ওকে দেখে,” বলছেন সুনীল দাস। আর এক শিল্পী পরেশ মাইতি আবার অমিতাভ বচ্চনের বিনয়ী স্বভাবটাকে ক্যানভাসে ধরতে চেয়েছেন। পরেশ বললেন, “ওঁর এই গুণটা আমাকে খুব টানে। অত বড় স্টার, অমন আশ্চর্য কণ্ঠসম্পদের অধিকারী, অত বড় প্রেজেন্টার, অথচ কী অসম্ভব বিনয়ী! এই দিকটাই আমি ধরতে চেয়েছি।”
মৃণাল সেনের ‘ভুবনসোম’ বা সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’-র ভাষ্যপাঠ করেন যিনি, ‘কুলি’ কিংবা ‘শোলে’র জনগণমনমোহন স্টার যিনি, ‘ব্ল্যাক’-এর সম্পূর্ণ অন্য ধরনের অভিনেতা যিনি, কেবিসি-র ভুবনকাঁপানো উপস্থাপক যিনি, এমনকী সাম্প্রতিক ‘কহানি’তে নিছক নেপথ্যের রবীন্দ্রসঙ্গীত-গায়ক যিনিসেই নানা মানুষ অমিতাভকে এ ভাবেই ধরার চ্যালেঞ্জ নিয়েছেন শিল্পীরা। ইতিমধ্যে অনেকে ছবি পাঠিয়েও দিয়েছেন। সে সব নিয়ে তৈরি হবে কফি-টেবল বই। আর সেটাই হবে ৭০তম জন্মদিনে বিগ বি-কে জয়ার সারপ্রাইজ গিফট, এমনটাই ইচ্ছে বচ্চন-জায়ার।
ইচ্ছেটাই ইতিহাস তৈরি করতে চলেছে। কারণ, এমন উদ্যোগ ভারতীয় সিনেমার কোনও তারকাকে নিয়ে আগে কখনও হয়নি। দু-এক জন শিল্পী বিচ্ছিন্ন ভাবে উত্তমকুমার, রাজেশ খন্না কিংবা সৌমিত্রকে হয়তো এঁকেছেন, কিন্তু ৭০ জন শিল্পী এক জন মহাতারকাকে নিয়ে ভাবছেন, আঁকছেন এমনটা ঘটেনি আগে।
এখন শুধু সময়ের অপেক্ষা, শিল্পের আর এক ক্যানভাসে বহু রূপে বিগ বি-কে দেখার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.