টুকরো খবর
মেঘ ভাঙা বৃষ্টির বলি ২৬, নিখোঁজ ৪০
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও ব্রজেশ্বর জেলায় আজ ভোররাতের মেঘ ভাঙা বৃষ্টিতে মারা গেলেন ২৬ জন। আহত ১৫ জন। নিখোঁজ অন্তত ৪০ জন। গত কাল থেকে অবিরাম বর্ষণ চলছে উত্তরাখণ্ডে। আজ ভোররাতে রুদ্রপ্রয়াগ জেলায় শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। সব থেকে খারাপ অবস্থা এখানকার উখিমঠ অঞ্চলের। টিমাদা, সনসারি, গিরিযা, প্রেমনগর, চুন্নি, মাঙ্গলি-সহ বহু গ্রামে ভেঙে পড়ে অসংখ্য বাড়ি। ভোররাতে তখন ঘুমোচ্ছিলেন গ্রামবাসীরা। বাড়ি চাপা পড়েই মারা যান বেশির ভাগ মানুষ। যুদ্ধকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সেনা ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশ যোগ দিয়েছে উদ্ধার কাজে। হেলিকপ্টারও কাজে লাগানো হতে পারে। তবে বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখনও অনেকে ধসের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান পিয়ূষ রুটেলা বলেন, “২২ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।” তিনি জানান, বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণে হৃষীকেশ-বদ্রীনাথ এবং হৃষীকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কে ধস নামায় রাস্তা দু’টি বন্ধ রাখা হয়েছে। কাল রাত থেকে সরযু ও কালিগঙ্গা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। মেঘ ভাঙা বৃষ্টিতে গত রাতে হরপা বান নেমে আসে ব্রজেশ্বর জেলায়। চার জন মারা যান তাতে। কাপকট এলাকায় ভেসে যান এক দম্পতি। বাকি দু’জনের এক জন মহিলা। গত মাসে উত্তরকাশীতে একই রকম মেঘ ভাঙা বৃষ্টি ও হরপা বানে মৃত্যু হয়েছিল ২৮ জনের।

কয়লা ব্লক বিলি নিয়ে কোর্টের নোটিস কেন্দ্রকে
কয়লা ব্লক বণ্টন নিয়ম মেনে হয়েছে কি না, তা জানতে চেয়ে ইউপিএ সরকারকে আজ নোটিস দিল সুপ্রিম কোর্ট। আগামী আট সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই নোটিসের জবাব দিতে হবে। সম্প্রতি ইউপিএ সরকার যে সমস্ত কোল ব্লক বণ্টনের অনুমতি দিয়েছিল, সেগুলি খারিজ করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন আইনজীবী মনোহর লাল শর্মা। এই আবেদনের বিরোধিতা করে কেন্দ্র কোর্টকে বলে, মামলাটি সিএজি রিপোর্টের তথ্যের উপর ভিত্তি করে দায়ের করা। সেই রিপোর্টটি আপাতত পিএসি যাচাই করেছে। কাজেই ওই মামলা ভিত্তিহীন। কিন্তু আজ কেন্দ্রের এই যুক্তি নস্যাৎ করে সুপ্রিম কোর্ট বলে, মামলাটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। সেগুলির উত্তর কেন্দ্রকে দিতেই হবে।

ব্যবসায়ীকে খুন, ধৃত ২
দিনের আলোয় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। পালাল টাকা নিয়ে। অসমের নলবাড়ি শহরে। পুলিশ জানিয়েছে, গাড়িতে আশিস মাসকারা নামে এক ব্যবসায়ী ব্যাঙ্কে টাকা জমা দিতে এসেছিলেন। গাড়ি থামতেই বাইক আরোহী দুই যুবক এসে দাঁড়ায়। একজন আশিসবাবুকে গুলি করে। অন্য জন টাকার ব্যাগ টেনে নেয়। তার পর চম্পট দেয় তারা। পুলিশ পরে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হয় ৭ লক্ষ ৫৩ হাজার টাকা।

বাগান-কর্তা অপহৃত
জঙ্গিদের হাতে অপহৃত হলেন চা-বাগানের ম্যানেজার। ঘটনাটি ঘটেছে অরুণাচলের নামসাইতে। পুলিশ জানায়, রাজ্যের পরিকল্পনা ও অর্থমন্ত্রী চওনা মেইয়ের মালিকানাধীন সতী চা-বাগানের ম্যানেজার সি এন পাণ্ডেকে কাল জঙ্গিরা অপহরণ করে। পাণ্ডের সঙ্গে থাকা কর্মচারীরা জানান, নিজেদের এনএসসিএন সদস্য হিসেবেই পরিচয় দেয় তারা। পুলিশের সন্দেহ, জঙ্গিরা পরিচয় গোপন করার জন্য ভ্রান্ত তথ্য দিয়েছে। তারা সম্ভবত আলফা বা ইউপিডিএফ জঙ্গি।

এনসিইআরটি পাঠ্যে শঙ্করদেব
ভক্তি আন্দোলনের ইতিহাসে এতদিন স্কুল পাঠ্যে উপেক্ষিত ছিলেন অসমের সাধক শ্রীমন্ত শঙ্করদেব। বৈষ্ণবধর্মের বাণী প্রচার করেছিলেন তিনি। সেই সঙ্গে সত্রীয় নৃত্যশৈলীরও জনক শঙ্করদেব। এত দিনে এনসিইআরটির পাঠ্যপুস্তকে সেই অধ্যায় অন্তর্ভুক্ত হতে চলেছে। গত কাল দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল।

দুই জঙ্গি নিহত
আধা-সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই আলফা জঙ্গি। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের নামসাইতে। পুলিশ জানায়, নাংটাও ইনফং বস্তিতে আসাম রাইফেল্স-এর জওয়ানদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়। ঘটনাস্থলেই দুই জঙ্গি মারা যায়। বাকিরা পালায়। ধৃতদের কাছ থেকে পিস্তল, গুলি, বিস্ফোরক উদ্ধার হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মারা গেলেন এক পথচারী। মান্দাইয়ের বাসিন্দা রামমঙ্গল দেববর্মা (৫০) গত কাল তেলিয়ামুড়ার অফিস থেকে বাড়ি ফিরছিলেন। অফিসের সামনেই, জাতীয় সড়ক পেরোতে গিয়ে লরিটির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।

প্রতিবাদ কুড়ানকুলামে
বৃহস্পতিবারই কোর্ট জানায়, কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি ভরা চলবে। তাই নিয়ে প্রতিবাদ জানাতে শুক্রবার জলে নেমে মানব বন্ধন গড়ে তুললেন বাসিন্দারা।

জগন জেলেই
জগন্মোহন রেড্ডির জামিনের আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি করে দিল সুপ্রিম কোর্ট। আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই।

টিভির নেশা
গ্যাসের ‘নব’ চালু রেখেই টিভিতে নিজের প্রিয় অনুষ্ঠান দেখতে ছুটে যান এক মহিলা। পরে আগুন জ্বালতে গেলেই বিস্ফোরণ হয় সিলিন্ডারে। আহত মহিলা-সহ ৪ জন।

ধর্ষক বাবা
নিজের এডস জেনেও সৎমেয়েকে ধর্ষণ করেছিলেন বাবা। মেয়ের দেহে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ায় ওই ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড ঘোষণা করল আদালত।

ট্রাক্টর দুর্ঘটনা
উত্তরপ্রদেশের টুন্ডলা অঞ্চলে একটি ট্রাক্টর উল্টে গেলে এক মহিলা ও তাঁর নাতনির মৃত্যু হয়। আহত চালক-সহ তিন জন হাসপাতালে ভর্তি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.