টুকরো খবর
প্রতারণার অভিযোগে ধৃত
কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। শহরের দু’টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজ ও একটি সর্বভারতীয় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলিয়েছিলেন তিনি। ধৃতের নাম পার্থ গুহ ওরফে হিমাদ্রি সাহা। ভর্তির টোপ দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতান তিনি। ‘কাজের’ জন্য ১০৯টি সিমকার্ড ছিল তাঁর। পুলিশ জানায়, গত কয়েক মাসে অনেকে একটি ই-মেল পান। তাতে ‘ম্যানেজমেন্ট কোটায়’ শহরের দু’টি ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজ এবং একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ভর্তি করানোর প্রতিশ্রুতি ছিল। তাতে এজেসি বসু রোডের একটি অফিসের ঠিকানা ও ফোন নম্বর থাকত। যোগাযোগ করলে কলেজের নামে চেক দিতে বলতেন। পাশাপাশি, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নামে কাটা ড্রাফ্ট ও হাতিয়ে নিতেন। ১০ সেপ্টেম্বর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হলে বিষয়টি স্পষ্ট হয়। অভিযোগ, টাকা নিয়ে ওই যুবক তাঁদের ই-মেলে জানান, ভর্তি হয়ে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতেও বলেছিলেন। কলেজে গিয়েই প্রতারণার বিষয়টি টের পান তাঁরা। পুলিশ জানায়, এক অভিযোগকারী মোবাইলে পার্থর ছবি তুলে রেখেছিলেন। সে সূত্র ধরেই বৃহস্পতিবার পানিহাটিতে ওই যুবকের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার তাঁকে আদালত ২০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। ধৃত নিজেও একটি বেসরকারি কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, সাউথ সিঁথির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতিষ্ঠানগুলির নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি।

ফের সিগন্যাল-বিভ্রাটে হয়রানি মেট্রোয়
২৪ ঘণ্টা না যেতেই একই জায়গায় একই ভাবে সিগন্যাল বিকল, প্রায় এক ঘণ্টা বিপর্যস্ত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে দমদমে ঢোকার মুখে সিগন্যাল বিকল হয়ে পরিষেবা বিপর্যস্ত ছিল দু’ঘণ্টা। শুক্রবার সন্ধ্যায় ফের একই ঘটনা। মেট্রো সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দমদমে আপ লাইনের সিগন্যাল বিকল হয়ে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। জের পড়ে ডাউন লাইনেও। দু’টি ট্রেনকে গিরিশ পার্ক ও ময়দান থেকে ঘুরিয়ে ডাউন লাইনে নেওয়া হয়। কর্মীরাই ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করেন। ময়দান ও গিরিশ পার্কে দমদমগামী ট্রেন থেকে যাত্রীদের নামতে বলা হয়। অফিস টাইমে ধর্মতলা, পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল স্টেশনে ভিড় উপচে পড়ে। অভিযোগ, ঘোষণাও ঠিক মতো করা হয়নি। মেট্রোর তরফে প্রত্যুষ ঘোষ বলেন, “সিগন্যালের সার্কিট ‘হ্যাং’ করায় বিপত্তি। পরপর দু’দিন কেন হল, সে ব্যাপারে সিগন্যালের ট্র্যাক-সার্কিট খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা।”

জল-প্রকল্প স্থগিত
মহেশতলা থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত কেএমডিএ-র জল-প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট। জেলাশাসক ১৯ সেপ্টেম্বর থেকে এর জন্য হাজার ছয়েক দোকান তোলার নোটিস দিয়েছিলেন। বেশ কিছু দোকানমালিক হাইকোর্টে জনস্বার্থের মামলা করেন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম বলেন, “আদালতের নির্দেশ পেয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।” হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী দু’সপ্তাহ দোকানদারদের উচ্ছেদ করা যাবে না। এর মধ্যে আবেদনকারীরা সব পক্ষকে মামলার আবেদনের প্রতিলিপি পাঠাবেন। অক্টোবরে পুনরায় শুনানি হবে। এ দিন রাজ্যের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

প্রতিবেশী খুনে ধৃত
প্রতিবেশীকে খুনের অভিযোগে শুক্রবার গ্রেফতার হলেন শেখ আমিরুদ্দিন নামে এক যুবক। অভিযোগ, বুধবার রাতে শেখ আমিরুদ্দিন-সহ চার জন প্রতিবেশী শেখ হায়দর আলিকে মারধর করে। শুক্রবার তাঁর মৃত্যু হয়।

ফের অভিযুক্ত তারক
ফের সিপিএম অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরে অভিযুক্ত কলকাতা পুলিশের সাসপেন্ড হওয়া কনস্টেবল তারক দাস। শুক্রবার এই ঘটনায় তারক-সহ চার জনের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়। আগেও এমন অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

জেলে নিষিদ্ধ বস্তু
ফের সংশোধনাগারে মোবাইল ও মাদক মিলল। শুক্রবার, প্রেসিডেন্সি জেলে বাক্স থেকে ১০টি মোবাইল, ৮টি চার্জার, ৫টি ব্যাটারি, হেডফোন, সিমকার্ড ও মাদক ট্যাবলেট মেলে।

মৃতদেহ উদ্ধার
বাঁশদ্রোণী থেকে বৃহস্পতিবার মিলল এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। মৃত অঞ্জু সিংহের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের অনুমান, গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.