এক লাফে টাকা বাড়ল ১১৩ পয়সা |
বাজারের সঙ্গে পাল্লা দিয়ে শুক্রবার বাড়ল টাকার দামও। এক লাফে উঠল ১১৩ পয়সা। দিনের শেষে ডলার দাঁড়াল ৫৪.৩০ টাকায়। বিশেষজ্ঞদের মতে, এর কারণ মূলত দু’টি। এক, ডিজেলের দাম বাড়ানোর পর কেন্দ্র এ বার পুরোদস্তুর সংস্কারের পথে হাঁটবে, এই আশায় শুক্রবারই শেয়ার বাজারে ২,৮০০ কোটি টাকা ঢেলেছে বিদেশি আর্থিক সংস্থাগুলি। আর দুই, মার্কিন অর্থনীতি নিয়ে নতুন করে তৈরি হওয়া সংশয়ের জেরে বিশ্ব-বাজারে পড়েছে ডলারের দাম। ফলে, এক দিকে পৃথিবী জুড়ে যেমন ডলারের দাম কমেছে, তেমনই ভারতে জোগান বেড়েছে মার্কিন মুদ্রার। আর এই দুই কারণেই এ দিন ডলারের সাপেক্ষে টাকার দাম বেড়েছে বলে বিশেষজ্ঞদের দাবি।
|
ফের নতুন রেকর্ড গড়ল সোনা |
এ বার ৩৩ হাজারের দিকে পাকা সোনা। শুক্রবার নয়াদিল্লিতে ১০ গ্রামে তা পৌঁছেছে ৩২,৯০০ টাকায়। কলকাতায় ৩২,৬৬০। পিছিয়ে নেই গয়নার সোনাও। শহরে তার দাম ১০ গ্রামে ৩০,৯৮৫ টাকা। ফের ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে ফেডারেল রিজার্ভ। ফলে আশঙ্কা তৈরি হয়েছে মার্কিন অর্থনীতি নিয়ে। পড়েছে ডলার। মূলত সেই কারণেই লগ্নিকারীরা হেঁটেছেন সোনার দিকে।
|
এখন থেকে নববর্ষ, হোলি বা দেওয়ালির মতো উৎসবের দিনগুলিতে কথা বলা বা এসএমএস পাঠানোর জন্য বাড়তি টাকা কাটতে পারবে না টেলি পরিষেবা সংস্থাগুলি। শুক্রবার এই নির্দেশ দিয়েছে ট্রাই। |