বগটুই গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ১৫০টি বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বগটুইয়ের পাশের গ্রামে কুমাড্ডার কাছ থেকে তিনটি বড় কৌটো ভর্তি বোমা উদ্ধার এবং বৃহস্পতিবার রাতে ময়ূরেশ্বর থানার যবুনি গ্রাম থেকে শুকুর শেখ ও শুক্রবার বগটুই গ্রাম থেকে লাল শেখকে গ্রেফতার করা হয়। এর আগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। রামপুরহাটের এসডিপিও দেবাশিস নন্দী বলেন, “শুকুর শেখ বোমার মশলা সাপ্লাই করত। লাল শেখকে ওই ঘটনায় জড়িত সন্দেহে ধরা হয়েছে।” গত মঙ্গলবার সন্ধ্যায় বোমা বাঁধার সময়ে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছিল। পরে আরও এক জনের দেহ মেলে।
|
সিউড়ির কড়িধ্যা তেঁতুলতলা বাসস্টপের কাছে শুক্রবার সকালে বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন মা ও ছেলে। এর পরেই উত্তেজিত লোকজন বাসটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি চালক, খালাসিকে মারধর করেন। পুলিশ গিয়ে চালক ও খালাসিকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়।
|
তাঁদেরও ভাতা দিতে হবে এই দাবিতে শুক্রবার দুবরাজপুর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন বালিজুড়ি গ্রামের পুরোহিতেরা। তাঁরা বিডিওকে স্মারকলিপি দেন। বিডিও গোবিন্দ দত্ত বলেন, “তাঁদের স্মারকলিপি পেয়েছি। যথাস্থানে জানানো হবে।” |