বিশ্বের প্রাচীন তম ফোর্ড মোটর গাড়ি ‘চাসিস ৩০’-এর নিলাম হতে চলেছে আগামী অক্টোবর মাসে। ১০৯ বছরের পুরনো ওই গাড়িটির দাম রাখা হয়েছে ৩ লক্ষ ডলার। ফোর্ড মোটর সংস্থার বিক্রি করা প্রথম ৩টি ফোর্ড গাড়ির মধ্যে ‘চাসিস ৩০’ অন্যতম। ১৯০৩ সালে হারবার্ট এল ম্যাকনারি নামে এক মাখন বিক্রেতা ওই গাড়িটি কেনেন। ১৯৫০ সাল পর্যন্ত তাঁরই পরিবারের হেফাজতে থাকে ‘চাসিস ৩০’। তার পর সময়ের সঙ্গে সঙ্গে পাঁচ বার হাতব দল হয় গাড়িটির মালিকানার। অবশেষে এখন নিলামের পথে ‘চাসিস ৩০’।
|
গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি মুসা। নিষিদ্ধ মাদক আমদানির অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে মাদক পাচার বিরোধী বাহিনী, কিছু সময়ের জন্য আটক রাখা হয় তাঁকে। ৫ লক্ষ টাকার জামিনদারের বিনিময়ে ওই দিনই ছেড়ে দেওয়াও হয় তাঁকে। গিলানি প্রধানমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য দফতরকে প্রভাবিত করে দু’টি ওষুধ সংস্থাকে নিষিদ্ধ এক মাদক পাইয়ে দেওয়ার অভিযোগ দায়ের করা হয় আলি মুসার বিরুদ্ধে। গিলানি অবশ্য ছেলের বিরুদ্ধে আনা এই অভিযোগ মানতে নারাজ। তিনি মনে করেন আলি মুসাকে ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে। তদন্তের নামে এই কাজ করার জন্য মাদক পাচার বিরোধী বাহিনীকে দোষারোপও করেন তিনি।
|
কাবুল থেকে কন্দহরগামী হাইওয়েতে যাত্রিবাহী বাস ও তেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে মৃত্যু হয়েছে ৫০ জনের, গুরুতর আহত আরও ৫। বৃহস্পতিবারের এই দুর্ঘটনার শিকার বেশ কিছু শিশু-সহ মহিলারাও। তেল ট্যাঙ্কারটি ঠিক কাদের তা এখনও জানা যায়নি। ঘটনায় কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আছে কি না তাও জানা যায়নি। আফগানিস্তানের রাস্তাঘাটের বেহাল ও শোচনীয় দশাই এই দুর্ঘটনার কারণ বলে অনুমান। |