দেওরের পরে এ বার বৌদি। ব্রিটেনের রাজ পরিবার ফের বিতর্কে।
লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে আমোদে মত্ত নগ্ন রাজকুমার হ্যারির ছবির পরে এ বার ফরাসি পত্রিকায় বের হল রাজকুমার উইলিয়াম-পত্নী কেটের ‘টপলেস’ চার চারটি ছবি।
যা নিয়ে যার-পর-নাই ক্ষুব্ধ রাজ-দম্পতি। ‘উদ্ভট এবং ক্ষমার অযোগ্য এই কাজের’ জন্য তাঁরা প্রথমে ব্যথিত বলে জানালেও পরে সাফ জানিয়েছেন, ওই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের মুখপাত্র জানিয়েছেন, “এই ব্যাপারে ওঁদের খারাপ লাগাটা রাগে পরিণত হয়েছে। কারণ ওই ফরাসি পত্রিকা সব সীমা লঙ্ঘন করেছে।”
গত সপ্তাহে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন উইলিয়াম-কেট। ব্রিটেনের রানির ভাইপো লর্ড লিনলের বিশেষ ফরাসি শ্যাতিউয়ের (প্রাসাদ) ছাদে স্বামীর সঙ্গে সাদা-কালো বিকিনি পরে দেখা যায় ডাচেস অফ কেমব্রিজকে। ওই সময়েই এক বার ‘টপলেস’ অবস্থায় কেটকে দেখতে পেয়ে দূর থেকেই ফরাসি পত্রিকার কেউ ক্যামেরাবন্দি করে। চার চারটি ছবি, তার দু’টি আবার প্রচ্ছদে। ছবির ক্যাপশনে লেখা: ‘ইংল্যান্ডের ভবিষ্যৎ রানিকে দেখুন, তাঁকে এ ভাবে কখনও দেখা যায়নি, আর দেখাও যাবে না!’
যুবরানি ডায়ানার পিছনে পাপারাৎজি যে ভাবে তাড়া করে বেড়াত, ডায়ানা-পুত্র উইলিয়াম আর তাঁর স্ত্রী কেটকেও ঠিক সে রকম ভাবেই ক্যামেরা-শিকারিদের খপ্পরে পড়তে হচ্ছে বলে আশঙ্কা রাজপরিবারের ঘনিষ্ঠদের। |
সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছর উদ্যাপন উপলক্ষে ফ্রান্স থেকে এই সপ্তাহেই ন’দিনের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছেন উইলিয়াম-কেট। কুয়ালা লামপুরে প্রাতরাশ সারার সময় ওই ছবি রাজ-দম্পতির চোখে পড়ে।
‘সেলিব্রিটি’দের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানোর রেওয়াজ কিন্তু ফরাসি সংবাদমাধ্যমে বরাবরই রয়েছে। যে কারণে ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি বা জনি ডেপের মতো হলিউড তারকারা ফ্রান্সে ছুটি কাটাতে স্বচ্ছন্দ বোধ করেন। তাই ফরাসি পত্রিকাটি এ ভাবে দম্পতির একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করার জন্য উদগ্রীব হল কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এ সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন ফরাসি ওই পত্রিকার সম্পাদক লরেন্স পিউ। তিনি সাফ বলছেন, “ছবিগুলো এমন কিছু ভয়ঙ্কর নয়। ‘টপলেস’ এক জন যুবতী ‘সানবাথ’ নিচ্ছেন, এমন তো কত মেয়েই করে থাকে!” উল্টে তিনি ঠাট্টা করে বলেন, “রাজকুমার হ্যারি এ বার সঙ্গী পেলেন!” গোটা বিশ্বে ওই ছবিগুলো বিক্রি করতেও রাজি লরেন্স। ব্রিটেনের রাজপরিবার পত্রিকাটির বিরুদ্ধে মামলা করেছে। ফরাসি স্বত্বাধিকার আইনে এই সব ক্ষেত্রে ৪৫ হাজার ইউরো (৩২ লক্ষ টাকা) পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হতে পারে পত্রিকাটিকে। কিন্তু এক ব্রিটিশ আইনজীবীর মতে, পত্রিকাটি কয়েক দিনে তার থেকে অনেক বেশি ব্যবসা করে ফেলতে পারবে। পত্রিকাটির একটি ব্রিটিশ সংস্করণও রয়েছে। তারা অবশ্য প্রথমেই কেটের ছবি ছাপতে অস্বীকার করে। কুয়ালা লামপুরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন উইলিয়াম-কেট। এই সফরে ছবি-কেলেঙ্কারি কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার। |