টুকরো খবর |
অবরোধ তোলার চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
অবরোধ তোলার চেষ্টা ঘিরে ছাত্র-বহিরাগতদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল দিনহাটার সাহেবগঞ্জ। বৃহস্পতিবার দিনহাটা-২ বিডিও অফিসে একদল ছাত্র হামলা চালায় বলে অভিযোগ। তাঁদের সঙ্গে ওই হামলায় কিছু বহিরাগত যুবকও যোগ দেয় বলে অভিযোগ। বিডিও অফিসের জানালার কাঁচ-সহ একাধিক টেবিলও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। জানালার কাঁচের ভাঙা টুকরো ছিটকে বিডিও’র থুতনিতে লাগায় তিনি চোট পেয়েছেন। দিনহাটা থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সিংহ বলেন, “পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।” পুলিশ ও স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, গত বুধবার পথ দুর্ঘটনায় সাহেবগবঞ্জ হাইস্কুলের শিক্ষক দেবব্রত মজুমদারের (৩৫) মৃত্যু হয়। বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদের পাশাপাশি দিনহাটা-সাহেবগঞ্জ রোডে বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে একাধিক এলাকায় অবরোধ শুরু করেন একদল উত্তেজিত ছাত্র। অফিসে যাওয়ার সময় খারুভাঁজ এলাকায় এরকমই একটি অবরোধে আটকে পড়েন বিডিও রিচার্ড লেপচা। অবরোধকারীদের অভিযোগ, বিডিও বিনা প্ররোচনায় অবরোধকারী ছাত্রদের কয়েকজনকে মারধর করলে উত্তেজনা ছড়ায়। সাহেবগঞ্জ হাইস্কুলের প্রধানশিক্ষক ননীগোপাল বর্মন বলেন, “অবরোধ ওঠানোর নামে বিডিও ছাত্রদের কয়েকজনকে মারধর করেন। বিডিও অফিসে ভাঙচুরে আমাদের কোনও ছাত্র জড়িত না।” মারধরের অভিযোগ অস্বীকার করে দিনহাটা-২ ব্লকের বিডিও রিচার্ড লেপচা বলেন, “অবরোধ দেখে গাড়ি থেকে নেমে মানুষের ভোগান্তি হচ্ছে তা বোঝানার চেষ্টা করি। ছাত্ররা সেটা মেনে নিলেও বহিরাগতরা গোলমাল পাকায়।”
|
পুলিশি ভূমিকায় ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
|
জেনকিন্স স্কুলের গেটে তালা। ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
জেনকিন্স স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ধ্রুবজ্যোতি দাসের পরিজনদের কাছেই খুনের অভিযোগের স্বপক্ষে তথ্য-প্রমাণ চাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের নামে। বৃহস্পতিবার কোচবিহারের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান ধ্রুবজ্যোতির কাকা পঙ্কজ দাস। ভাইপোর মৃত্যুর ঘটনার পরে তিনিই ধ্রুবজ্যোতির তিন বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ জানান। ১১ সেপ্টেম্বর ওই অভিযোগ জানাবার তিন দিনের মাথায় তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানান তিনি। তাঁর কথায়, “এখনও কেউ ধরা পড়েনি। পুলিশ সঠিক তদন্ত না করে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। আমরা খুনের অভিযোগ করায় আমাদেরকেই তথ্য দিতে বলছে।” রহস্যমৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত ‘ঢিলেঢালা’ বলে অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, “পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। পুলিশ ঘটনাটি দায়সারা ভাবে চালানোর চেষ্টা করলে মেনে নেব না।” কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সিংহ বলেছেন, “কোনও পুলিশ অফিসারের এমন বলার কথা নয়। বিষয়টি দেখছি।” মঙ্গলবার বন্ধুর বাড়িতে গিয়ে পুকুরে ডুবে যায় ধ্রুবজ্যোতি। পাশাপাশি, এ দিন থেকে জেনকিন্স স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছনোর নির্দেশ দেন। সময় পেরিয়ে যাওয়ার পরে স্কুলের গেটে তালা দিয়ে দেওয়া হয়। ফলে, স্কুলে ঢুকতে পারেনি অনেক ছাত্র। তাদের একাংশের ক্ষোভ, ছাত্রদের ঢুকতে দেওয়া না হলেও শিক্ষকদের ঢুকতে দেওয়া হয়।
|
স্বপ্নাদেশে আরাধনা বালুরঘাটে |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দেবীর স্বপ্নাদেশে গণেশ-কার্তিকের স্থান বদলে ধনসম্পত্তি এবং প্রতিপত্তিতে বেড়েছিল জমিদার মনোমালি সাহার। ‘রায়’ উপাধি দিয়ে সম্মান জানিয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসকেরা। আজ জমিদার নেই, নেই তাঁর জমিদারি। কিন্তু চার পুরুষ ধরে ঐতিহ্যবাহী সেই পারিবারিক দুর্গাপুজো আজও নিষ্ঠার সঙ্গে পালন হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। জেলার প্রাচীণ পারিবারিক পুজোগুলির অন্যতম শহরের সাড়ে তিন মোড়ের ওই পুজো। এই পুজো ‘সাহারায় বাড়ি’র দুর্গাপুজো বলে পরিচিত। পুজোটি এবছর ১৬৯ বছরে পড়ল। প্রতিমা দর্শনে এই বাড়ির পুজো মন্ডপে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পুরনো রীতি মেনে আজও নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করেন সাহারায় বাড়ির সদস্যরা। এই পুজোর সঙ্গে মৃৎশিল্পী থেকে শুরু করে পুজোর পুরোহিত, ঢাকি সকলেই বংশপরম্পরায় যুক্ত। পুজোয় অন্যতম বিশেষত্ব দেবীর পাশে গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন। একচালায় তৈরি দুর্গা প্রতিমায় লক্ষীর পাশে কার্তিক এবং সরস্বতীর পাশে গণেশ রেখে পুজো হয়। সাহারায় পরিবারের কর্তা প্রয়াত বটকৃষ্ণ সাহারায়ের পর পঞ্চম পুত্র কালিকৃষ্ণ সাহারায়ের উদ্যোগে চলে আসা বালুরঘাটের এই পুজোয় দেশভাগের আগের বহু স্মৃতি ও বিশেষত্ব জড়িয়ে। কালীকৃষ্ণবাবু জানান, বাংলাদেশের পাবনা জেলার জামিত্তা গ্রামে তাঁর ঠাকুরদাদা তৎকালীন জমিদার মনোমালি সাহারায় পুজো শুরু করেছিলেন। দেবীর স্বপ্নাদেশে গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন করে পুজোর প্রচলন শুরু হয়।
|
ছাই ১০টি দোকান |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
ছাই হল ১০টি দোকান। বুধবার গভীর রাতে দিনহাটার কৃষিমেলা বাজার চত্বরের ঘটনা। দিনহাটা থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৬ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীদের দাবি। দিনহাটার মহকুমা শাসক অগাস্টিন লেপচা বলেন, “ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রাথমিকভাবে ত্রিপল সহ কিছু ত্রাণ দেওয়া হচ্ছে। আর্থিক সাহায্য দেওয়ার বিষয়েও চেষ্টা হবে। পুরো ঘটনা নিয়ে দমকলের কর্তাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।” দিনহাটার কৃষিমেলা বাজার চত্বরে শতাধিক পাইকারি সবজির দোকান ও আড়ত রয়েছে। বুধবার রাত ২টো নাগাদ স্থানীয় ব্যবসায়ী মন্টু মালাকারের দোকান থেকে ধোঁয়া বার হতে দেখেন বাজারের নৈশপ্রহরী। মূহূর্তে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
|
বয়কটের ডাক |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আগামী ১৫ সেপ্টেম্বর চাঁচল মহকুমা আদালতের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার ডাক দিয়েছে মালদহ বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বার অ্যসোসিয়েশনের তরফে সাংবাদিক সম্মেলন করে তা জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিনূল ইসলাম ও সভাপতি অমলেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, মালদহ বার অ্যসোসিয়েশনকে অন্ধকারে রেখে চাঁচল মহকুমা আদালতের উদ্ধোধন করা হচ্ছে। মালদহ বারের সমস্ত আইনজীবীকে অপমান করা হয়েছে। এর প্রতিবাদে আমরা চাঁচল মহকুমা আদালত উদ্ধোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। চাঁচল মহকুমা আদালতে উদ্ধোধন করতে আসছেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
|
২০ লাখ চেয়ে চিঠি |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কংগ্রেস বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর কাছে ২০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটি এসেছে মদিয়ার কৃষ্ণমগর থেকে। বৃহস্পতিবার স্পিড পোস্টে ওই চিঠি কংগ্রেস বিধায়কের দলীয় অফিসে আসে। কর্মীরা চিঠিটি নিয়ে পুরসভায় যান। কৃষ্ণেন্দুবাবু চিঠি খোলার পরে হতবাক হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ জানান। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বিধায়কের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।” এ দিন কৃষ্ণেন্দুবাবু বলেন, “চিঠিটি খোলার পরে দেখি ওই চিঠিতে আমাকে ও পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। কারা হুমকি দিয়েছে তা পুলিশ দেখুক।”
|
ছাদ ভেঙে আহত |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মন্দিরের ছাদ ভেঙে পড়ে আহত হয়েছে ৩ জন। বৃহস্পতিবার দুপুরে চোপড়ায় ঘটনাটি ঘটেছে। এ দিন দুপুরে স্থানীয় একটি মন্দিরের ছাদ ঢালাই করছিল কয়েকজন মিস্ত্রী। হঠাৎ কয়েকজন কর্মী বালি দিতে ছাদে উঠলেই ছাদটি ভেঙে পড়ে।
|
একার লড়াই |
কংগ্রেসের সঙ্গে জোট নয়, পঞ্চায়েতে উত্তর দিনাজপুরে একা লড়বে তৃণমূল। বৃহস্পতিবার ইসলামপুরে এ কথা জানান তৃণমূল বিধায়ক, মন্ত্রী আবদুল করিম চৌধুরী। |
|