সকালে জল বন্ধ, ক্ষোভ
হানন্দা লিঙ্ক ক্যানেল থেকে ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টে জল তোলার পাম্প খারাপ হয়ে যায়। আর তাতেই আচমকা বৃহস্পতিবার সকালে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায় শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে।
আগাম খবর না-থাকলেও আচমকা জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় বাসিন্দাদের। চেনা পরিচিতেরা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের ফোন করে জানালে তাঁরাও কিছু বলতে পারছেন না। বিরোধী বাম কাউন্সিলররা ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুকে প্ল্যাকার্ড আটকে, ঘটি নিয়ে পুর কমিশনারের দফতরে প্রতিবাদ জানাতে যান। বেলা ১১ টা নাগাদ কমিশনার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বৈঠকে থাকলে বিরোধী কাউন্সিলররা তাঁর ঘরের সামনে বসে পড়েন। বৈঠক সেরে কমিশনার ফিরলে তাঁর কাছে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বিনা নোটিশে পানীয় জল সরবরাহ এ ভাবে বন্ধ করা হল কেন তার জবাব চান।
জল সরবরাহ বিভাগের দায়িত্বে রয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। তিনি এবং মেয়র গঙ্গোত্রী দত্ত রাজীব গাঁধী আবাস যোজনা প্রকল্পের কাজে এ দিন দিল্লিতে গিয়েছেন। তাঁদের অবর্তমানে পরিস্থিতি সামাল দিতে জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগের বাস্তুকারদের নিয়ে জরুরি বৈঠক করেন পুর কমিশনার। পরে পাম্প ঠিক করে সন্ধ্যার দিকে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়। তবে ওই সরবরাহও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ। পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান বলেন, “পাম্প মেশিন ঠিক করে বিকেলের দিকে জল সরবরাহ করা সম্ভব হয়েছে।” মেয়র জানিয়েছেন শহরের বাইরে থাকলেও সমস্যার বিষয়টি তিনি শুনেছেন। পুর কমিশনারকে সেই মতো ব্যবস্থা নিতে বলেছিলেন।
পুর কমিশনার প্রভুদত্ত ডেভিড প্রধান জানান, বুধবার রাত ৯ টা নাগাদ তিনি খবর পান ফুলবাড়িতে পাম্প খারাপ হয়েছে। বিস্তারিত জানতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ফোন করলেও তিনি ফোন ওঠাননি। ওই দফতরের মুখ্য বাস্তকারের কাছে বিষয়টি জানিয়েছেন পুর কমিশনার। সকালের মধ্যে পাম্প ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকেরা। অথচ তা ঠিক করা সম্ভব না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।
বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন, “শহরে মেয়র, ডেপুটি মেয়র কেউই নেই। সকাল থেকে শহরে পানীয় জল সরবরাহ হয়নি তা নিয়ে পুর কর্তৃপক্ষ নির্বিকার ভাবে বসেছিল। আমরা হইচই করার পর তারা নড়েচড়ে বসেন। কেন এমনটা হবে। পানীয় জল সরবরাহ থেকে শুরুকরে সমস্ত পরিষেবা ভেঙে পড়েছেন। বিভিন্ন অভিযোগ নিয়ে নিয়ো আগামী ২৪ সেপ্টেম্বর পুরসভায় অভিযান হবে।” অন্য দিকে ঠিকাদারের অধীনে থাকা ফুলবাড়ি ট্রিটমেন্ট প্ল্যান্টের ১৩ জন পাম্প চালক ২ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে তাঁদের বেতন দেওয়া হয়। আইএনটিইউসি’র জেলা সভাপতি অলক চক্রবর্তী জানান, এ দিন মেয়রের দফতরে সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে ওই পাম্প চালকদের বেতন দেওয়া না হলে তাঁরা কাজ বন্ধ করে দেবেন। তাতে পানীয় জল সরবরাহ বিপর্যস্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.