টুকরো খবর
ছাত্রের অপমৃত্যু
নবম শ্রেণির এক ছাত্রের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল সাঁওতালডিহি থানার কামারগোড়া গ্রামে। মঙ্গলবার বিকেলের ঘটনা। সুপ্রিয় মাজি (১৪) নামের ওই ছাত্র বরাবর ভাল করলেও সাম্প্রতিক ইউনিট টেস্টে তার ফল খুব একটা ভাল হয়নি বলে পরিবার ও স্কুল সূত্রে জানা গিয়েছে। বুধবার সুপ্রিয়র স্কুল ইছড় হাইস্কুলে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ যায়। সুপ্রিয়র বাবা রাজকুমার মাজি বলেন, “ছেলে বলেছিল, ইউনিট টেস্টের নম্বর ক্লাসে শিক্ষক মুখে বলেছেন। সেই মতো সে খাতায় নম্বর টুকে নিয়েছে। পরে রেজাল্ট বেরোতে দেখা যায়, খাতায় লেখা নম্বরের চেয়ে অনেক কম পেয়েছে আমার ছেলে।” স্কুলের টিচার ইনচার্জ বিবেকানন্দ মুখোপাধ্যায় বলেন, “সুপ্রিয়র মৃত্যু দুঃখজনক। তার পরিবারের দাবি মেনে পুলিশ ও কিছু অভিভাবকের সামনে ওর পরীক্ষার খাতা দেখিয়েছি। প্রাপ্ত নম্বরের হেরফের হয়নি।” পুলিশও দাবি করেছে, মৃত ছাত্রের পরিবার ও এলাকাবাসীর তরফে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির মৌখিক অভিযোগ করা হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ স্কুলে গিয়ে তদন্ত করলেও স্কুল কর্তৃপক্ষের কোনও ত্রুটি ধরা পড়েনি।

ঠিকাকর্মীর মৃত্যু
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিষ্ণুপদ মাহাতো (২২)। বাড়ি কেন্দা থানার ডুমুরশোল গ্রামে। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামে। তিনি ওই গ্রামে বিদ্যুতের কাজ করতে এসেছিলেন। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা রাতভর দেহটি আটকে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিষ্ণুপদ ওই গ্রামে বিপিএল তালিকাভুক্ত বাসিন্দাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বরাতপ্রাপ্ত এক বেসরকারি ঠিকাদার সংস্থায় কর্মী। বুধবার মুরুলিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তিনি বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। কোনও ভাবে তিনি সেখান থেকে নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ গ্রামে গিয়ে দেহ উদ্ধার করতে গেলে বাসিন্দারা বাধা দেন। তাঁরা দাবি করেন, ওই ঠিকাদার সংস্থার আধিকারিকদের ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পুলিশ জানিয়েছে, রাতেই ওই সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার করা যায়।

গ্রেফতার ৪
রাস্তায় ফালি পুঁতে ও গাছ ফেলে ছিনতাই করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন বান্দোয়ানের শালবনি গ্রামের শশাঙ্ক মাহাতো, বরাবাজার থানার বাগালবাঁধ গ্রামের সূর্য শবর এবং বলরামপুর থানার কালিপুর গ্রামের সঞ্জয় শবর ও বিকাশ শবর। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়। ১ সেপ্টেম্বর রাতে বান্দোয়ান-কুইলাপাল রাস্তায় কাশডিহা গ্রামের কাছে কয়েকজন দুষ্কৃতী গাছ ফেলে লরি আটকে চালক ও খালাসিকে মারধর করে মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয়। সেই ঘটনায় পুলিশ ওদের ধরেছে।

দেহ উদ্ধার
জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক। পরে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঝুলু বাউরি (১৯)। বাড়ি সাঁতুড়ি থানার সুনুড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে গ্রামের অদূরে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন ঝুলু। পথে বালিতোড়া জোড় পার হওয়ার সময় জোড়ের চোরাবালিতে আটকে পড়েন তিনি। এরপরেই জোড়ের জলের স্রোতে তিনি ভেসে যান। বৃহস্পতিবার সকালে ওই এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্বামী গ্রেফতার
স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনিমেষ করমোদক। তাঁর বাড়ি খাতড়ার বৈদ্যিপাড়ায়। বুধবার সন্ধ্যায় তাঁর স্ত্রী সুলেখা করমোদক স্বামীর বিরুদ্ধে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অনিমেষকে ধরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে খাতড়ার ডোমপাড়ার বাসিন্দা সুলেখার সঙ্গে দিনমজুর অনিমেষের বিয়ে হয়। সুলেখাদেবীর অভিযোগ, বিয়ের পর থেকেই সাংসারিক নানা কারণে আমার উপর অত্যাচার করছেন স্বামী। বুধবার মারধর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃহস্পতিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হয়।

বাসের চাকায় পিষ্ট
বাস থেকে নামতে গিয়ে সেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা যাত্রীর। প্রতিবাদে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার কুলডাঙা গ্রামে, দুর্গাপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কের উপর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়না চট্টোপাধ্যায় (৫০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। বাসটি আসানসোল থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল। পুলিশ জানায়, চালক পলাতক। আটক করা হয়েছে বাসটি।

আইন অমান্য
কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে আইন অমান্য আন্দোলন করল সারা ভারত কৃষি ও খেত মজুর সংগঠন। বৃহস্পতিবার বাঁকুড়ায় জেলাশাসকের দফতরের সামনে সংগঠনের কর্মী-সমর্থকেরা জমায়েত করে আন্দোলন করেন। পুলিশ তাঁদের গ্রেফতার করার পরে ছেড়ে দেয়।

জেল হাজত
বধূকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ধৃত পাত্রসায়রের বোষ্টমপাড়ার স্বামী, শ্বশুর ও শাশুড়ির ১৪ দিনের জেল হাজত হল। মঙ্গলবার সকালে বধূটির দেহ উদ্ধার হয়। ওই দিনই পুলিশ তাদের ধরেছিল। বুধবার বিষ্ণুপুর আদালতে তাঁদের হাজির করানো হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.