টুকরো খবর
মূল্যবৃদ্ধি নিয়ে ঘেরাও, বিক্ষোভ
সারের দাম বৃদ্ধি ও ফসলের দাম কমে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বারাসতের জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শ’তিনেক কৃষক। এ দিন দুপুরে প্রথমে বারাসত স্টেশনে জড়ো হন কৃষকেরা। পরে তাঁরা মিছিল করে গিয়ে জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। অফিসের সামনে পাট পুড়িয়ে প্রতিবাদ করেন কৃষকেরা। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের ডাকে এ দিন বিক্ষোভ দেখান চাষিরা। তাঁদের দাবি, সার-সহ সমস্ত কৃষি উপকরণের অগ্নিমূল্য প্রতিরোধ করতে হবে। ধান, পাট, সব্জি-সহ ফসলের লাভজনক দাম দিতে হবে। সংগঠনের জেলা সম্পাদক দাউদ গাজি বলেন, “১০০ দিনের কাজের জন্য যাঁদের জব কার্ড রয়েছে, তাঁদের বছরে ২০০ দিন কাজ ও ২০০ টাকা করে মজুরি দিতে হবে। তাঁদের গরিব ও মধ্য চাষিদের জমিতে কাজে নিয়োগ করার দাবিও জানিয়েছি আমরা।”

উস্থিতে খালে মুণ্ডুহীন দেহ, মিলল ধড়ও
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্থির দেউলা গ্রামের কাছে খাল থেকে এক যুবকের মুণ্ডু ও দেহ আলাদা অবস্থায় উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম রেজাউল মোল্লা(২৭)। বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার নওয়াপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজাউল মোল্লা পেশায় কবিরাজ। কুলপিতে তাঁর চেম্বারও রয়েছে। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে কুলপি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কয়েক জন চাষি মাঠে কাজ করতে যাওয়ার সময় রেজাউলের দেহ ও মুণ্ডুুটি খালে ভাসতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। একটি খুনের মামলা রুজু করা হয়েছে। দেহ উদ্ধারের খবর পেয়ে রেজাউলের ভাই রাজিবুল ইসলাম মোল্লা উস্থি থানায় এসে সাদা পাজামা ও পাঞ্জাবি দেখে দেহটি শনাক্ত করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জমি সংক্রান্ত গ্রাম্য বিবাদ অথবা কবিরাজি ওষুধ বিক্রি নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছেন রেজাউল মোল্লা। মহিলা সংক্রান্ত ব্যাপারও আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা, অতি আক্রোশের বশেই দুষ্কৃতীরা দেহ থেকে মুণ্ডু আলাদা করে দিয়েছে। তবে শীঘ্রই খুনিদের খুঁজে বের করা যাবে বলে পুলিশের আশা। এদিকে বৃহস্পতিবার বিকালে উস্থির চাঁদমারা গ্রামের পাশে একটি ডোবা থেকে বছর পঞ্চাশের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্কুলের নতুন ভবন
স্কুলের নতুন ভবনের উদ্বোধন হয়েছে দেগঙ্গার সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের সোহাই গ্রামে। গত সেপ্টেম্বর পির আবু বক্কর মেমোরিয়াল শিক্ষাকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ভরত দাস। উপস্থিত ছিলেন বারাসতের মহকুমাশাসক মৃণালকান্তি রানো, দেগঙ্গার বিডিও অমিয় দাস, স্কুলের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ-সহ বিশিষ্টরা। ব্লক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৯৯৫-এ সোহাই গ্রামের একই পরিবারের তিন ভাই আতিয়ার রহমান, আব্দুর সাত্তার এবং আব্দর রহমান গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এক বিঘা জমি দিয়েছিলেন। সেখানে টালি এবং দরমার বেড়া দিয়ে তৈরি হয় পীর আবু বক্কর জুনিয়র হাইমাদ্রাসা। ২০০৯-এ সরকারি অনুমোদন নেওয়ার পর নতুন নামকরণ হয়। ছাত্রছাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ঘর তৈরির প্রয়োজন হয়। শিক্ষক এবং গ্রামবাসীর চেষ্টায় প্রায় ৪ লক্ষ টাকা চাঁদা ওঠে। একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রায় ৯ লক্ষ টাকা দেয়। এ দিন স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রছাত্রীরা।

জমি নিয়ে বিবাদে জখম ৮
জমি নিয়ে বিবাদে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হল বাদুড়িয়ার মাগুরুতি গ্রাম। পুলিশ জানায়, জমি নিয়ে আয়েশা বিবি ও এরসাদ গাজির বিবাদ বহুদিনের। এ দিন সকালে একপক্ষ জমি দখলের চেষ্টা করলে উভয়পক্ষে মারামারি শুরু হয়। সংঘর্ষে আয়েশা বিবি ও তাঁর মেয়ে জুনি বিবি, এসা গাজি, ইসা গাজি-সহ আট জন আহত হন। জুনি বিবিকে কলকাতার আরজিকর হাসপাতালে এবং বাকিদের স্থানীয় রুদ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
দু’টি বিচ্ছিন্ন ঘটনায় বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের। রেলপুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অশোকনগরের ছোট বামুনিয়ার বাসিন্দা সামাদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি রাত সাড়ে ১০টা নাগাদ হাবরা স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। স্থানীয় বাসিন্দা ও রেলপুলিশ তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মারা যান পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি। অন্য ঘটনায়, রাত দেড়টা নাগাদ হাবরার জয়গাছি ৩০ নম্বর রেলগেটের কাছে লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন বিবেক সর্দার (২৩)। হাবরা হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

চুরি, গ্রেফতার ৩
কালীমন্দিরে চুরির ঘটনায় পুলিশ সোমবার রাতে তিনজনকে গ্রেফতার করল। গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে গোবরডাঙার প্রসন্নময়ী কালীমন্দিরে ওই চুরি হয়েছিল। পুলিশ জানায়, ধৃতদের নাম দিলীপ বিশ্বাস, বিমল মণ্ডল ও সঞ্জয় সাহা। স্থানীয় নেতাজিনগর, পূর্বাশাপার্ক ও নবজীবন পল্লি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চুরি যাওয়া সামগ্রীর কিছু উদ্ধার হলেও এখনও সোনারুপোর গয়নাগাটি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রীকে ধর্ষণ
দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকায়। ধর্ষিতার বাবার অভিযোগ পেয়ে জুলফিকার গাজি নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নির্মাণকাজের সূচনা
ছবি: সামসুল হুদা।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্পোর্টস কংপ্লেক্সে প্রস্তাবিত স্টেডিয়ামের নির্মাণকাজের সূচনা করলেন রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্র। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, মহকুমাশাসক শেখর সেন প্রমুখ। এ দিন স্টেডিয়ামের বাইরে একটি আধুনিক সুইমিং পুল তৈরি করার কথাও ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী।

গুলি করে খুন
এক ব্যক্তিকে বোমা মেরে, গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার, খড়দহের দেশবন্ধু নগরে। মৃত অসীম ঘোষ (৪৫) আগে একটি খুনের ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ‘‘পরিকল্পনা মাফিক এই খুন। ”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.