দু’টি গ্রামের মধ্যে সংযোগকারী একমাত্র সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার অর্ন্তগত বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাঙাফলা ও ট্যাংরারচর গ্রামের বাসিন্দারা। কিছুদিন আগে মন্তেশ্বরী খালের উপর সেতুটির একাংশ ভেঙে যায়। এখনও সেটি সারানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুর আগে দুই গ্রামের মধ্যে যোগাযোগ বলতে ছিল ডোঙা। তাতে করেই খাল পারাপার করতে হত। বছর কুড়ি আগে তৈরি হল তৈরি হয় বাঁশের সাঁকো। রাঙাফলা ও ট্যাংরার চর গ্রামের মধ্যে যোগাযোগের মাধ্যম। কিন্তু কয়েক বছর পরেই ওই সাঁকো ভেঙে পড়ে। স্থানীয় মানুষ প্রশাসনের দ্বারস্থ হন। সেই সময় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে একটি কাঠের সেতু তৈরি করে দেওয়া হয়েছিল। |
কিন্তু দীর্ঘদিন তার কোনওরকম সংস্কার না হওয়ায় সেতুটির অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ে। মাস দুয়েক আগে জোয়ারের সময় সেতুটির ট্যাংরাচরের দিকের অংশটি ভেঙে পড়ে। এরপর পারাপার করার জন্য গ্রামবাসীরা কয়েকটি বাঁশ পুঁতে যাতায়াতের ব্যবস্থা করলেও সেটিও বর্তমানে ভেঙে গিয়েছে।
এই অবস্থায় দুই পারের বাসিন্দারাই সেতুর তলা দিয়ে জলকাদা ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। বেশি সমস্যায় পড়তে হচ্ছে মহিলা এবং ছাত্রছাত্রীদের। তার উপর দিনের বেলায় এ ভাবে যাতায়াত সম্ভব হলেও, রাতে তা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনও আলোর ব্যবস্থা নেই। তার উপর দিন কয়েক ধরে ভারী বষর্ণে মন্তেশ্বরী খাল টইটম্বুর। তবু সেই অবস্থাতেই স্কুলের ছেলেমেয়েদের পারাপার করতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে যেতে হচ্ছে। সেতু না সারানোয় ভগবানপুর, অরুণনগর, বেলপুকুর, ট্যাংরারচর, রাঙাফলা-সহ বেশ কিছু গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বাসিন্দাদের অভিযোগ, সেতুর তলা দিয়ে পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দা সুজাউদ্দিন মোল্লা ও সেলিমা বিবির অভিযোগ, স্থানীয় প্রশাসন সব জেনেও চুপ করে আছে। তাঁদের দাবি, বার বার কাঠের সেতু করে পয়সা খরচ না করে খালের উপরে একটি পাকা সেতু নির্মাণ করুক প্রশাসন।
স্থানীয় বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাস হালদার বলেন, “ওই সেতুটি সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতি এবং বিডিওকে বলা হয়েছে। আপাতত আমরা বাঁশ দিয়ে চলাচলের মতো ব্যবস্থা করতে উদ্যোগী হলেও গ্রামবাসীরা চাইছেন পাকা সেতু।” কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা হালদার বলেন, “ওই সেতুটির বিষয়ে অভিযোগ পেয়েছি। এই মাসের মধ্যেই কাঠের সেতু তৈরি করা হবে।” বিডিও সেবানন্দ পন্ডা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |