টুকরো খবর |
এ মাসেই ভিত্তি প্রস্তর স্থাপন ৬টি প্রকল্পের |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কাঁথি ও এগরা মহকুমার ছ’টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী। সভাপতি হিসাবে থাকবেন কংগ্রেস নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত থাকার কথা রয়েছে সেচ প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডলেরও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে কেন্দ্রীয় সরকার অনগ্রসর এলাকার উন্নয়ন তহবিল থেকে ১৩০ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, মালদা ও উত্তর দিনাজপুরের ২৭টি প্রকল্পের জন্য। রাজ্য সেচ দফতরের অধীনে এই প্রকল্পগুলির মধ্যে ১৯টিই দুই মেদিনীপুরের। চণ্ডীপুর ব্লকের শশীগঞ্জে শশীগঞ্জ খালের উপর স্লুইস গেটে বরাদ্দ ১ কোটি টাকা, পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল ড্রেনেজ চ্যানেলের উপর পানিয়াতে ১ কোটি ৫৪ লক্ষ টাকায় স্লুইস গেট, দিঘার যত্রনালা খালের সমুদ্রে পড়ার মুখে ১ কোটি ৯৫ লক্ষ টাকায় আরসিসি বক্স কালভার্ট, এগরা-২ ব্লকের বেতা খাগদা খালের উপর বেতাহাটে ১ কোটি ৭৩ লক্ষ টাকা, মারিশদার ঝাপাইতে ওড়িশা কোস্ট ক্যানেলের উপর ১ কোটি ৯৬ লক্ষ টাকায় পাকা সেতু এবং কাঁথি-২ ব্লকের সোফিয়াবাদে আমিরবাদ খালের উপর ১ কোটি ৫ লক্ষ টাকার পাকা সেতু তৈরি করা হবে। কাঁথি সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপন পণ্ডিত বলেন, “প্রকল্পগুলির কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন হলেই কাজ শুরু করে দেওয়া হবে। আগামী ছ’মাস থেকে এক বছরের মধ্যে কাজ শেষ করা হবে।”
|
‘প্লি বারগেনিং কোর্ট’ তমলুকে |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
|
প্লি বার্গেনিং কোটের্র উদ্বোধন |
বিচারাধীন মামলায় অভিযুক্তদের কম সাজার আবেদন করার সুযোগ দিতে ‘প্লি বারগেনিং কোর্ট’ চালু হল তমলুকে। বৃহস্পতিবার তমলুক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে এক অনুষ্ঠানে এই আদালতের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক শ্যামল গুপ্ত। অনুষ্ঠানে ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভরত রাঠৌর, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সুবোধ মাইতি, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক যুগল মেটলা প্রমুখ। সুবোধবাবু জানান, ফৌজদারি মামলায় যে সব অপরাধে ৭ বছরের কম কারাদণ্ডের আইন রয়েছে সেই সব মামলায় অভিযুক্তদের সঙ্গে বাদীপক্ষের আপোস বিচারের জন্য এই আদালতে আবেদন করা যাবে। তবে শিশু, নারীদের উপর অত্যাচার, সামাজিক অপরাধের মামলায় অভিযুক্তরা এই সুযোগ পাবেনা। জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন বলেন, “আদালতে বিচারাধীন অনেক মামলা রয়েছে যেগুলি সহজেই সমাধান করা যায়। বিবাদী পক্ষ যাতে ওই সব মামলা দ্রুত নিস্পত্তি ও কম সাজার জন্য আবেদন করতে পারে তাই এই আদালত চালু করার উদ্যোগ।” তিনি জানান, রাজ্যে প্রথম পূর্ব মেদিনীপুরে এই আদালত চালু হল। তমলুকের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসেই সমস্ত সরকারি কাজের দিন এই আদালত চলবে। প্রথম দিনেই ‘প্লি বারগেনিং’ আদালতে ১৩টি মামলার নিস্পত্তি হয়।
|
কৃষক সংগঠনের কর্মসূচিতে লাঠি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সার, বীজ ও কীটনাশকের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের আইন অমান্য কর্মসূচি ঘিরে গোলমাল বাধল তমলুকে। বৃহস্পতিবার বিকেলে এসএউসি প্রভাবিত এই কৃষক সংগঠনের কয়েকশো সমর্থকের আইন অমান্য ছিল জেলা শাসকের অফিস চত্বরে। জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব। পুলিশের লাঠির ঘায়ে তিন জন সমর্থক গুরুতর আহত হয়েছে বলেও দাবি তাঁদের। আইন অমান্য করে ১০২১ জন গ্রেফতারও হন। পরে সকলেই জামিনে মুক্তি পেয়েছেন। কৃষক ও খেতমজুর সংগঠনের জেলা সম্পাদক নন্দ পাত্রের অভিযোগ, “সমর্থকরা মিছিল করে যাওয়ার সময় আচমকাই পুলিশ লাঠিচার্জ শুরু করে। দু’জনের মাথা ফেটেছে , একজনের হাতে জোর আঘাত লেগেছে।” পুলিশের অবশ্য বক্তব্য, আইন অমান্যকারীরা মারমুখী হয়ে ওঠায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা গিয়েছিলেন। তখন ধস্তাধস্তি হয়েছে। তবে লাঠিচার্জ করা হয়নি। ধস্তাধস্তিতে কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন। নন্দবাবু জানান, পুলিশের ‘আক্রমণে’র বিরুদ্ধে আজ, শুক্রবার জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে।
|
দু’বার তালিকা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সর্বশিক্ষা অভিযানে নতুন ক্লাসঘর তৈরির জন্য চুক্তির ভিত্তিতে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগে উদ্যোগী হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তারই ফলপ্রকাশ নিয়ে বিতর্ক দেখা দিল। মঙ্গলবার সফল পরীক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ হয়। তা দেখে যান অনেকেই। পরে জানা যায়, সকালে প্রকাশিত তালিকা বদলানো হয়েছে। ক্ষোভ দেখা দেয় পরীক্ষার্থীদের মধ্যে। কারচুপির অভিযোগও ওঠে। যদিও জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “প্রথম তালিকায় কিছু ত্রুটি ছিল। তাই সেটি পরিবর্তন করতে হয়। স্বচ্ছতা বজায় রেখেই তালিকা প্রকাশ করা হয়েছে।” সর্বশিক্ষা অভিযানের জেলা প্রকল্প আধিকারিক শাশ্বতী দাসের বক্তব্য, “কে, কত নম্বর পেয়েছেন চাইলে তা দেখতে পারেন। তাহলেই বিভ্রান্তি দূর হবে।” এই পদের জন্য ২৪৩ জন আবেদন করেছিলেন। ৪৪ জনকে নিয়োগের কথা। পরীক্ষার দায়িত্বে ছিলেন বিভিন্ন দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা। সঙ্গে শিক্ষা দফতর ও সর্বশিক্ষার প্রকল্প আধিকারিকও ছিলেন। কেবলমাত্র ইন্টারভিউ ও অ্যাকাডেমিক নম্বরের উপর ভিত্তিতেই এই নিয়োগ হয়েছে। লিখিত পরীক্ষা নেওয়া হয়নি।
|
ডুবে মৃত্যু প্রৌঢ়ের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
কংসাবতীতে ভেসে যাওয়া এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে লালগড়ের বৈতা অঞ্চলের পলাশিঘাট থেকে বছর পঞ্চাশের শিবপ্রসাদ পাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি বেলাটিকরি অঞ্চলের ধামরো গ্রামে। বুধবার লালগড় হাটে যাওয়ার জন্য আমকলা ঘাটে এসেছিলেন শিবপ্রসাদবাবু। ততক্ষণে নৌকা ঘাট ছেড়ে চলে যাওয়ায় তিনি সাঁতরে নদী পেরোতে যান ওই প্রৌঢ়। প্রবল স্রোতে ভেসে যান তিনি। আগে সাঁতরে নদী পেরনোর অভিজ্ঞতা থাকলেও শেষরক্ষা হল না।
|
ছাত্রীর শ্লীলতাহানি, যুবককে গণপ্রহার |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করতে দেখে এক যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে এগরা শহরের হট্টনাগর মন্দির রোডে। মারিশদা থানা এলাকার বলাগেড়িয়া গ্রামের বছর ছাব্বিশের খলিল শাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন এগরা শহরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে আসার সময় ওই যুবক তার শ্লীলতাহানি করে। ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান ও খলিলকে ধরে ফেলেন। গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এগরা থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছেল ওই যুবক চুরি-ছিনতাই-সহ নানা সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত।”
|
বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাড়ির সঙ্গে লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখমও হয়েছেন একজন। বুধবার রাতে কাঁথি শহর থেকে একটু দূরে বনমালিপুরে দিঘা-কলকাতা সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত গাড়ি চালকের নাম পিন্টু মাঝি (৩২)। বাড়ি রামনগর থানার দেবীদাসপুরে। দেউলি বাংলোর বাসিন্দা আহত কার্তিক বেরাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ কার্তিকবাবু কাজ সেরে কাঁথি থেকে ফিরছিলেন। তখনই বনমালিপুরের কাছে বর্ধমানগামী একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান পিন্টুবাবু। পুলিশ তাঁর দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। গাড়ি দু’টিকেও আটক করা হয়েছে।
|
প্রভাতকুমারে টিএমসিপি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অন্য কোনও দলের মনোনয়ন না জমা পড়ায় কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদ নিজেদের দখলেই রাখল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৪৪টি আসনের মধ্যে ৩৯টি আসনেই কোনও প্রার্থী দিল না বিরোধীরা। ৫টি আসনে শুধু মনোনয়ন জমা দিয়েছে ডিএসও। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দিনে ৪৪টির মধ্যে ৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। ডিএসও-র পক্ষ থেকে বিশ্বজিৎ রায় জানান, ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসায় কলেজের ছাত্রছাত্রীরা ছাত্র সংসদ নিবার্চন প্রায় ভুলেই গিয়েছে। ডিএসও এবার তাই নিবার্চন করার জন্য ৫টি আসনে প্রতীকী লড়াইয়ে নেমেছে। তৃণমূল ছাত্র পরিষদকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেতা ও কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী।
|
দোকানে চুরি |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে মোবাইলের দোকানে চুরি হল। বৃহস্পতিবার সকালে মালিক রঞ্জন পাত্র দোকান খুলে দেখেন, অ্যাসবেসটসের ছাদের একাংশ নাটবোল্ট সমেত খোলা। শো-কেস থেকে বহু টাকার জিনিস উধাও। রঞ্জনবাবুর দাবি, দামি মোবাইল, রিচার্জ-কার্ড, মেমরি-কার্ড, পেনড্রাইভ খোওয়া গিয়েছে। তিনি ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অদূরেই অতিরিক্ত পুলিশ সুপারের বাংলো। সেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকে। তা সত্ত্বেও এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন।
|
ময়নায় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিদ্যালয়ের ছাত্রী আবাসে নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর রেশ কাটার আগেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল ময়নায়। বৃহস্পতিবার সকালে ময়নার মাসমচক গ্রামের ঘটনা। মৃতের নাম অরূপ মাইতি (১৮)। বলাইপণ্ডা এলাকার পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশনের দ্বাদশ শ্রেণির ছাত্র সে। পুলিশ জানায়, এ দিন সকালে বাড়িতেই গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় অরূপের ঝুলন্ত দেহ মেলে। দেহটি ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করত। শারীরিক অসুস্থতার জন্য সে মানসিক অবসাদেও ভুগত সে। বুধবারই হস্টেল থেকে সে বাড়ি গিয়েছিল অরূপ। পুলিশের প্রাথমিক অনুমান, শারীরিক অসুস্থাতার কারণে মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছে ওই ছাত্র।
|
ধর্ষণের চেষ্টা, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুতপুতিয়া গ্রামের ঘটনা। ধৃতের নাম কান্তিলাল পাত্র। বাড়ি মদনমোহনচক গ্রামে। পুলিশ সূত্রে খবর, সকালে পুতপুতিয়া গ্রামের ওই বধূ বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে ছাগল চরাতে যান। তখন পাশের গ্রামের ওই যুবক জোর করে তাঁকে তুলে নিয়ে গিয়ে ঝোপের মধ্যে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে পালিয়ে যায় কান্তিলাল। পরে সন্ধ্যায় অবশ্য গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে যুবককে।
|
বাংলাদেশি মহিলা গ্রেফতার কাঁথিতে |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বেআইনি অনুপ্রবেশের দায়ে ফের এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল কাঁথি পুলিশ। কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার রাতে তাঁকে ধরা হয়। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু জানান, ধৃত মহিলার নাম সাবিনা ইয়াসমিন। বাড়ি বাংলাদেশের নলডাঙা জেলায়। এ দিন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাঁকে আটক করে। পরে জেরায় জানা যায়, তিনি বাংলাদেশি। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবারও কাঁথি থেকে পুতুল মোল্লা নামে এক বাংলাদেশি মহিলাকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। |
|