ফেড কাপে অনিশ্চিত হয়ে পড়লেন স্ট্যানলি ওকোরোগর। মোহনবাগান ক্লাব সূত্রের খবর, প্রথম ম্যাচে তো নয়ই, পুরো ফেড কাপেই স্ট্যানলি হয়তো মাঠে নামতে পারবেন না।
পিঠের ব্যথার জন্য স্ট্যানলিকে ইতিমধ্যেই ডাক্তাররা সাত দিন বিশ্রাম নিতে বলেছেন। নাইজিরিয়ান অ্যাটাকিং মিডিও নিজে অবশ্য বৃহস্পতিবার বললেন, “মনে হচ্ছে চার-পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে মাঠে নামতে পারব।” কোচ সন্তোষ কাশ্যপ অবশ্য বৃহস্পতিবার বিকেলের অমুশীলনের যা ইঙ্গিত দিলেন তাতে, টোলগে-ওডাফা এবং ইচেকে নিয়েই শিলিগুড়ির যুদ্ধে নামার কথা ভাবছেন। বলেও দিলেন, “সাত দিন ডাক্তাররা স্ট্যানলিকে বিশ্রাম নিতে বলেছেন। তার পর বলতে পারব কবে ওকে পাব।” |
মরসুম এখনও সে ভাবে শুরুই হয়নি, তা সত্ত্বেও স্ট্যানলি-সহ বেশ কয়েক জন ফুটবলারের চোট-আঘাত এবং অসুস্থতা নিয়ে চিন্তিত মোহনবাগানের নতুন কোচ। আইবর ডেঙ্গি সারিয়ে এ দিনই হাসপাতাল থেকে ফিরেছেন। জ্বরে কাবু মেহরাজউদ্দিন এখনও হাসপাতালে। খেলেম্বা সিংহ, সাবিথ, স্নেহাশিস চক্রবর্তীরা মাঠে নামলেও ফিট নন। টোলগে ওজবে এবং রহিম নবিরও সামান্য চোট আছে। দু’জনেই এ দিন রিহ্যাব ফিজিও জোনাথনের কাছে সুস্থ হওয়ার পাঠ নিয়েছেন। মোহন-কোচ বললেন, “প্রি-সিজন কন্ডিশনিংয়ে টিমের ফিটনেস যে জায়গায় ছিল নানা কারণে তা কমে গিয়েছে। ফেড কাপ শুরুর আগেই সেই জায়গায় আবার টিমকে নিয়ে যেতে হবে।”
ফেড কাপে নামার আগে কিছু ‘ভাল’ ম্যাচ খেলতে চাইছিলেন সন্তোষ। ঠিকঠাক ধরলে, এয়ারলাইন্স কাপের একটা ম্যাচই খেলেছেন ওডাফা-টোলগেরা। ক্লাব কর্তারা তাই আইএফএ-র কাছে অনুরোধ করেন কলকাতা লিগের একটা ম্যাচ অন্তত শিলিগুড়ি যাওয়ার আগে সূচিতে রাখতে। আইএফএ শনিবার মোহনবাগানের সঙ্গে শিশির ঘোষের দল পশ্চিমবঙ্গ পুলিশের খেলা দিচ্ছে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এ দিন বললেন, “মোহনবাগান শনিবার খেলবে। যুবভারতী পেলে ইস্টবেঙ্গলের ম্যাচও দেওয়া হবে।”
কলকাতা লিগের ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি হলেও ফেড কাপের দলকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন না মোহন-কোচ। কারণ, ওই ম্যাচে টোলগে-নবিকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না তিনি। বললেন, “ওদের সামান্য চোট আছে, লিগের ম্যাচ যদি সেটা বেড়ে গেলে ফেড কাপে সমস্যায় পড়ব।” ওডাফা ওকোলি এ দিন অনুশীলনে না এসে বিশ্রাম নিলেও তাঁকে অবশ্য পুলিশের বিরুদ্ধে পাচ্ছে মোহনবাগান। |
ফেড কাপে মোহনবাগানের প্রথম খেলা সুভাষ ভৌমিকের দল চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। পরের দুটি ম্যাচ টোলগেদের খেলতে হবে এয়ার ইন্ডিয়া এবং সম্ভবত মহমেডানের সঙ্গে। চার দলের গ্রুপ থেকে একটি দলই সেমিফাইনাল যাবে। ফলে চার্চিল ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ। ক্লাবের হয়ে এ মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামার আগে রহিম নবি তাই চিন্তিত এবং উত্তেজিত। অনুশীলনের পর দেশের অন্যতম সেরা ফুটবলার বললেন, “চার দলের গ্রুপের টুর্নামেন্টে প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। সেটা মাথায় রেখে আমাদের নামতে হবে এবং জিততে হবে।” চার্চিলের কোচ ফ্যাক্টর হবেন কি না জানতে চাইলে নেহরু কাপ ফাইনালের সেরা ফুটবলার বললেন, “খেলব তো আমরা। বিপক্ষের কোচ কে থাকল তা নিয়ে ভাবতে যাব কেন?”
এ দিকে, শুক্রবার মোহনবাগানের নতুন জার্সি উদ্বোধনের পাশাপাশি নেহরু কাপ জয়ী দলের তিন সদস্য নবি-জুয়েল-নির্মলকে সংবর্ধনা দেবেন কর্তারা। |