বুধবার সবার নজর ছিল রিয়াল মাদ্রিদের প্র্যাক্টিস মাঠ ভালদেবেবাসের দিকে। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলে এ দিনই ক্লাবের অনুশীলনে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে রোনাল্ডোর সঙ্গে রিয়াল কর্তৃপক্ষ বা কোচ হোসে মোরিনহোর কী কথা হয়, ক্লাবের ভক্তদের আগ্রহ ছিল তা নিয়েই।
সবাইকে অবাক করে সি আর সেভেন প্র্যাক্টিসে পৌঁছলেন নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগে। সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন মোরিনহো। রিয়াল-কোচ তখন ব্যস্ত ছিলেন সেভিয়ার খেলার ভিডিও দেখতে। কারণ, শনিবার তাদের বিরুদ্ধেই অ্যাওয়ে ম্যাচ রোনাল্ডোদের। পতুর্গিজ তারকা তাঁর সামনে পৌঁছলে মোরিনহো জিজ্ঞাসা করেন, রোনাল্ডো ঠিক আছেন কি না? সি আর সেভেনের জবাব ছিল, “একেবারে ঠিক আছি। শুধু একটু ক্লান্ত।” তার পর রোনাল্ডো চলে যান ম্যাসাজ করাতে। |
ক্লাব কর্তাদের সঙ্গে তাঁর আলোচনার কথা অবশ্য জানা যায়নি। তবে অনুশীলনে যোগ দেওয়ার আগেই পর্তুগিজ তারকা ফেসবুককে বেছে নেন নিজের মনের কথা বলার জন্য। স্পেন জুড়ে তাঁর ‘টাকা বাড়ানোর কৌশল’-এর যে সমালোচনা চলছে তার বিরোধিতাই লক্ষ্য ছিল তাঁর। ফেসবুকে রোনাল্ডো লেখেন, “আমি আবার বলতে চাই, আমার লক্ষ্য রিয়ালের হয়ে সব ম্যাচ জেতা। ক্লাবের সঙ্গে কী চুক্তি আছে, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছি না। আমার সব সতীর্থ এবং ভক্তদের সঙ্গে সব ট্রফি জিততে চাই।” রিয়াল মাদ্রিদের হয়ে ১৪৯ ম্যাচে ১৫০ গোল করা রোনাল্ডো ইতিমধ্যেই ঢুকে পড়েছেন ক্লাবের কিংবদন্তির তালিকায়। এত কম ম্যাচে দেড়শো গোল করার নজির নেই পূর্ব তারকাদের। যাঁদের মধ্যে আছেন আলফ্রেদো দি’ স্তেফানো, রাউল, ফেরেঙ্ক পুসকাসরা।
রিয়ালের বাকি ফুটবলাররাও এ দিনই যোগ দিয়েছেন অনুশীলনে। কোচ এবং সতীর্থদের সঙ্গে রোনাল্ডো অনুশীলন করেন এ দিন। সহজ ভাবেই। আপাতত চুক্তি নিয়ে চাপানউতর বন্ধ। রোনাল্ডোর মতো রিয়ালের বাকিরাও ব্যস্ত কঠিন সেভিয়া ম্যাচের প্রস্তুতিতে। |