টুকরো খবর
পিটারসেনকে নিয়ে জল্পনা
ওপেনার অ্যান্ড্রু স্ট্রস টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেওয়ায়,আসন্ন ভারত সফরে ইংল্যান্ড টিমে কেভিন পিটারসেনের ফেরা নিয়ে জল্পনা চালু হয়ে গেল। বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত সফরের দল ঘোষণা আগামী মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়ায়। যদিও, ইসিবি কর্তারা এ প্রসঙ্গে কোনও মন্তব্য আপাতত করেননি। উল্লখ্য, গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দলের তৎকালীন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের সমালোচনা করে এসএমএস পাঠান কেপি। এতেই সতীর্থদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাঁর। তারপরেই শৃঙ্খলাজনিত কারণে দলের বাইরে চলে যেতে হয় তাঁকে। শ্রীলঙ্কার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপেও দলে জায়গা হয়নি ‘সুইচ হিট’-এর মালিকের। শেষ পর্যন্ত ভারত সফরের দলে পিটারসেনের জায়গা হয় কি না তার জন্য অপেক্ষা আগামী মঙ্গলবার পর্যন্ত। সেদিনই আসন্ন ভারত সফরের জন্য দল ঘোষণা করবে ইসিবি।

আইসিসি-র ‘হল অফ ফেম’-এ লারা
সাফল্যের মুকুটে ফের পালক জুড়ছে ব্রায়ান লারার। রাত পেরোলেই আইসিসি-র ‘হল অফ ফেম’-এ ঢুকে পড়তে চলেছেন ক্যারিবিয়ান ক্রিকেটের রত্ন। তবে কেবল লারা নয়। তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার এনিড বেকওয়েল। শনিবার দ্বীপরাষ্ট্রের রাজধানীতে আইসিসি-র বার্ষিক পুরস্কার বিতরণ। সেখানেই এই দুই ক্রিকেটারকে ‘হল অফ ফেম’-এ আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ৪৩ বছরের ব্রায়ান লারা হলেন ‘হল অফ ফেম’ ক্লাবের ৬৬ তম পুরুষ সদস্য। ১৩১ টেস্টে তাঁর সংগ্রহ ১১,৯৫৩ রান। এছাড়াও ২৯৯ টি একদিনের ম্যাচে ১০,৪০৫ রান রয়েছে তাঁর ঝুলিতে।

ফের জাতীয় দাবায় দিব্যেন্দু বড়ুয়া
বছর তিনেক পর জাতীয় দাবায় নামতে চলেছেন ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। সেটাও নিজের শহরেই। গত মে মাসেই বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াই ছিল দুই চল্লিশোর্ধ দাবাড়ু বিশ্বনাথন আনন্দ এবং ইজরায়েলের বরিস গেলফাঁর মধ্যে। এ বার জাতীয় দাবায় দেখা যাবে বছর পঁয়তাল্লিশের দিব্যেন্দুকে। ১ অক্টোবর থেকে কলকাতায় শুরু হবে জাতীয় প্রিমিয়ার দাবা। আয়োজক দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমি। তাই এই মিট-এ তিন বারের জাতীয় চ্যাম্পিয়ন দিব্যেন্দুকে দেখা যাবে দাবাড়ু এবং আয়োজক হিসেবে। মিট-এ বাংলার তো বটেই দেশেরও সব নামী দাবাড়ুরাই হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই মিট-এর ফাইনাল ১৪ অক্টোবর।

দুইয়ে গগনজিৎ, পাঁচে অনির্বাণ
তাইপেতে অনুষ্ঠিত ইয়েংদার টুর্নামেন্ট প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ গল্ফে প্রথম রাউন্ডের পর ভাল জায়গায় ভারতের গগনজিৎ ভুল্লার এবং অনির্বাণ লাহিড়ি। গগনজিৎ আছেন দ্বিতীয় স্থানে, অনির্বাণ পাঁচে। বাহাত্তর শটের কোর্সে এক নম্বরে থাকা ফিলিপিন্সের আঞ্জেলো কে-এর সাত-আন্ডার ৬৫ স্কোরের থেকে মাত্র এক শটে পিছিয়ে থাকা গগনজিৎ এ দিন তুলেছেন ছয়-আন্ডার ৬৬। অনির্বাণ পিছিয়ে আরও দুই শটে, স্কোর চার-আন্ডার ৬৮। লিনকউ আন্তর্জাতিক গল্ফ এবং কান্ট্রি ক্লাবে এই প্রথম খেললেও গগনজিৎ দারুণ মানিয়ে নিয়েছেন। এশীয় ট্যুরে দু’টি খেতাবের মালিকের কথায়, “বিশ্বাস করুন, আমি এই কোর্সের প্রেমে পড়ে গিয়েছি। ভারতের কোর্সের কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে আমি অনুশীলন করি।” ইউরোপীয় মাস্টার্সে জঘন্য আবহাওয়ার শিকার অনির্বাণ আবার ধন্যবাদ জানাচ্ছেন আবহাওয়াকে। বলেছেন, “মেঘলা থাকায় সকাল থেকেই হাওয়া কম ছিল। এই আবহাওয়ায় আমার খেলতে ভাল লাগে। সেটা হয়তো এই রকম কন্ডিশনে খেলেই আমি বড় হয়েছি বলে।”

চার বিদেশি নিয়েই শিলিগুড়ি যাচ্ছে প্রয়াগ
কেইন ভিনসেন্টের সই করা চুক্তিপত্র বৃহস্পতিবার এসে পৌঁছলো প্রয়াগ কর্তাদের কাছে। তবে তাঁকে ফেড কাপে প্রথম দলেই রাখবেন কিনা, তা এখনও ঠিক করেননি কোচ সঞ্জয় সেন। “ভিনসেন্ট আমাদের সঙ্গে শিলিগুড়ি যাচ্ছে। তবে ও কী অবস্থায় আছে, জানি না। আমাদের গ্রুপটা খুব কঠিন। সেজন্যই যারা লিগের ম্যাচগুলো খেলেছে তাদের নিয়েই নামব।” প্রয়াগ কোচের যা ইঙ্গিত তাতে র্যান্টি মার্টিন্স, কার্লোস হার্নান্ডেজ ও বেলো রাজাককে নিয়েই ‘গ্রুপ অব ডেথ’ থেকে শেষ চারে যাওয়ার রাস্তা খুঁজবেন তিনি। প্রয়াগের গ্রুপে আছে, সালগাওকর, পুণে এফসি এবং সিকিম ইউনাইটেড।

মূলপর্বে প্রায় নিশ্চিত মহমেডান
জামশেদপুরে বৃহস্পতিবার আইজল এফ সি ৫-১ গোলে হ্যালকে হারানোয় শিলিগুড়িতে অনুষ্ঠেয় ফেড কাপের মূলপর্বে মহমেডান স্পোর্টিংয়ের যাওয়া প্রায় পাকা হয়ে গেল। শনিবার হ্যালের বিরুদ্ধে ড্র করলেই ফেড কাপে মোহনবাগানের গ্রুপে খেলবে অলোক মুখোপাধ্যায়ের দল।

বন্দিদের ফুটবল
ব্যারাকপুরের লাটবাগানে ছ’টি সংশোধনাগারের বন্দিদের নিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। খেলবে প্রেসিডেন্সি, আলিপুর, দমদম, মেদিনীপুর, জয়পাইগুড়ি এবং বহরমপুর সংশোধনাগারের বন্দিরা। টুর্নামেন্ট শুরু ১৯ সেপ্টেম্বর।

অন্য খেলায়
গোলজ প্রোজেক্টের চ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৫ ও ১৮-র ইস্টবেঙ্গল ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হল বৃহস্পতিবার। আলিপুর বডিগার্ড লাইন্সে এর আয়োজক স্পনসর ব্লুচিপ। ভেটারেন্স ক্লাবের অনূর্ধ্ব ১৫ ফুটবলারদের ট্রায়াল শনি ও রবিবার সকালে ময়দানের ক্লাব তাঁবুতে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.