সাজছে আইআইটি, জোর নিরাপত্তায়
কাল খড়্গপুরে রাষ্ট্রপতি
ড়্গপুর আইআইটির ৫৮ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার দুপুরে তিনি আইআইটিতে আসবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তার তোড়জোড়। বৃহস্পতিবার আইআইটিতে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন জেলা পুলিশের আধিকারিকেরা। দু’দিন আগে থেকেই সব দিক খতিয়ে দেখছেন জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি।
পশ্চিম মেদিনীপুর জেলা ‘মাওবাদী অধ্যুষিত’ বলেই পরিচিত। তাই নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু ঝুঁকি নিতে রাজি নয় জেলা পুলিশ। এ ক্ষেত্রে মাথাব্যথাও রয়েছে। এ বার সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে আইআইটি’র নেতাজি হলে। এখানে আসনসংখ্যা তুলনায় কম। অথচ অতিথি-অভ্যাগত অনেকেই থাকবেন। তাই অনুষ্ঠান চলাকালীন যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তা দেখছেন কর্তৃপক্ষ। গত বার সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ বার আসছেন স্বয়ং রাষ্ট্রপতি। তাছাড়া, রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম পশ্চিম মেদিনীপুরে আসছেন প্রণববাবু। ফলে, তাঁর এই সফর ঘিরে রেলশহর খড়্গপুরের সাধারণ মানুষও রীতিমতো উৎসাহী।
নেতাজি অডিটোরিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
আইআইটি ক্যাম্পাস জুড়ে এখন সাজ সাজ রব। বিভিন্ন ভবনে নতুন রং করা হয়েছে। আশপাশ সাজিয়ে তোলা হচ্ছে। চলছে ঝাড়পোঁচ, রাস্তা সাফাই। হেলিকপ্টারেই আইআইটিতে পৌঁছবেন প্রণববাবু। সেই মতো আইআইটি ক্যাম্পাসের মধ্যে জ্ঞান ঘোষ স্টেডিয়ামে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। প্রয়োজনে অন্যত্রও হেলিপ্যাডের ব্যবস্থা করা হতে পারে। হেলিপ্যাড থেকে গাড়ির কনভয় পৌঁছবে অনুষ্ঠানস্থলে। কখন হেলিকপ্টার নামবে, কখনও হেলিপ্যাড থেকে গাড়ির কনভয় অনুষ্ঠানস্থলে পৌঁছবে, শুক্রবার তা নিয়ে মহড়া হতে পারে। ইতিমধ্যে জেলা পুলিশ- প্রশাসনের আধিকারিকেরা নিরাপত্তার সমস্ত দিকই খতিয়ে দেখেছেন। আইআইটি ক্যাম্পাসে এমনিতেই নজরদারি থাকে। রাষ্ট্রপতির সফর ঘিরে সেই নজরদারি আরও জোরদার করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.