নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম বার আসছেন নিজের রাজ্যে। হেলিপ্যাড তৈরির উপযুক্ত জায়গা না মেলায় অবশ্য সড়কপথেই হাওড়ার ফুলেশ্বরে আসতে হচ্ছে প্রণব মুখোপাধ্যায়কে। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির এই সফর ঘিরে এখন সাজো সাজো রব গোটা জেলায়। ফুলেশ্বরে একটি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন করবেন প্রণববাবু।
প্রথমে ঠিক ছিল, হেলিকপ্টারে আসবেন রাষ্ট্রপতি। ফুলেশ্বরের কাছাকাছি কোথাও তৈরি হবে হেলিপ্যাড। সেখান থেকে গাড়িতে প্রণববাবু আসবেন মূল অনুষ্ঠান মঞ্চে। গত দু’দিন ধরে দু’জায়গায় হেলিপ্যাড তৈরি করে সেখানে হেলিকপ্টার নামিয়ে দেখে প্রশাসন। বুধবার হেলিকপ্টার নামে উলুবেড়িয়ার বীরশিবপুরে, একটি মোটর বাইক কারখানার খোলা মাঠে। বৃহস্পতিবার হেলিকপ্টার নামে পাঁচলা মোড়ে নেতাজি সঙ্ঘের মাঠে। |
বাঁ দিকে, হেলিপ্যাডের পরীক্ষা। ডান দিকে, তৈরি হয়েছে রাস্তা। ছবি: সুব্রত জানা। |
জেলা পুলিশ সূত্রের খবর, রাষ্ট্রপতির জন্য একই মাঠে তিনটি হেলিপ্যাড তৈরির কথা। একটি থাকবেন রাষ্ট্রপতি ও কয়েক জন সরকারি আধিকারিক। অন্যটিতে থাকেন নিরাপত্তারক্ষীরা। তৃতীয়টিতে থাকেন চিকিৎসক দল। বুধবারই বীরশিবপুরের মাঠে হেলিকপ্টার নামলেও ওই জায়গাটি বাতিল করে দেন অসামরিক বিমান পরিবহণ বিশেষজ্ঞেরা। বৃহস্পতিবার সকাল থেকে পাঁচলায় পূর্ত দফতর হেলিপ্যাড তৈরির কাজ শুরু করে। সেই মতো ইট দিয়ে গর্ত বোজানো হয়। বেলা ২টো নাগাদ মাঠে নামে হেলিকপ্টারটি। কিন্তু মাটি নরম থাকায় এই জায়গাটিও বাতিল করে দিয়েছেন বিশেষজ্ঞেরা।
জেলা পুলিশের এক কর্তা জানান, এই পরিস্থিতিতে শেষমেশ ঠিক হয়েছে, রাজভবন থেকে গাড়িতেই মুম্বই রোড ধরে ফুলেশ্বরে পৌঁছবেন রাষ্ট্রপতি। মনসাতলার কাছে মুম্বই রোড থেকে প্রায় তিন কিলোমিটার ঢুকে ওই হাসপাতালে পৌঁছনো যায়। রাস্তাটি বেশিরভাগ অংশেই পিচঢালা। কিছু অংশে ইট বিছানো ছিল। উলুবেড়িয়া পুরসভার পক্ষে যুদ্ধকালীন তৎপরতায় এই অংশ পাকা হয়েছে। মনসাতলা থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তার দু’ধারে বাঁশের ব্যারিকেড তৈরি হয়েছে। |