নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
পঞ্চায়েতের বকেয়া কর না মেটানোর জন্য দুই সিপিএম সদস্যের সদস্য পদ খারিজ করল প্রশাসন। বৃহস্পতিবার মাড়গ্রাম থানার হাঁসন ২ পঞ্চায়েতের দুই সদস্যের বিরুদ্ধে এই নির্দেশ জারি হয়েছে। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “১৯৭৩ সালের ১১(১)/সি পঞ্চায়েত আইন মোতাবেক ওই দুই পঞ্চায়েত সদস্যের সদস্যপদ খারিজ করা হয়েছে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিপিএমের পঞ্চায়েত সদস্য বিনয় মাল এবং ওই পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান মালতি সরকারের সদস্য পদ খারিজ হয়েছে। সম্প্রতি ওই পঞ্চায়েতেরই প্রাক্তন কংগ্রেস প্রধান আব্দুর রাফে ওই দুই সদস্যের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ২০১০-১১ ও ২০১১-১২ আর্থিক বছরে ওই দুই পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের কর জমা দেননি। প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে ডেকে গত ৩১ অগস্ট ও ৭ সেপ্টেম্বর দু’দফায় শুনানি করা হয়। ওই শুনানির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়। এ দিন বিনয়বাবু ও মালতিদেবীর সদস্য পদ খারিজের নির্দেশ দেন মহকুমাশাসক। যদিও প্রাক্তন প্রধান মালতিদেবী বলেন, “আমরা এই রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতের দ্বারস্থ হব।” এ দিকে, এই ঘটনায় ওই পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হল। আগামী ২৪ সেপ্টেম্বর নতুন প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল। ৯ সদস্যের ওই পঞ্চায়েতে দুই সদস্যের সদস্য পদ খারিজ হওয়ায় ওই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। |