মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান শহরের কাঞ্চননগরের বাসিন্দা গীতা সরকার। প্রায় এক বছর ধরে ঘুরেছেন নানা থানা, হাসপাতাল, মর্গে। অবশেষে খবর মিলেছে, পঞ্জাবের পাঠানকোটে একটি বেসরকারি হোমে রয়েছে গীতাদেবীর মেয়ে সোমা। গীতাদেবী জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পরে খেতমজুর বাবার মৃত্যুতে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় সোমার। বিড়ি বেঁধে রোজগার করতে শুরু করে সে। গীতাদেবী পরিচারিকার কাজ করতেন। আলমগঞ্জের বাসিন্দা দীপক রাজবংশী নামে এক যুবকের সঙ্গে সোমার বিয়ে হয়। মেয়ে-জামাইকে নিজের বাড়িতেই রেখেছিলেন গীতাদেবী। পুলিশের কাছে গীতাদেবী অভিযোগ করেন, গত বছর লক্ষ্মীপুজোর কয়েক দিন পরে হঠাৎই সোমা নিখোঁজ হয়ে যায়। জামাইয়েরও আর হদিস পাননি এই বৃদ্ধা। |
গীতাদেবী অভিযোগ করেন, মেয়েকে কোথাও বিক্রি করে দিয়েছে জামাই। পুলিশ ঘটনার কিনারা করতে পারেনি। খোঁজ মেলেনি দীপকেরও। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অগস্ট পাঠানকোটের নাঙ্গালের একটি বেসরকারি হোম থেকে রাজ্যের সরাষ্ট্র দফতরের কাছে একটি চিঠি আসে। তাতে জানানো হয়, ওই হোমে একটি ১৬-১৮ বছরের বাঙালি মেয়ে রয়েছে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। বাংলা ছাড়া কিছু বোঝে না বা বলতেও পারে না। কিছুটা বাংলা লিখতে পারে। সে জানিয়েছে, তার বাড়ি কাঞ্চননগরে। মায়ের নামও জানায়। সরাষ্ট্র দফতর থেকে জেলা পুলিশকে খবর দেওয়া হলে গীতাদেবীকে বর্ধমান থানায় ডেকে তা জানানো হয়। আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভিন্ রাজ্য থেকে মেয়েটিকে আনতে রাজ্য সরকারের অনুমতি দরকার। সেই অনুমতি চাওয়া হয়েছে। তা পেলেই পুলিশ দল পাঠাবে।”
|
হাসপাতালে পাঁচিল তৈরিতে শিশু শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠেছে কালনায়। এ ব্যাপারে মহকুমা হাসপাতাল সুপারের কাছে রিপোর্ট চেয়েছে প্রশাসন। হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি পাঁচিল তৈরির কাজ শুরু করেছে একটি ঠিকা সংস্থা। বৃহস্পতিবার মহকুমা প্রশাসন ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে ফোনে জানানো হয়, নির্মাণ কাজে শিশু শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ মিলেছে। এ নিয়ে খোঁজখবর নিতে বলা হয়। সুপার অভিরূপ মণ্ডল বলেন, “এ দিন বিকেলে আমি যখন দেখতে যাই তখন দিনের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে খোঁজ নিয়ে জেনেছি, সকালে দুই কিশোরকে পাথর বওয়ার কাজ করতে দেখা গিয়েছে। আপাতত আমি কালনার মহকুমাশাসক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে রিপোর্ট পাঠাচ্ছি।” মহকুমাশাসক শশাঙ্ক শেঠি জানান, পাঁচিলটি গড়ছে পূর্ত দফতর। কাজ করছে একটি ঠিকা সংস্থা। তারা শিশু শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে বলে অভিযোগ মিলেছে। তদন্ত চলছে।
|
মাদ্রাসার পুকুরের জলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। তার নাম শেখ সাগর কবির (১১)। বাড়ি উত্তর ২৪ পরগনার বীজপুর থানা এলাকার পাণ্ডুদহ গ্রামে। মঙ্গলবার দুপুরে মেমারির এক মাদ্রাসায় ঘটনাটি ঘটে। |