দলীয় কোন্দল ঢাকতে ফব আন্দোলনে |
রাজ্য কমিটির বৈঠকে প্রবল ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে হল ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্বকে। সদস্যপদ নবীকরণের গোটা প্রক্রিয়ার দায়িত্ব জেলা কমিটিগুলির হাতেই তুলে দেওয়ার কথা জানিয়ে দিলেন দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষ। রাজ্য কমিটিতে জবাবি ভাষণে বুধবার অশোকবাবু বলেছেন, জেলা কমিটিগুলি তাদের ক্ষোভ ও অভিযোগের কথা খোলাখুলি জানিয়ে দেওয়ায় আলোচনার পথে মীমাংসার রাস্তা তৈরি হয়েছে। সদস্যপদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা নেতৃত্বই নেবেন। তার পরেও সমস্যা হলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন অশোকবাবু। তাঁর এই অবস্থানের প্রেক্ষিতে উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পদত্যাগী সদস্যেরা ইস্তফা প্রত্যাহার করে নেবেন বলেই ঠিক করেছেন। অভ্যন্তরীণ বিবাদে জেরবার ফব আপাতত সরকার-বিরোধী কিছু কর্মসূচি নিয়ে সংগঠনকে ‘চাঙ্গা’ করতে চাইছে। রাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ৪ অক্টোবর লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।
|
লালবাতির ‘অপব্যবহার’ রুখতে |
লালবাতি লাগানো গাড়ির ‘অপব্যবহার’ বন্ধে রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ। বিচারপতি এ নিয়ে আদালতকে সাহায্য করার জন্য আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত-বান্ধবের ভূমিকা নিতে বলেন। বুধবার শুনানিতে সরকারি আইনজীবী দেবাশিস রায় এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সপ্তাহ সময় চান। জয়ন্তবাবু জানান, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ৩২ ধরনের পদাধিকারী শুধু সরকারি কাজেই ফ্ল্যাশার বা লালবাতি ব্যবহার করতে পারেন। অন্য সময়ে তা কালো কাপড়ে ঢেকে রাখতে হবে। লালবাতি ‘অপব্যবহার’ বন্ধে তারা কী করছে, আগামী বুধবার কলকাতা ও রাজ্য পুলিশকে তা কোর্টে জানাতে হবে।
|
বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়ে অটোর ভাড়া বেঁধে দেওয়ার কথা ভাবছে পরিবহণ দফতর। মন্ত্রী মদন মিত্র বুধবার জানান, ব্যারাকপুর, বেলঘরিয়া, টালিগঞ্জ, শোভাবাজার, সল্টলেক ও গড়িয়ায় অটোচালকেরা বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ। মন্ত্রী বলেন, “অটো, ঠেলা ও রিকশার ভাড়া সরকার ঠিক করে না। যে ভাবে কিছু রুটে ভাড়া নেওয়া হচ্ছে, তাতে প্রয়োজনে সরকারই ভাড়া ঠিক করে দেবে।” এ দিন ‘কন্ট্র্যাক্ট ক্যারেজ’ নিয়ে গাড়িমালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান, যাত্রী নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক পারমিট ছাড়া স্কুল, অফিসের গাড়ি চালানো যাবে না। মদনবাবু জানান, বেকার যুবকেরা ছোট গাড়ি কিনে যদি বাণিজ্যিক পারমিট চান, সরকার তিন দিনে তা দিয়ে দেবে। |