টুকরো খবর
টিএমসিপির সংঘর্ষেই এ বার বন্ধ বুড়ুল কলেজ
সিটি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজের পরে বুড়ুল কলেজ। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর দু’টি গোষ্ঠীর বিবাদের জেরে দক্ষিণ শহরতলির সাতগাছিয়ার বুড়ুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল। এর আগে টিএমসিপি-র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সিটি এবং সুরেন্দ্রনাথ কলেজেও পড়া বন্ধ রাখতে হয়েছিল। বুড়ুল কলেজ নতুন সংযোজন। বুড়ুল কলেজ সূত্রের খবর, ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের পদ নিয়ে গত সোমবার থেকে টিএমসিপি-র দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও হাতাহাতি চলছে। ভাঙচুর করা হয়েছে আসবাবপত্রও। বুধবার পরিস্থিতি চরমে পৌঁছয়। ছাত্র সংসদের বর্তমান সাধারণ সম্পাদক সুপ্রিয় দত্ত তৃতীয় বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক শেখ আজহারউদ্দিন এখন সাধারণ সম্পাদক হওয়ার দাবি তুলেছেন। এই নিয়ে সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দু’টি গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়েছে। গোলমালের জেরে কলেজ বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে বলে জানান অধ্যক্ষ গোপালদেব কণ্ঠ। মহকুমাশাসক তনবির আফজল বলেন, “ওই কলেজে সমস্যা চলছে। বিডিও-কে তদন্ত করতে বলা হয়েছে।” রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “কোনও পরিস্থিতিতেই পঠনপাঠন বন্ধ হওয়া উচিত নয়। আমরা দলগত ভাবে ওই কলেজের বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”

দমকলকে জল নলকূপ থেকে
আগুন লাগলে এ বার জল দেবে পুরসভাও। কলকাতা পুর-এলাকার ৮১টি জায়গায় দমকলের গাড়ি গভীর নলকূপের জলে ভর্তি করার কাজ শুরু হল বুধবার। রিপন স্ট্রিটের কাছে আনুষ্ঠানিক ভাবে সাড়ে তিন মিনিটে একটি দমকলের গাড়িতে ভরা হয় গভীর নলকূপের জল। ছিলেন দমকলমন্ত্রী জাভেদ খান ও মেয়র পারিষদ (নলকূপ) তারক সিংহ। মন্ত্রী জানান, গত কয়েকটি অগ্নিকাণ্ডে জলের জোগান নিয়ে নানা সমস্যার অভিযোগ উঠেছে দমকলের বিরুদ্ধে। তারকবাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরসভা ও দমকল একসঙ্গে ৮১টি নলকূপ বাছাই করেছে। জল সরবরাহের পাশাপাশি নলকূপগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে যে কোনও সময়ে দমকলের গাড়িকে জল দেওয়া যায়। এই ব্যবস্থায় কোথাও আগুন লাগলে একসঙ্গে অনেকগুলি গাড়ি আর পাঠাতে হবে না বলে জানান মন্ত্রী। গাড়ি খালি হলেই নির্দিষ্ট নলকূপগুলি থেকে দ্রুত জল ভরা যাবে। টালা-পলতা বা গার্ডেনরিচ জল শোধনাগার খারাপ হলেও নলকূপগুলির সাহায্যে সাময়িক ভাবে জল-সমস্যা মিটবে। পুরসভা সূত্রের খবর, খুব শীঘ্রই এই সুবিধা মিলবে। এই কাজে দমকলকর্মীদের প্রশিক্ষণও দেবেন পুর-ইঞ্জিনিয়ারেরা।


যানজটে আটকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার,
চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। ছবি: প্রদীপ আদক

ধর্মঘটে দুর্ভোগ
কন্ট্র্যাক্ট ক্যারেজ বাসমালিকদের ধর্মঘটে বুধবার বেরোয়নি প্রায় সওয়া তিন হাজার বাস। দুর্ভোগ হয় কলকাতা, সল্টলেকের স্কুলপড়ুয়া ও আইটি কর্মীদের। কিছু স্কুল আগাম ছুটি দিলেও সর্বত্র ধর্মঘটের কথা জানানো হয়নি বলে অভিযোগ।

‘প্রতারক’ গ্রেফতার
গাড়ির নকল বিমা বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ভাস্কর সমাদ্দার নামে এক গাড়ি শো-রুমের কর্মী। পুলিশ জানায়, এস পি মুখার্জি রোডের ওই শো-রুম থেকে গাড়িটি কেনেন রিজেন্ট পার্কের সৌম্যজিৎ রায়চৌধুরী।

খুনের অভিযোগ
পাটুলির ঝিল থেকে সরকারি কর্মীর দেহ উদ্ধারে খুনের অভিযোগ দায়ের হল। মৃত জয়দীপ বসুমল্লিকের ভাই সন্দীপ বুধবার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন।

দু’টি দেহ উদ্ধার
বিধাননগরের দত্তাবাদে পুকুর থেকে বুধবার মিলল এক ব্যক্তির দেহ। মৃতের নাম বালেশ্বর মিশ্র। এ দিনই বালিতে রেললাইনের ধারে কুমার শ্রীরঞ্জন নামে এক যুবকের মৃতদেহ মেলে।

যাত্রী অসুস্থ, নামল বিমান
এক যাত্রীর বুকে ব্যথা শুরু হওয়ায় এমিরেটসের দুবাইমুখী বিমান নামল কলকাতায়। অসুস্থকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, হৃদ্রোগ নয়, শরীরে জলের অভাবেই সমস্যা দেখা দিয়েছিল।

জখম সার্জেন্ট
এ জে সি বোস রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অমিত সাউ নামে এক সার্জেন্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।

নকল মোবাইল
চাঁদনি চক থেকে একটি নামী সংস্থার ৩৫০টি নকল মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর বাজারদর ১৮ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে আট জনকে।


শ্রদ্ধার্ঘ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর ছবিতে মাল্যদান মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মহাকরণে রাজীব বসুর তোলা ছবি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.