টুকরো খবর
নতুন জাদু
নতুন চমক। নতুন আইফোন। সানফ্রান্সিসকোয় সাংবাদিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুক আচমকাই মোড়ক খুলে বার করে আনলেন বহুপ্রতীক্ষিত আইফোন-৫। যার খুঁটিনাটি বোঝাতে গিয়ে সংস্থার বিপণন বিভাগের কর্তা ফিল শিলার বললেন, “এটাই আমাদের তৈরি সেরা ফোন। এত ছোট, অথচ এত কাজের একটা জিনিস কেউ বানাক দেখি!” কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় এ বারের আইফোন তার আগের সংস্করণ ‘আইফোন ৪এস’-এর চেয়েও হাল্কা, পাতলা, লম্বাও বটে। ৪ ইঞ্চির স্ক্রিন। ৪জি ব্যবহারের এলটিই প্রযুক্তিতে এতে ইন্টারনেট করা যাবে আগের চেয়ে দ্বিগুণ গতিতে। এ ভাবে টানা ৮ ঘণ্টাও কাজ করা যাবে তাতে। ৮ মেগাপিক্সেলের ক্যামেরাতেই ছবি তোলা যাবে ২৮ মেগাপিক্সেল মাপের। বদলে গিয়েছে চার্জার-সহ বিভিন্ন যন্ত্রাংশও। তবে ফোনের দাম একই থাকছে। ভারতে আইফোন-৫ অবশ্য নভেম্বরের শেষ অর্ধের আগে আসবে না বলেই খবর। ছবিতে নতুন আইফোনের আত্মপ্রকাশের সূত্রধর সিইও স্বয়ং।

৫ সংস্থার বিলগ্নিতে সায় মিলতে পারে
গত আর্থিক বছরে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সরকার। এ বছরেও এখনও পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়নি। এই অবস্থায় কাল মন্ত্রিসভার বৈঠকে বিলগ্নিকরণকে এগিয়ে নিয়ে যেতে বড় ধাক্কা দিতে চাইছে সরকার। অর্থ মন্ত্রক সূত্রে খবর, কাল মন্ত্রিসভার বৈঠকে ৫ রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণে সবুজ সংকেত দেওয়া হতে পারে। নালকোর ১২.৫%, এমএমটিসি-র ৯%, হিন্দুস্তান কপারের ৯.৫%, অয়েল ইন্ডিয়ার ১০% এবং নেভেলি লিগনাইটসের ৫% অংশীদারি বিলগ্নিকরণের প্রস্তাব রয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থারও বিলগ্নিকরণ করা হতে পারে। গত আর্থিক বছরে বিলগ্নিকরণ থেকে ৪০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রাখা হয়েছিল বাজেটে। কিন্তু শেষ পর্যন্ত পাওয়ার ফিনান্স কর্পোরেশন ও ওএনজিসি-র বিলগ্নিকরণের মাধ্যমে ১৩,৮৯৪ কোটি টাকা আদায় হয়। চলতি আর্থিক বছরে বিলগ্নিকরণ করে ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য রাখা হয়েছে। কাল ৫ সংস্থার বিলগ্নিকরণে মন্ত্রিসভা সায় দিলে তা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার কাছে পৌঁছতে পারবে।

আরও তিনটি আরবান হাট, আশ্বাস মন্ত্রীর
—নিজস্ব চিত্র
রাজ্যের তিনটি জায়গা, শান্তনিকেতন, সল্টলেক ও শিলিগুড়িতে নতুন করে হস্ত ও কুটির শিল্প সামগ্রী বিক্রির হাট খুলবে রাজ্য সরকার। এই কেন্দ্রগুলির নাম হবে ‘আরবান হাট’। তার পাশাপাশি রাজ্যের চারটি শহর ঝাড়গ্রাম, পুরুলিয়া, আলিপুরদুয়ার ও বিষ্ণুপুরে খোলা হবে গ্রামীণ হাট। বুধবার বর্ধমানের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলার উদ্বোধন করে এ কথা জানালেন ক্ষুদ্রশিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। মেলায় সারা দেশের নদী ও জনপদের নামের নামে মোট ২৬টি হস্তশিল্প প্রদর্শনীর স্টল খোলা হয়েছে। মন্ত্রীর দাবি, “এ রাজ্যে আমরা হস্ত ও তাঁতশিল্পীদের সম্পর্কে তথ্য ও পরিসংখ্যান জোগাড় করেছি। রাজ্যের সাড়ে পাঁচ লক্ষ হস্তশিল্পী এবং ৬ লক্ষ ৬৫ হাজার তাঁতশিল্পীকে আমরা সচিত্র পরিচয়পত্র দেব। একটি ব্যাঙ্কের সহায়তায় শিল্পী পিছু ১৫ হাজার টাকার স্বাস্থ্যবিমা করানো হবে। শিল্পীদের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ হাজার টাকা থেকে দু’লক্ষ টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে। রাজ্যের কৃষি ও হস্তশিল্প সমবায়গুলির জন্য কেন্দ্রীয় সরকার ২০০ কোটি টাকার অনুদান দেবে বলে কথা হয়েছে।” উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ।”

ইউরোপের হাল ফেরাতে উদ্যোগ
অর্থনীতির হাল ফেরাতে ব্যাঙ্কগুলির উপর আরও বেশি নিয়ন্ত্রণ আনার দিকে আরও এক ধাপ এগোল ইউরোপীয় ইউনিয়ন। এই অঞ্চলের সমস্ত ব্যাঙ্কের উপর ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে একটি পরিকল্পনা এনেছে ইউরোপীয় কমিশন। এই কমিশনের প্রেসিডেন্ট জোস ম্যানুয়েল বারোসো বুধবার পরিকল্পনার রূপরেখা পেশ করেন। এর ফলে অনাদায়ী ঋণের চাপে পড়লেও ত্রাণ পাওয়ার ফলে বাঁচবে সঙ্কটে পড়া ইউরোপীয় ব্যাঙ্ক। অন্য দিকে, ইউরো অঞ্চলের জন্য ত্রাণ তহবিল গড়ার প্রস্তাবে সায় দিল জার্মানির সাংবিধানিক আদালত। এর প্রভাবেই বিশ্ব জুড়ে মোটামুটি চাঙ্গা ছিল বিশ্ব বাজার। মার্কিন অর্থনীতিকে টেনে তুলতে সে দেশের শীর্ষ ব্যাঙ্কও আগামী কাল ত্রাণ ঘোষণা করবে।

খনি লিজ বাতিল
গোয়ায় রাজ্য সরকারকে লিজ দেওয়া ৯৩টি আকরিক লোহা খনির পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র বাতিল করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজন জানান, ছাড়পত্র পেতে খনি মালিকদের ফের সমস্ত কাগজপত্র জমা দিতেও এ দিন নির্দেশ দিয়েছেন তারা। সংস্থাগুলিকে খনি পাইয়ে দিতে রাজ্যের তরফে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলে অভিযোগ জানান নটরাজন। এর আগে গোয়ায় বেআইনি খনন সংক্রান্ত রিপোর্টে একই কথা জানায় বিচারপতি এম বি শাহের নেতৃত্বে গড়া কমিশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.