সাংসদকে কালো পতাকা
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
সিউড়িতে অনুষ্ঠানে সাংসদ। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়। |
খয়রাশোলের কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওই ব্লকের বাবুইজোড় পঞ্চায়েতে অ্যাম্বুল্যান্স উদ্বোধন করতে যাওয়ার পথে তিন জায়গায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে কালো পতাকা দেখান হল। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে এ ভাবে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে বলে দাবি শতাব্দী রায়ের। তিনি বলেন, “এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বকে বলব।” অনুব্রতবাবুর দাবি, “এমন নোংরা রাজনীতি আমি করি না। সিপিএম বা অন্য কোনও রাজনৈতিক দলের হবে।” সিপিএমের খয়রাশোল জোনাল সম্পাদক তপন দাশগুপ্ত বলেন, “সাংসদ এলাকার উন্নয়নের কাজে এসেছেন। আমরা কেন বিরোধিতা করব। দলের যোগ রয়েছে বলে অনুব্রতবাবুরা যদি প্রমান করতে পারেন তা হলে আমি পদত্যাগ করব।” এ দিন সাঁইথিয়ায় সরস্বতী তলায় জনসভা ও সিউড়ি হাটজনবাজার রামপ্রসাদ হাইস্কুলে একটি কক্ষের উদ্বোধন করেন তিনি।
|
ব্যবসায়ী খুন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
মোটরবাইকে করে বুধবার সকাল ৭টায় কাজে যাওয়ার পথে খুন হলেন এক পাথর ব্যবসায়ী। মৃতের নাম আমজাদ আলি (৪৭)। নলহাটি-বানিওড় রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ও বাইকটি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমজাদ আলির বাড়ি আদতে ঝাড়খণ্ডের রদিপুর থানার গাঙেড্ডা গ্রামে। চার বছর ধরে ওই ব্যবসায়ী পরিবার নিয়ে নলহাটির ৬ ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকতেন। থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। কেন, কী কারণে খুন সে ব্যাপারে পুলিশ এখনও অন্ধকারে।
|
ট্রান্সফর্মার বিকল
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
চার দিন ধরে এলাকার ১০০ কেভি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ে আছে। অবিলম্বে ট্রান্সফর্মার বদলের দাবিতে মঙ্গলবার মুরারই থানার চাতরা গ্রামের হাসপাতাল পাড়ার বাসিন্দাদের একাংশ প্রায় ২ ঘণ্টা নলহাটি-মুরারই রাস্তা অবরোধ করেন। ২৪ ঘণ্টার মধ্যে ট্রান্সফর্মার বদলের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক বধূর। মঙ্গলবার দুপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আলেয়া বিবি (২৮)। তাঁর বাড়ি নলহাটি থানার মোস্তাফাডাঙা পাড়ায়।
|
পানাগড়-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি থানার চামটিবাগান মোড়ে বুধবার দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় ২৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। |