খেলার টুকরো খবর |
|
জয়ী শিবাজি সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার ডিভিশন ফুটবলে ৪-০ গোলে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে হারাল শিবাজি সঙ্ঘ। রাধারানি স্টেডিয়ামে শিবাজির হয়ে দু’টি গোল করেন স্বপন মাণ্ডি। অপর দু’টি গোল করেন বিপুল হাঁসদা ও মহাদেব কিস্কু। সেন্টার অব ইয়ং সোসাইটি ২ গোলে হারায় বড়নীলপুর জাগরনী সঙ্ঘকে। দু’টি গোল করেন বাপী মুর্মু। স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবলে তেওয়ারিবাগান সাথী সঙ্ঘ ৭-০ গোলে হারায় বাম অ্যাপলো সঙ্ঘকে। বামের পাঁচ ফুটবলার আহত হয়ে পড়ায় রেফারি বিরতিতেই খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। রঞ্জিত হাঁসদা, সৌমেন মুর্মু ও রামপ্রসাদ হেমব্রম প্রত্যেকেই দু’টি করে গোল করেন। অপর গোলটি করেন রাকেশ কুণ্ডু।
|
চ্যাম্পিয়ন দোমহানি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল আয়োজক সংস্থা। দোমহানি মাঠে তারা গৌরাণ্ডি বিবেকানন্দ সঙ্ঘকে ১ গোলে হারায়। একমাত্র গোলটি করেন মিঠু পণ্ডিত। ফাইনালের সেরা বিজয়ী দলের গোপী শর্মা। প্রতিযোগিতার সেরা বিজিত দলের সম্রাট চক্রবর্তী। পুরস্কার বিতরণ করেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় এবং এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আয়োজকদের পক্ষে জগু শর্মা জানান, এই প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল।
|
চ্যাম্পিয়ন দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
—নিজস্ব চিত্র। |
পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল দুর্গাপুর আমরা ক’জন। সিহারশোল মাঠে তারা মোহনবাগান সেল আ্যাকাডেমিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। খেলা পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায়, অনিমেষ দাস, রূপেন্দু বন্দ্যোপাধ্যায় এবং পিনাকী খান। প্রাক্তন জাতীয় ফুটবলার সঞ্জয় মাজি এবং স্থানীয় বিধায়ক সোহরাব আলি পুরস্কার বিতরণ করেন। আয়োজকদের পক্ষে বিমান চক্রবর্তী জানান, এই প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চাঁদ ভৈরবী ক্লাব আয়োজিত নুনকুড়ি বাসকী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল রাজারামডাঙ্গা। রাজারামডাঙা মাঠের খেলায় তারা পাণ্ডবেশ্বর কুচিবেড়াকে ২-১ গোলে হারায়।
|
জিতল জবা
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুলাল খান স্মৃতি ফুটবলে বুধবারের প্রথম দিনের খেলায় জিতল জবা জনকল্যাণ সমিতি। বাজারি গ্রাম মাঠের খেলায় তারা ফূর্তিগ্রাম স্পোর্টস অ্যান্ড কালচারালকে ৫-১ গোলে হারায়।
|
|
দুর্গাপুরে এমএএমসি মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবল। —নিজস্ব চিত্র।
|
জয়ী বড়থল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। গোপালপুর মাঠে তারা সিএমপিডিআইকে ১ গোলে হারায়।
|
জয়ী এনইউসিএসি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল এনইউসিএসি। আসানসোল স্টেডিয়ামে তারা ডামড়া সিসিকে ২-১ গোলে হারায়। |
|