ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রভিশনাল অফিসার। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মাস খানেক আগে হরিহরপাড়ার চোঁয়া এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তখন তদন্তের জন্য ওই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন এই অফিসার। অভিযোগ, তখনই তিনি ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। অভিযোগ, তারপরে ফের ওই নাবালিকাকে তাঁর দফতরে ডেকে পাঠিয়ে ফের ধর্ষণের চেষ্টা করেন ওই অফিসার। মেয়েটি তখন তার বাড়িতে জানায়। তারপরে শনিবার হরিহরপাড়া থানায় এই ব্যাপারে অভিযোগও করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই অফিসারকে গ্রেফতার করেছে।” প্রসঙ্গত নবগ্রাম থানায় এই অফিসারকে তিন মাস আগেই একবার চোদ্দোশো টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
|
স্কুল নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ এনে প্রার্থী তুলে নিল সিপিএম ও কংগ্রেস। রবিবার হাঁসখালি হাই স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। এই নির্বাচনে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল পৃথকভাবে ৬ জন করে প্রার্থী দিয়েছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিপিএম ও কংগ্রেস প্রার্থী তুলে নেয়। সিপিএমের জেলা কমিটির সদস্য সুপ্রতীম রায় বলেন, “বহিরাগত সমাজ বিরোধীদের জড়ো করে তৃণমূল রীতিমত সন্ত্রাসের পরিবেশ সিৃষ্ট করেছে।” কংগ্রেসের হাঁসখালি ব্লক সভাপতি দিনেশ চক্রবর্তী বলেন, “ এলাকার সমস্ত কুখ্যাত সমাজ বিরোধীরা হাজির হয়েছে। প্রাণ বাঁচাতেই প্রার্থী প্রত্যাহার করে নিলাম।” তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের নদিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক বিশ্বাস বলেন, “ হাস্যকর অভিযোগ। নির্বাচনে হার নিশ্চিত জেনেই ওরা ময়দান ছেড়ে পালিয়েছে।”
|
পুরানো বিবাদের জেরে খুন হল এক দুস্কৃতী। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহসিন শেখ (৫০)। বাড়ি বেলডাঙা থানার মহ্যমপুর নতুনপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই ব্যক্তিকে তার বাড়ির অদূরেই কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। মৃতের সঙ্গে ঘাতকদের পুরানো বিবাদ ছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। মহসিন নিজেও এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত ছিল। রবিবার সকালে পুলিশ ওই খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে আনিসুর রহমান ও মিন্টু শেখ নামে দু’জনকে গ্রেফতার করেছে।
|
৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ডাকাতির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিষ্ণু ঘোষ। বাড়ি নদিয়ার ধুবুলিয়ায়। পুলিশ জানায়, শনিবার রাতে একদল দুষ্কৃতী পলাশির কাছে জানকীনগর মোড়ে একটি টাটা সুমোকে আটকায়। গাড়ির চালক গৌতম বিশ্বাসের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার দাবি করে ওই ডাকাতদল। তারপর গৌতমবাবু চিৎকার জুড়লে কর্তব্যরত পুলিশকর্মীরা ছুটে আসে। দুষ্কৃতীরা অবস্থা বেগতিক দেখে ছুটে পালায়। পুলিশ তাদের পিছনে ধাওয়া করে বিষ্ণুকে ধরে ফেলে।
|
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলডাঙা থানার পুলিশ মুস্তাক শেখ নামে ওই যুবককে ধরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যেয় বছর আঠারোর ওই তরুণীকে বেলডাঙা দরগাতলা থেকে তিন যুবক মুখে গামছা বেঁধে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ধর্ষণ করে। ধর্ষিতা ওই অষ্টাদশী এখন বহরমপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মুস্তাক শেখকে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসা করে বাকি দু’জনের হদিশ পেতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
|
দু’ফুটের এক ফালি জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশির বাঁশের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হল দুলাল ঘোষ (৪২) নামে এক ব্যক্তির। রবিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |