টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের, জাতীয় সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সড়ক অবরোধ। —নিজস্ব চিত্র। |
লরির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুরের ধর্মায়। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত পুলিন খামরই (১৮) কেশপুরের ধলহারার বাসিন্দা। উত্তেজিত জনতা এরপর ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।পুলিশ জানিয়েছে, মৃত পুলিন খামরই দ্বাদশ শ্রেণির ছাত্র। ধলহারায় নিজের বাড়ি হলেও সে ধর্মায় এক আত্মীয়ের বাড়িতে থাকত। এ দিন দুপুরে সাইকেলে শহর থেকে ধর্মার দিকে ফিরছিল পুলিন। তখন কেশপুর থেকে খড়্গপুরগামী একটি লরি তাকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুরের ধর্মা ‘দুর্ঘটনাপ্রবণ’ এলাকা হিসাবেই পরিচিত। এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। এলাকায় অবিলম্বে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল চালুর দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস নেতা তীর্থঙ্কর ভকত। তিনি বলেন, “ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকলে এমন ঘটনা ঘটত না।” যুব তৃণমূল নেতা শঙ্কর মাঝি বলেন, “দ্রুত গতিতে গাড়ি চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।”
|
উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতা হাইস্কুলের ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়েছিল ১৫ অগস্ট। তারই দ্বিতীয় ভাগে রবিবার হল উচ্চাঙ্গ সঙ্গীত প্রতিযোগিতা। পশ্চিম মেদিনীপুর তো বটেই হুগলি, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৫২ জন প্রতিযোগী যোগ দেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দীরাম সরকার। আয়োজক কমিটির সম্পাদক শ্যামল মহাপাত্র জানান, সারা বছর ধরেই এই অনুষ্ঠান চলবে। পুজোর আগেই অনুষ্ঠানের তৃতীয় ভাগ, অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতা হবে। গড়বেতা-১ ব্লকের সমস্ত স্কুলকে নিয়ে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা করানোর পরিকল্পনা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। অনুষ্ঠানের শেষ পর্ব চার দিন ধরে পালিত হবে। সেই অনুষ্ঠান হবে ডিসেম্বর মাসে। উল্লেখ্য, ১৮৮৮ সালের ২ মার্চ গড়বেতা হাইস্কুল স্থাপন হয়েছিল। জেলার প্রাচীন স্কুলগুলির মধ্যে এই স্কুলটি অন্যতম।
|
বিশ্ব সাক্ষরতা দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে গত শনিবার নানা অনুষ্ঠানের আয়োজন হল খড়্গপুরে। শহরের ঝাপেটাপুরে প্রগতি আয়োজিত অনুষ্ঠানে ৮০ জন মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পুরস্কৃত করা হয় আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও বসে আঁকো প্রতিয়োগিতায় সফল ৩০ জনকে। উপস্থিত ছিলেন গৌরীরানি মাইতি, তপন কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃণাল মজুমদার। অন্য দিকে, এ দিনই খড়্গপুর পুরসভার পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে নবসাক্ষর পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বিপুল দাস, সুব্রত চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুরপ্রধান জহর পাল-সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দন সিংহ।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের ট্রাফিকে খড়্গপুর রামকৃষ্ণ সোসাইটিতে আয়োজিত হল আলোচনা সভা। খড়্গপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন দীপক কুমার প্রামাণিক, বেণীমাধব গোস্বামী প্রমুখ। স্বাগত ভাষণ দেন প্রবোধ শাসমল। ছিলেন গৌতম সাহা, সুজয় ঘোষ-সহ বিশিষ্টজনেরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২০০ জন যুবক সভায় উপস্থিত ছিলেন। যুব সমাজে স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাধারা বিস্তারের জন্যই এই সভার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
|
নতুন কার্যালয়
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের ইন্দায় উদ্বোধন হল ভারতীয় মহিলা মোর্চার খড়্গপুর শাখা কার্যালয়ের। উপস্থিত ছিলেন তুষার মুখোপাধ্যায়, প্রেমচাঁদ ঝা, বেলারানি অধিকারী, বীণা সাহু প্রমুখ। |
|