ফেলে পালাল ট্যাক্সি, পরে মৃত্যু পথেই |
কলকাতার ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি। ছুটির দিনের ভোরে মল্লিকবাজারে একটি মিষ্টির দোকানের সামনে গুরুতর আহত এক ব্যক্তিকে ফেলে দিয়েই হুশ করে উধাও হয়ে গেল একটি ট্যাক্সি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। রাত পর্যন্ত তাঁর নাম জানা যায়নি। পুলিশ জানায়, ভোরে সাইকেল নিয়ে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে টহল দিচ্ছিলেন দুই কনস্টেবল। অনেকটা দূর থেকে তাঁরা দেখতে পান, ট্যাক্সি থেকে মিষ্টির দোকানের সামনে বড়সড় কিছু একটা ফেলে দেওয়া হল। তাঁরা সে-দিকে এগোতেই গতি বাড়িয়ে ট্যাক্সিটি চম্পট দেয়। ওই দুই কনস্টেবল কাছে গিয়ে দেখেন, সারা শরীরে আঘাত নিয়ে এক ব্যক্তি ছটফট করছেন। তাঁরা ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু করেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পার্ক স্ট্রিট থানা খুনের মামলা রুজু করেছে।
|
বিরাটির অভয় আশ্রম ফের চালু করার জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাইলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী মানস ভুঁইয়া। সম্প্রতি কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী ভায়লার রবিকে চিঠি লিখে আশ্রমের পুনরুজ্জীবনের জন্য টাকা চেয়েছেন তিনি। আশ্রমের ঋণ মকুবে কেন্দ্রীয় খাদি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন মানসবাবু। তিনি বলেন, “২ অক্টোবর আমরা ফের অভয় আশ্রম চালু করার চেষ্টা করছি। ওই দিন কেন্দ্রীয় মন্ত্রীকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছি।”
|
সদ্যোজাত এক শিশুকন্যাকে পাওয়া গেল কেষ্টপুরের রাস্তায়। রবিবার সকালে মিশনবাজার এলাকায় শিশুটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথচারীরাই পুলিশে খবর দেন।
|
স্প্রিং কেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস। রবিবার, নলবনের কাছে। জখম চার জন হাসপাতালে। বাসটি আটক হলেও চালক পলাতক।
|
দোকানে টিভি দেখা নিয়ে বচসার জেরে মৃত্যু হল এক যুবকের। শনিবার, রাজারহাটে। পুলিশ জানায়, সাবির আলি মণ্ডলের (২৫) মাথায় কোদালের বাঁট দিয়ে মারেন রেজ্জাক মোল্লা। রেজ্জাক পলাতক।
|
বেলগাছিয়ার একটি প্লাস্টিক কারখানায় রবিবার আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন যায়। দমকল সূত্রে খবর, গ্যাস থেকে আগুন লাগে। |