সৌরভ গঙ্গোপাধ্যায় এ বার কেবিসি-তে। এই প্রথম। অমিতাভ বচ্চন ও সিদ্ধার্থ বসুর আমন্ত্রণে আগামী শুক্রবার সকালে তিনি কেবিসি-র সেটে গিয়ে বসবেন।
তবে হট সিটে নয়। গত বছর থেকে চালু হওয়া কেবিসি-র নতুন ফর্ম্যাট অনুযায়ী এক জন স্টার থাকেন প্রতিযোগীদের সাহায্য করার জন্য। ছ’রাউন্ড খেলা হওয়ার পর প্রতিযোগীরা এই ‘স্টার হেল্পলাইন’ নিতে পারেন। গত বছর আমন্ত্রিত তারকা হিসেবে এ ভাবে প্রতিযোগীদের সাহায্য করেছেন আমির খান ও অক্ষয়কুমার। এ বার শুরুতেই সৌরভকে ডাকা হল। মুম্বইয়ে শো-য়ের প্রযোজক ও পরিচালক সিদ্ধার্থ বসু বললেন, “আরও আগেই আমরা সৌরভের ডেট চেয়েছিলাম। কোনও একটা খেলা পড়ে যাওয়ায় ও সময় বার করতে পারেনি। এ বার আসতে পারছে। খুব খুশি।” বচ্চনকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া গেল না। ব্যক্তিগত সচিব জানালেন, তিনি বিদেশে।
সৌরভ শুধু দাদাগিরি-র সংযোজনাই নয়, একটি স্থানীয় চ্যানেলে বাংলা কেবিসি ‘হোস্ট’-ও করেছেন। আমিরকে সেখানে তিনি আমন্ত্রিত হিসেবে এনেও ছিলেন। দাদাগিরি-তে এনেছিলেন শাহরুখ এবং মিঠুনকে। কিন্তু কুইজ শো-র সেটে তাঁর প্রিয় অভিনেতা অমিতাভের সঙ্গে কখনও মুখোমুখি হননি। বিজ্ঞাপনে অবশ্য একসঙ্গে কাজ করেছেন। দু’জনের শেষ দেখা হয় আইপিএলের উদ্বোধনী ম্যাচে পুণে-তে। পুণে ওয়ারিয়র্সের হয়ে টস করে ফেরার সময় ভিভিআইপি বক্সে থাকা বিশেষ অতিথি অমিতাভের সঙ্গে দেখা করে গিয়েছিলেন সৌরভ।
শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্কে যেমন একটা জোয়ার-ভাঁটা আছে (কারও কারও মতে শুধুই ভাঁটা) অমিতাভের সঙ্গে একেবারেই তা নেই। হট সিটে না বসলে তিনি এবং অমিতাভ কি শো-তে মুখোমুখি হবেন? সিদ্ধার্থ বসু বললেন, “অবশ্যই হবে।” |