অভিনয় নয়। ভারতীয় বিনোদন দুনিয়ার অন্যতম আধুনিক আইকনের কাছে অগ্রাধিকার পাচ্ছে ফুটবল। মাঠে বসে কোনও ফুটবল ম্যাচ দেখা, তাঁর কাছে এখন অভিনয়েরও আগে! রণবীর কপূরের অকপট স্বীকারোক্তি, “আসলে ফুটবলের প্রতি আমার ভালবাসাটা সিনেমার চেয়েও বেশি।”
|
শহরে সই শিকারিদের মাঝে রণবীর। রবিবার। |
নিজের পরবর্তী ফিল্ম ‘বরফি’-র প্রচারে শহরে এসেছেন রণবীর। যিনি কিনা বার্সেলোনা ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, নভেম্বর থেকে অন্যান্য অভিনেতার সঙ্গে তাঁকেও সেলিব্রিটি ফুটবল লিগে খেলতে দেখা যাবে।
আর রণবীর সহ বাকি অভিনেতাদের কোচিং কে করাচ্ছেন?
কেউ নন, ভাইচুং ভুটিয়া।
“মানুষ হিসেবে ভাইচুং খুব ভাল। ও-ই আমাদের কোচিং করাচ্ছে। প্রত্যেক রবিবার আমরা প্র্যাক্টিস করি। আর ও এত ভাল যে, সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে যায়। এমনকী যখন আমার কোনও সিনেমা বেরোয়, ও সেগুলো মন দিয়ে দেখে আমাকে নিজের মতামত জানায়। ওর কাছে কোচিং পাওয়াটা দুর্দান্ত একটা ব্যাপার,” বলেছেন রাজ কপূরের নাতি।
|
তাঁদের অভিনীত নতুন ছবি ‘বরফি’র প্রচারে শহরে রণবীর কপূর
ও প্রিয়ঙ্কা চোপরা। সঙ্গী ছিলেন পরিচালক অনুরাগ বসু। রবিবার,
সেন্ট জেভিয়ার্স কলেজে। ছবি: দেবাশিস রায় |
সিকিমের ভূমিকম্পে আক্রান্তদের জন্য টাকা তুলতে যে ম্যাচের আয়োজন করেছিলেন ভাইচুং, তাতে অংশ না নিতে পেরে রণবীরের বেশ দুঃখই হচ্ছে। “শ্যুটিংয়ের জন্য এত ব্যস্ত ছিলাম যে, ওখানে আর অংশ নিতে পারিনি। কিন্তু আমি ভাইচুংয়ের সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় ফুটবলের জন্য কিছু করতে চাই। তা ছাড়া সিকিমে ও যে টিমটা তৈরি করছে সেটা নিয়ে আমার সাহায্য চেয়েছে। ওটা নিয়েও কাজ চলছে,” রণবীরের খোলামেলা মন্তব্য।
এখানেই শেষ নয়, বার্সেলোনা ফুটবল টিমের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলিউড তারকার। এ দেশের বার্সেলোনা সমর্থকদের জন্য মেসির ক্লাব কী কী করতে চায়, তা-ও শোনা গেল রণবীরের মুখে। “ভারতে কিছু ট্রেনিং ক্যাম্প শুরু করছে বার্সেলোনা। এক্সচেঞ্জ প্রোগ্রামের মারফত বেশ কিছু প্রতিভাবান ফুটবলারকে এই ক্যাম্পে পাঠানো হচ্ছে। মনে হয় আমাদের জীবদ্দশায় ভারত থেকেও মেসি বা রোনাল্ডোর মতো ফুটবলারকে উঠে আসতে দেখব।” আর লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল?
আবেগঘন গলায় রণবীর বললেন, “জানেন, বার্সেলোনার ন্যু কাম্পে মেসির সঙ্গে দেখা করে, ওর অটোগ্রাফ নিয়ে একটা জিনিস বুঝতে পেরেছিলাম। আমার অটোগ্রাফ নেওয়ার সময় তা হলে আমার ভক্তদেরও এই অনুভূতিটাই হয়!” |