খেলার টুকরো খবর

ম্যাচ পরিত্যক্ত সুপার ডিভিশনে
আরএইউসি ও সাই প্রশিক্ষন কেন্দ্রের মধ্যে সুপার ডিভিসন ফুটবল লিগের খেলাটি শেষপর্যন্ত দু’দলের ফুটবলারদের মারপিটের জন্য পরিত্যক্ত হয়ে গিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দশ মিনিট গড়াতেই মাঠের মধ্যে থাকা ফুটবল গ্যালারিতে চলে যায়। আরএইউসির গোলরক্ষক সাইডলাইনের পাশে বসে থাকা সাইয়ের ফুটবলার তথা কর্মকর্তাদের কাছে বল চাইতে গেলেই গোলমালের সূত্রপাত হয়। এই ঘটনায় দু’দলের ফুটবলারদের মধ্যে সংঘর্ষে আহত হন আরএইউসির গোলরক্ষক সুকুমার ঘোষ। তাঁর মাথায় বুটের স্পাইক গেঁথে গিয়েছে। তাঁকে মাঠ থেকেই নিয়ে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর। শেষে আধঘন্টা খেলা বন্ধ থাকার পরে রেফারি ফের ম্যাচ শুরু করতে চাইলে আরএইউসি আর খেলতে চায়নি। তাঁদের দাবি, আলো কমে গিয়েছে এই অজুহাতে। রেফারি তাই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন। রেফারি অমর দাসের দাবি, “মাঠে উত্তেজনা সৃষ্টি করার দায় সাইয়েরই। জেলা ক্রীড়া সংস্থার সম্পদাক পীরদাস মণ্ডল বলেন, “রেফারির রিপোর্টের ভত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।” সাইয়ের তরফে কর্মকর্তা অনন্ত ঘোষ বলেন, “আমরা লিগে আর খেলব না। সকলেই যখন আমাদের বিরুদ্ধে, তখন খেলে আর কী হবে।” গোলমাল শুরু হবার সময় সাই ৩-১ গোলে এগিয়ে ছিল। এই সময় বল গ্যালারিতে চলে যাওয়ায় আরএইউসির গোলরক্ষক সাই শিবিরে বল চাইতে যান। ওই দলের কর্মকর্তা সত্যজিৎ দত্তের দাবি, “সাই বল দিতে না চাওয়ায় গোলকিপারের সঙ্গে তকর্র্ বাধে। তখন তাকে সাইয়ের লোকেরা মারতে শুরু করায় আমাদের ফুটবলাররেরাও তেড়ে যান।” অন্য দিকে, সাইয়ের কোচ অরুণ ঘোষের দাবি, “বল চাইতে এসে গোলকিপার গালিগালাজ করার জেরেই গোলমাল শুরু হয়েছিল।”

স্কুল ফুটবল
মন্তেশ্বরের সুপার সকার ক্লাব আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মালডাঙা রাজেন্দ্র মেমোরিয়াল উচ্চবিদ্যালয়। শনিবার পিপলন গ্রামের মাঠে ফাইনালে তারা টাইব্রেকারে সুচিরা মুক্তেশ্বরী উচ্চবিদ্যালয়কে ৪-৩ গোলের ব্যবধানে হারায়। ফাইনালে অংশগ্রহণকারীদের ট্রফি দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুবীর ঘোষ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অশেষ কোনার-সহ বহু বিশিষ্টেরা।

জয়ী জগদানন্দপুর
নিজস্ব চিত্র।
কাটোয়া ২ ব্লকের পঞ্চায়েত যুব ক্রীড়া ও খেল অভিযান (পাইকা) রবিবার আয়োজিত হল স্থানীয় ইসলামপুর জিএনবি ফুটবল ময়দানে। ফুটবল প্রতিযোগিতায় অগ্রদ্বীপকে টাইব্রেকারে হারায় জগদানন্দপুর। খোখো ও কবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে সিঙ্গি ও জগদানন্দপুর। দু’টি খেলারই মহিলা বিভাগে জেতে জগদানন্দপুর।

জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পাড়া ফুটবলের ফাইনাল ছিল শনিবার।
বর্ধমানের পুলিশ লাইন মাঠে তোলা নিজস্ব চিত্র।

স্মৃতি ফুটবল
নিজস্ব চিত্র।
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল সিআরএসআরসি। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা মহাবীর সঙ্ঘকে ৫-১ গোলে হারায়। এ দিনের খেলার সেরা বিজয়ী দলের প্রশান্ত বাগদি। প্রতিযোগিতার সেরা একই দলের সঞ্জয় সিংহ। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ওই দলেরই ঈশ্বর প্রসাদ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান বিজিত দলের অনিল হেলা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়, শিশির ঘোষ এবং ব্যারেটো। এ ছাড়াও ছিলেন যীশু সেনগুপ্ত-সহ চার জন অভিনেতা ও অভিনেত্রী। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আইনমন্ত্রী মলয় ঘটক। আয়োজক সংস্থার সম্পাদক রাজু ইকবাল জানান, ১৯৯২ সালে প্রয়াত কাউন্সিলর দেবাশিস ঘটক রাজীব গাঁধী নামাঙ্কিত প্রতিযোগিতা শুরু করেছিলেন। ২০০৬ সালে তাঁর মৃত্যু হওয়ার পর তাঁর নামও যোগ করা হয়েছে।

চ্যাম্পিয়ন বিভিসি
উষাগ্রাম ইউসি আয়োজিত দিন ও রাতের ফুটবলে চ্যাম্পিয়ন হল বিভিসি। উষাগ্রাম মাঠের খেলায় তারা পলস ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।

চ্যাম্পিয়ন বিসিসি
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল বিসিসি। ক্লাবের মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ৬ গোলে হারায়। ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হন বিজয়ী দলের নিতাই বাউরি। প্রাক্তন জাতীয় ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায় পুরস্কার বিতরণ করেন। এ দিন আসানসোলের তিন প্রাক্তন ফুটবলার দেবপ্রসাদ সরকার, সুকুমার দত্ত এবং নারায়ণ চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়।

চ্যাম্পিয়ন চিনাকুড়ি
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আয়োজক সংস্থা। ক্লাবের মাঠে তারা বাঘমারা বুলেট ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। ম্যাচের সেরা হন বিজয়ী দলের ইন্দ্রজিৎ সহিস ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের পিকু দাস। স্থানীয় কাউন্সিলর হলধরবাবু পুরস্কার বিতরণ করেন। আয়োজক সংস্থার সম্পাদক স্বপন পাত্র জানান, তাঁদের প্রতিযোগিতা তিন বছর অতিক্রম করল। ১৬টি দল অংশ নিয়েছিল।

জিত বার্নপুরের
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে রবিবারের খেলায় জিতল বার্নপুর পাবলিক ফ্রেন্ডস। তারা ডামড়াআরসিসিকে ৩ গোলে হারায়।

জয়ী ধেনুয়া
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবলে রবিবারের খেলায় বিজয়ী হল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। তারা লাক্সার সামলেটকে ৪-১ গোলে হারায়।

হার পলাশডিহার
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে শনিবারের খেলায় জিতল ডিএসএমএস। তারা পলাশডিহা তরুণ সঙ্ঘকে ২ গোলে হারায়।

জিতল আদিবাসী
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবলে রবিবার দ্বিতীয় সেমিফাইনালে জিতল সত্তা আদিবাসী ক্লাব। তারা মেঝানডিহি আদিবাসী ক্লাবকে ৩ গোলে হারায়। শনিবার প্রথম সেমিফাইনালে পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব মোহনপুর এফসিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আয়োজক সংস্থার সম্পাদক নিমাই রাউত জানান, ১৬ সেপ্টেম্বর ফাইনাল হবে।

জয়ী বীরভানপুর
চলছে অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। ছবি: বিশ্বনাথ মশান।
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবলের প্রথম খেলায় জিতল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা ডায়মা ক্লাবকে ৩ গোলে হারায়। অমিত মাঝি দু’টি এবং অমিয় মাঝি একটি গোল করেন।

হার এফআরসির
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের রবিবারের ওভাল মাঠের খেলায় জিতল অরবিন্দ ফুটবল অ্যাকাডেমি। এফআরসিকে তারা ৪ গোলে হারায়। এই খেলায় সেরা সন্তোষ হেমব্রম। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় জেতে ছাত্র সঙ্ঘ। তারা ইউএসসিকে ৫ গোলে হারায়। খেলার সেরা অমিত মজুমদার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.