স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র উত্তেজনা ছড়াল ইসলামপুরে। বৃহস্পতিবার ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকাতে ঘটনাটি ঘটেছে। সিপিএম এর অভিযোগ, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে গাড়ি আটকে, পরে সিপিএমের পার্টি অফিসে হামলা চালায় কংগ্রেস কর্মী-সমর্থকেরা। সেই সময়ে গুলি ও ঢিল ছোড়ার অভিযোগও রয়েছে। এক সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হন। তাকে ইসলামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কথা শুনলেও বোমাবাজির কোনও খবর নেই।” সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ, এ দিন দুপুরে তারা ইসলামপুরের মাটিকুন্ডা স্কুলে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় তাদের গাড়ি আটকে রেখে হামলা চালানো হয়। সিপিএম এর ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “আমাদের কর্মী-সমর্থকেরা যাতে মনোনয়ন না জমা করতে পারেন, সে কারণে হামলা চালায় কংগ্রেসিরা। আমাদের পার্টি অফিসে হামলা চালায়। তারা পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে আমাদের এক সমর্থক মহম্মদ আফাজউদ্দিন আহত হয়। তার তলপেটে গুলি লেগেছে।” স্কুল সূত্রে খবর, এদিন ওই স্কুলে মোট ৬টি আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে। সিপিএম এর দাবি, তারা ৮ টি মনোনয়ন পত্র জমা করেছে। কংগ্রেস সূত্রে খবর তৃণমৃলকে সঙ্গে নিয়ে তারা ৬ টি মনোনয়ন জমা করেছেন। পুরো বিষয়টি অস্বীকার করে কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য জাকির হুসেন বলেন, “পুরো বিষয়টি ভিত্তিহীন। আমরা তৃণমূলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে দাঁড়িয়েছি। ওই ঘটনায় ওরা ভয় পেয়ে নিজের লোকেদের দিয়ে ওই কাজ করিয়ে আমাদের নাম জড়ানোর চেষ্টা করছে।” মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান তথা ওই এলাকার তৃণমূলের সদস্য বলরাম মোদকও বিষয়টি সাজানো বলে দাবি করেন। তিনি বলেন, “কংগ্রেসের কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা করতে যাওয়ার সময় সিপিএর কর্মী সমর্থকেরা আমাদের উপর হামলা চালায়। তাঁরা আমাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ওদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করব।”
|
দুই দাবিতে দুই দফায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ হল। দুর্ভোগে পড়লেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে এবং বিকালে ঘটনাটি ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে করণদিঘিতে। বেহাল রাজ্য সড়ক ও জাতীয় সড়ক সংস্কার করার দাবিতে অবরোধটি করেন ব্যবসায়ী ও বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রাজ্য সড়ক। বেহাল দশা ৩৪ নম্বর জাতীয় সড়কেরয় প্রশাসনকে বারবার বলেও সুরাহা হয়নি। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের প্রতিশ্রুতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। করণদিঘির বিডিও শম্ভুদীপ সরকার জানান, বিষয়টি উত্তর দিনাজপুরের জেলাশাসকে জানানো হয়েছে। এর পরে বিকাল ৪টা নাগাদ দ্বিতীয় অবরোধটি হয় ওই জাতীয় সড়কের মালদহের বৈষ্ণবনগরের ১৬ মাইলে। পাটের ন্যয্য মূল্যে ও মালদহের বরিন্দ এলাকাকে খরা ঘোষনার দাবিতে সিপিএম কৃযকসভার সদস্যরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একঘন্টা অবরোধ বিক্ষোভের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট হয়। নিত্যযাত্রী থেকে দুরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কৃষক সভার জেলা সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, “পাঁচ হাজার টাকা কুইন্ট্যাল পাটের দাম করতে হবে। বৃষ্টির অভাবে বরিন্দ এলাকায় বেশিরভাগ জমিতে চাষাবাদ হয়নি। তাই খরা ঘোষণা করতে হবে।”
|
প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জয়েন্ট বিডিওকে শোকজ করলেন মহকুমা শাসক। পাশাপাশি মহকুমাশাসককে কিছু না জানিয়েই ব্লক ছেড়ে চলে যাওয়ায় বিডিওর বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে তাঁকে দ্রুত কাজে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
|
চুক্তি নবিকরণের দাবিতে রিলে অনশন শুরু করলেন এনবিএসটিসি-র ২৯ কন্ডাক্টর। কোচবিহারে ডিভিশন্যাল ম্যানেজারের দফতরের সামনে বৃহস্পতিবার অনশন শুরু হয়।
|
স্কুলের পরিচালন সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস-সিপিএম সংঘর্ষ হল ইসলামপুরের মাটিকুন্ডায়। এক সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। |