বহরমপুরে মৃত তরুণী, জেলাতেও ছড়াচ্ছে ডেঙ্গি
লকাতা ও সংলগ্ন এলাকা থেকে ডেঙ্গি ছড়িয়ে পড়েছে জেলাতেও। ডেঙ্গি ছড়িয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়িতে। মুর্শিদাবাদে এ দিন ডেঙ্গিতে এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্গাপুরে এর আগে ডেঙ্গিতে দু’জনের মৃত্যু হয়েছে।
বহরমপুর ও মুর্শিদাবাদ মিলে দু’টি পুরসভা এবং ৭টি ব্লক এলাকায় ডেঙ্গির সংক্রমণ ঘটেছে। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “ওই এলাকা গুলি থেকে কয়েকদিনের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত মোট ২৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি ৭ জন। ৩ জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”
তার মধ্যে ১০ জনেরই বাড়ি বহরমপুর পুরসভা এলাকায়। বাকিদের বাড়ি ভগবানগোলা, রানিতলা, ডোমকল, বেলডাঙা, রেজিনগর ও নবগ্রাম ব্লক এবং মুর্শিদাবাদ পুরসভা এলাকায়। বহরমপুর সদর হাসপাতালেই মারা যান রানিনগরের নবিপুরের বাসিন্দা খেতমজুর লালন মল্লিকের স্ত্রী নুজেরাবিবি (১৯)।
পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৩২। তাঁদের মধ্যে ১৪ জনের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হুগলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের রক্তের ‘এনএস-১’ পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে। তাঁদের রক্তের নমুনা ‘এমসি-অ্যালাইজা’ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শ্রীরামপুর ওয়ালশ এবং আরামবাগ হাসপাতালে যথাক্রমে ৩ জন এবং ৫ জন রোগীর রক্তের ‘এনএস-১’ পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালেও এমন দু’জন রোগী রয়েছেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার তাঁরা ২২ জনের রক্তের নমুনা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পরীক্ষার জন্য।
রিপোর্ট এখনও হাতে আসেনি। শুক্রবার আরও কয়েক জনের রক্তের নমুনা পাঠানো হবে কলকাতায়।
মহকুমা হাসপাতালগুলিতে ‘এনএস-১’ পরীক্ষা হলেও জেলার সদর হাসপাতালে কেন তা হচ্ছে না, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে রোগীদের আত্মীয়-স্বজনের মধ্যে। ওই হাসপাতালের এক কর্তা জানান, সেখানে ‘এনএস-১’ পরীক্ষার পরিকাঠামো থাকলেও সরকারি নির্দেশ অনুযায়ী সেই পরীক্ষার জন্য কলকাতায় রক্তের নমুনা পাঠানো হচ্ছে।
জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার সরকারি ভাবেই জানানো হয়েছে যে, ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত। নার্সিংহোম ও অন্য সূত্রে জানা গিয়েছে, শহর ও লাগোয়া এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্তত ২৫ জন। পাশাপাশি, জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি উত্তর দিনাজপুরের এক বাসিন্দার শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে। বৃহস্পতিবার তার শরীরে ডেঙ্গির জীবাণু রয়েছে বলে জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.