টুকরো খবর |
অশোকের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূল নেতাদের নির্দেশে পুলিশ কমিশনারেটের অধীন থানাগুলি কাজকর্ম করছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার তিনি বলেন, “কমিশনারেট হওয়ার পরে শিলিগুড়িতে একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়ছে না। সেখানে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করছেন। এটা থেকে স্পষ্ট তৃণমূল নেতাদের নির্দেশে থানা চলছে। এর বিরুদ্ধে আন্দোলন হবে।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি গৌতম দেব অবশ্য বলেন, “মনগড়া অভিযোগ। কোথায় তৃণমূল নেতারা হস্তক্ষেপ করেছেন নির্দিষ্ট তথ্য দিন। কমিনশনারেট হওয়ার পরে ভাল কাজকর্ম হচ্ছে। অপরাধের সংখ্যা বাড়েনি। আসলে বাম সরকারের সময় সমস্ত কিছুকে একটা ধংস্বস্তূপে পরিণত করা হয়েছে। স্বজনপোষণের চূড়ান্ত করেছেন তাঁরা। এখন ভাল কাজ তারা সহ্য করতে পারছে না।” অশোকবাবু জানান, ৮ সেপ্টেম্বর দার্জিলিং জেলা বামফ্রন্টের বৈঠক আছে। ওই বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে। পাশাপাশি, ডেঙ্গি মোকাবিলা নিয়ে অশোকবাবু বলেন, “ডেঙ্গির জন্য মুখ্যমন্ত্রী বা কাউকে দোষারোপ করে লাভ নেই। ডেঙ্গি রোধ করার জন্য প্রস্তুতি থাকা দরকার। শিলিগুড়ি পুরসভার বর্তমান কর্তৃপক্ষ যে অপদার্থতার পরিচয় দিচ্ছেন তাতে তার মোকাবিলা করা সম্ভব হবে না। এটা উদ্বেগজনক।” মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ডেঙ্গি মোকাবিলায় আগাম শহরে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। শিলিগুড়িতে মারণ জ্বরের সময় বাম নেতা কাউন্সিলররা এলাকা ছেড়ে পালিয়ে যান। অশোকবাবুদেরও একটা দায়িত্ব আছে, সেটাও মনে রাখা উচিত।”
|
হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মদ্যপ অবস্থায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে মঞ্চে ওঠে এক শিক্ষককে হেনস্থা করার অভিযোগে এক ছাত্র সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগডোগরা কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। বৃহস্পতিবার তিনি বাগডোগরা থানায় ওই অভিযোগ করেন। এদিন অধক্ষ্য দাবি করেন, বুধবার অনুষ্ঠানের শেষে দিকে কলেজের ইংরেজি বিভাগের প্রধান শৌনক সমাজদারের একটি গানের দল মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করছিলেন। সে সময় কলেজের হিন্দি দ্বিতীয় বর্ষের এক ছাত্র সহ পাঁচ জন মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে ওই শিক্ষককে নিগৃহীত করেন। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “দোষীদের গ্রেফতার করা হবে।” কংগ্রেস নেতা অমিতাভ সরকার বলেন, “অধ্যক্ষ ভুল বলছেন। সব ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের দিকে ঝুঁকে যাওয়ায় পরিকল্পিত ভাবে আমাদের উপরে আক্রমণ হচ্ছে।”
|
অপহরণের চেষ্টা ব্যর্থ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে বিফল হয়ে শূন্যে চার রাউন্ড গুলি ছুঁড়ে পালাল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কুমারগ্রাম থানার পাগলার হাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয় তাঁর নাম মুন্না গুপ্তা। ওই এলাকাতেই তাঁর বাড়ি।ল বাড়ির পাশে মুন্নাবাবুর মুদির দোকান রয়েছে। ঘটনার সময় তিনি দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি পুলিশকে যে বিবরণ দিয়েছেন, ভুটানের দিক থেকে একটি বাইকে চেপে ২ জন তাঁর দোকানের সামনে যায়। দু’জনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তাঁকে জোর করে বাইকে তোলার চেষ্টা করেন তারা। তিনি চিৎকার শুরু করলে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা সেখানে ছুটে যান। সে সময় দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে ফের ভুটানের দিকে চলে যায়। একসময় কুমারগ্রাম কেএলও জঙ্গিদের ঘাঁটি ছিল। এদিনের ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। আলিপুদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “পুলিশ গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
|
পুর-ব্যর্থতার নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পানীয় জল সরবরাহের ক্ষেত্রে ‘পরিষেবা ফি’ আদায়ে শুরু থেকেই পুর কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে সরব হলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডেপুটি মেয়র বলেন, “পানীয় জল সরবরাহের ক্ষেত্রে কারা পরিষেবা ফি দিচ্ছেন আর কারা দিচ্ছেন না শুরু থেকেই সে ব্যাপারে কোনও তথ্য সংগ্রহ করে রাখা হয়নি। এই খাতে অন্তত ৩ কোটি টাকা বাসিন্দাদের কাছে পাবে পুরসভা। তা আদায়ের দিকে গুরুত্ব দেওয়া হবে।” বাম জমানায় দীর্ঘদিন ধরে জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ ছিলেন মুকুল সেনগুপ্ত। তিনি বলেন, “আমার সময় ৮৫ শতাংশ ফি সংগ্রহ করা হত। গত ৩ বছর ক্ষমতায় এসে রঞ্জনবাবুরাই কোনও হিসেব রাখতে পারেননি। তাদের সরকার বাসিন্দাদের জল সরবরাহের জন্য টাকা নেবেন না বলেছিলেন। অথচ রঞ্জনবাবু ওই পরিষেবা দিতে ফি সংগ্রহের জন্য ব্যস্ত হয়েছেন কেন? তাদের তো নিখরচায় পরিষেবা দেওয়া উচিত।” জল সরবরাহ বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ অরিন্দমবাবু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই জল পরিষেবা ফি সংগ্রহের ব্যাপারে কোনও বিস্তারিত নথি ছিল না। তিনি দায়িত্ব নিয়ে বাণিজ্যিক ভবনের কোথায় পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে তার তালিকা তিনি বরো ভিত্তিতে তৈরি করেন।
|
শিলিগুড়িতে যাদু প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
পি সি সরকার (জুনিয়র)-এর ইন্দ্রজাল দেখার সুযোগ পাচ্ছেন শহরবাসী। বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছেছেন তিনি। আজ, শুক্রবার থেকে দীনবন্ধু মঞ্চে তিনি এবং তাঁর মেয়ে মানেকার যাদু প্রদর্শনী শুরু হচ্ছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১০ দিন যাদু দেখাবেন তাঁরা। উদ্বৃত্ত অর্থ পানুদত্ত মজুমদার টেবল টেনিস স্কুল এবং ক্যান্সার রোগীদের সাহায্যার্থে মেয়রের ত্রাণ তহবিলে জমা করা হবে। এ দিন পি সি সরকার বলেন, “শিলিগুড়িতে ১৯৬২ সালে প্রথম প্রদর্শনী করে কেরিয়ার শুরু করি। এখানে প্রদর্শনী করে সব থেকে বেশি আনন্দ পাই।”
|
দলীয় প্রধানের অপসারণ দাবি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
দলীয় প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার লাটাগুড়ি পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। এ দিন স্থানীয় তৃণমূল কর্মীরা পঞ্চায়েত দফতরে গিয়ে প্রধান গোবিন্দ দাসের পদত্যাগ দাবি করেন। প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহার ও পঞ্চায়েতে সময় না দেওয়ার অভিযোগ আনা হয়। মালবাজার পঞ্চায়েত সমিতির সদস্য এবং ক্রান্তি ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, “দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে। তাই প্রধানকে সরে যেতে বলা হয়েছে।” পঞ্চায়েত সূত্রের খবর, এর পরে গোবিন্দবাবু একটি পদত্যাগপত্র দফতরে রেখে চলে যান। যদিও মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ২০০৯ থেকে গোবিন্দবাবু প্রধানের দায়িত্বে আছেন। বিডিও প্রেমবিভাস কাঁসারি বলেন, “প্রধানের পদত্যাগপত্র পাইনি।”
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাতে অভিযান চালিয়ে উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার মহাবীরস্থান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও সমাজ কল্যাণ সংস্থার ব্যবসায়ীরা শিলিগুড়ির মেয়রকে স্মারকলিপি দেন। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”
|
ধর্ষণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
খুনের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভক্তিনগর থানায় ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে বাড়িতে একা পেয়ে বধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
|
জয়ী তৃণমূল |
জয়গাঁ ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির দখল নিল তৃণমূল শিক্ষা সেল। বৃহস্পতিবার সভাপতি নির্বাচিত হন তৃণমূল শিক্ষা সেলের রাজ্য কোর কমিটির সদস্য দিলীপ রায়। সভাপতি ছিলেন আরএসপির আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নির্মল দাস। দিলীপ রায় বলেন, “কলেজ পরিচালন সমিতিতে তৃণমূল শিক্ষা সেলের প্রভাব বাড়ল।”
|
ছেলেকে খুনে ধৃত |
বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু হল। মালবাজারের ক্রান্তি ফাঁড়ি এলাকার যোগেশচন্দ্র চা বাগানে বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে। বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। |
|