টুকরো খবর
টানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, ব্যাহত চলাচল
লালপুর রাস্তা দিয়ে বইছে পাতলই নদী। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।
টানা বৃষ্টির জেরে পুরুলিয়া জেলার বিভিন্ন রাস্তায় নীচু সেতু জলমগ্ন হয়ে পড়ায় যানবাহণ চলাচল ব্যাহত হয়ে পড়েছে। কিছু রাস্তায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। পুরুলিয়ার উপকৃষি অধিকর্তা অশ্বিনীকুমার কুণ্ডু বলেন, “বুধবার সকাল থেকে এ দিন সকাল পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৪৯.১০ মিলিমিটার। প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল থেকে রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় বান্দা জোড়ের উপর কালভার্টে জল বইতে থাকায় রঘুনাথপুর ২ ব্লকের চেলিয়ামার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।একই সমস্যা হয় কাশীপুর-বাঁকুড়া রাস্তায় দ্বারকেশ্বর নদের উপর কাশীপুর থানার কাপিষ্ঠা সেতুতেও। দু’টি জায়গায় বিকেলের পর জল কিছুটা নামে। হুড়া-কাশীপুর রাস্তায় সিমলা গ্রামের কাছে একটি জোড়ের উপরের সেতুও জলমগ্ন হয়ে পড়ায় আদ্রার সঙ্গে হুড়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। হুড়া থানার কেশরগড়-হুড়া রাস্তায় পাতলই সেতুটি জলের তলায় চলে যাওয়ায়। জয়পুর ব্লকের জয়পুর-পুন্দাগ রাস্তায় শশীমোড়ের সেতুটিও জলমগ্ন হয়ে পড়ে। কৃষি দফতর জানিয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে জয়পুরে, ৪২৫ মিলিমিটার। এরপর রয়েছে হুড়া ব্লক। সেখানে বৃষ্টি হয়েছে ২০৪.২ মিলিমিটার। তবে এ দিন দুপুরের পরে জেলায় বৃষ্টি কমেছে। প্রবল বৃষ্টিতে আদ্রার আপার বেনিয়াসোলের একাংশ জলবন্দি হয়ে পড়ে।

সিআইডি-র কাছে তথ্য চাইল পুলিশ
ঋণ দেওয়ার নাম করে লোকজনকে প্রতারিত করার অভিযোগে ধৃত হায়দরাবাদের যুবক হেমন্ত রাও বুরাদা সর্ম্পকে সিআইডি’র কাছে কোনও তথ্য আছে কি না তা জানতে চাইল বাঁকুড়া পুলিশ। পাশাপাশি তাঁকে জেরা করে পাওয়া দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের বিষয়ে খোঁজ শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “তদন্তে জানা গিয়েছে হেমন্তের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ওই দূু’টি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন সর্ম্পকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।” তিনি জানান, হেমন্ত কত দিন ধরে এই কাজে যুক্ত তা জানার চেষ্টা করা হচ্ছে। আর কেউ প্রতারিত হয়েছেন, কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তবে জেলা পুলিশের এক আধিকারিক জানান, হেমন্ত রাও বুরাদা এ রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও ভুয়ো সংস্থার নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছেন বলে কিছু খবর পাওয়া গিয়েছে। তাই সিআইডি-র কাছে তাঁর সর্ম্পকে জানতে চাওয়া হয়েছে। এই কাজে হেমন্তের সঙ্গে আরও একজন জড়িত রয়েছে বলে পুলিশের দাবি। ইন্টারনেটে হেমন্তের ওই ভুয়ো ঋণদান সংস্থার বিজ্ঞাপন দেখে বাঁকুড়ার সুজয় দে নামে এক যুবক ঋণের জন্য অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হয়েছিলেন। উত্তর ২৪ পরগনার ঘোলার এক যুবকের সাহায্যে গত শনিবার তাঁরা দু’জনে খড়দহ এলাকায় পাকড়াও করেন। মঙ্গলবার বাঁকুড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আড়শার স্কুলে তালা
স্কুলের এক শিক্ষকের সঙ্গে এক অস্থায়ী কর্মী অসম্মানজনক আচরণ করেছেন বলে অভিযোগ তুলে তাঁর শাস্তি দাবি করলেন পড়ুয়ারা। সেই দাবিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিনভর তালা বন্ধ করে রাখল তারা। বৃহস্পতিবার আড়শা থানা এলাকার পুয়াড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনাতন কুমার বলেন, “বুধবার ক্লাশঘর খোলা নিয়ে এক শিক্ষকের সঙ্গে অস্থায়ী কর্মীর সামান্য কথা কাটাকাটি হয়। তাকে স্কুল থেকে সরানোর দাবিতে কিছু ছাত্র আমাকে তালা বন্ধ করে রাখে।” পড়ুয়াদের দাবি, শিক্ষকের সঙ্গে চূড়ান্ত অসম্মানজনক ব্যবহার করা ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না বলে আমরা বাধ্য হয়ে তালা দিয়েছি।”

প্রশিক্ষণ শিবির
প্রতিবন্ধী শিশুর মায়েদের সরকারি সুবিধা সমন্ধে ওয়াকিবহাল করতে ও আর্থিক ভাবে স্বনির্ভর করতে চার দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল বড়জোড়ায়। কেন্দ্রীয় শ্রমিক শিক্ষা বোর্ড-এর সহযোগিতায় স্থানীয় একটি প্রতিবন্ধী শিশুদের স্কুল এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার শিবিরের প্রথম দিনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) সুশান্ত চক্রবর্তী-সহ বিশিষ্টজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.