টুকরো খবর |
বৃষ্টিতে ক্ষতি ৮৩টি গ্রামে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’দিনের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জমিতে জল জমেছে। ফলে চাষ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জেলার সব মিলিয়ে ৮৩ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” তবে দু’দিন ধরে বৃষ্টি চলায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাষিরা। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে অফিস কর্মচারী, সকলেই সমস্যায় পড়েন। বৃষ্টির প্রভাবে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। জেলা প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে ২৯ টি ব্লকের মধ্যে মূলত ৮ টি ব্লকের কিছু এলাকাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্লকগুলি হল মেদিনীপুর (সদর), কেশপুর, গড়বেতা- ১, ২ ও ৩, দাসপুর- ১, চন্দ্রকোনা- ১ ও ২। ৮ টি পুরসভার মধ্যে ক্ষীরপাই পুরসভার কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। |
|
টানা বৃষ্টিতে পারাং নদী ছাপিয়ে ভেসেছে কেশপুরের আমড়াকুচি। ছবি: কিংশুক আইচ। |
ওই সূত্রের খবর, প্রাথমিক ভাবে যে রিপোর্ট এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে, সবমিলিয়ে প্রায় ৩২১ টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি সবই কাঁচা বাড়ি। প্রায় ২ হাজার ৮৯ টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির জেরে সবমিলিয়ে প্রায় ১৮ হাজার ৬৪ মানুষ সমস্যায় পড়েছেন। এঁদের রুজি- রোজগারে টান পড়ছে। পিংলা ব্লকে প্রায় ৪ হেক্টর জমিতে জল জমে রয়েছে। তবে, এই বৃষ্টিতে চাষের সুবিধা হবে বলেই জানিয়েছে কৃষি দফতর। এ বার অগষ্ট মাসেও আশানুরূপ বৃষ্টি হয়নি। ফলে, জেলার অনেক জায়গায় জমিতে ধান রোয়ার কাজ ধাক্কা খেয়েছে। গত কয়েক বছরে এই সময় প্রায় ৯০ শতাংশেরও বেশি জমিতে রোওয়া হয়ে যেত। এ বার তা হয়নি। টানা বৃষ্টির ফলে চাষের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
|
যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। নাম সুকান্ত মাইতি (৩৬)। বাড়ি দাসপুরের কলোড়ায়। বৃহস্পতিবার সকালে দাসপুরের নাড়াজোলে কাঁসাই নদীর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় সুকান্তবাবুর দেহটি উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঘাটালে পাঠানো হয়। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। দাসপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “তদন্ত শুরু করেছি। ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে।” পুলিশ সূত্রে খবর, সুকান্তবাবু দাসপুরে সদ্য গজিয়ে ওঠা একটি বেসরকরি আর্থিক সংস্থার এজেন্ট ছিলেন। বর্তমানে থাকতেন নাড়াজোলের একটি আশ্রমে। আশ্রমটি তাঁর দাদার। এলাকার অনেকেই ওই সংস্থায় টাকা জমা দিয়েছিলেন। সম্প্রতি ওই সংস্থা আমানতকারীদের চুক্তিমতো টাকা ফেরত না দিতে পারায় গণ্ডগোল হয়। এমনকি সংস্থার অফিসে চড়াও হন স্থানীয়রা। পরে সমস্যা মেটাতে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বরা একটি বৈঠকে বসেন। তাতে কিছুদিনের মধ্যে সংস্থার তরফে সবাইকে চুক্তিমতো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, এখন ওই সংস্থাটি নাম পরিবর্তন করে ফেলেছে। যদিও অফিসটি রয়েছে। তবে এ দিন ওই সংস্থায় অফিসে গিয়ে দেখা যায় সেটি বন্ধ। ওই ঘটনার পর থেকেই সুকান্তবাবু মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। কারণ আমানতকারীরা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাঁর উপর চাপ দিতে থাকেন। সুকান্তবাবুর দাদা স্বামী দয়ানন্দ বলেন, “ভাই সংস্থার এজেন্ট ছিল মাত্র। ওই ঘটনার পর থেকেই মানসিক চাপে ভুগছিল ও।” তিনি জানান, সুকান্তবাবুর একটি মোবাইল পাওয়া যাচ্ছে না, তবে অন্যটি পুলিশকে দিয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
চিকিৎসককে গুলি, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গ্রামীণ চিকিৎসকের উপর হামলার ঘটনায় ডমন মুর্মু ওরফে ‘ভোটা’ নামে বছর চব্বিশের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বিনপুরের এড়গোদায়। পুলিশের দাবি, বুধবার এড়গোদা এলাকা থেকেই ডমনকে ধরা হয়। বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় জামবনির পড়িহাটি চকে নিজের বাড়ির লাগোয়া চেম্বারেই আক্রান্ত হন স্থানীয় গ্রামীণ-চিকিৎসক স্বপন বন্দ্যোপাধ্যায়। তলপেটে গুলিবিদ্ধ স্বপনবাবুকে প্রথমে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়। পুলিশের দাবি, আততায়ীকে সেদিন স্বপনবাবু ও তাঁর পরিজনেরা চিনে ফেলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ডমনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডমনের এক সম্পর্কিত দাদার কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন স্বপনবাবু। তারই কিছু টাকা বকেয়া ছিল। সেই টাকা আদায় করতে মঙ্গলবার সন্ধ্যায় স্বপনবাবুর চেম্বারে ডমন গিয়েছিল বলে পুলিশের দাবি। স্বপনবাবুর সঙ্গে বচসা ও ধস্তাধস্তির মধ্যেই পিস্তল থেকে গুলি চালিয়ে ডমন চম্পট দেয়। ডমন কোথা থেকে পিস্তলটি সংগ্রহ করেছিল তা এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ চলছে।
|
কংগ্রেস নেতাকে মারধর, নন্দীগ্রামে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
স্কুল ভোটে প্রার্থী হতে চাওয়ায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যুব কংগ্রেসের দাউদপুর অঞ্চল সভাপতি রবিউল ইসলামকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের তিন কর্মীর বিরুদ্ধে। দাউদপুর শিক্ষাসদন নামে ওই স্কুলে ভোট ২৩ সেপ্টেম্বর। রবিউলের অভিযোগ, “স্কুল ভোটে প্রার্থী হওয়ার জন্য আমি ও দলের কয়েকজন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তা জেনেই তৃণমূল কর্মীরা বুধবার সন্ধ্যায় আমাকে মারধর করে। তারপরে রাতে বাড়ি ফিরেও দেখি ওরা আমার খোঁজ করছে। তাই সারা রাত প্রাণভয়ে কলাবাগানে লুকিয়েছিলাম।” নন্দীগ্রামের ব্লক তৃণমূল সভাপতি মেঘনাদ পাল অবশ্য বলেন, “রবিউলকে কেউ মারধর করেননি। আমাদের কয়েকজন কর্মীর সঙ্গে বচসার সময় ধাক্কাধাক্কি হয়েছিল মাত্র।” রবিউলের দাবি, বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করার পরে পুলিশ স্থানীয় তৃণমূল নেতাদের ডেকে পাঠিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিল। তবে নন্দীগ্রাম থানার ওসি সে কথা স্বীকার করেননি। তিনি শুধু বলেন, “লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।” তৃণমূল নেতা মেঘনাদবাবু অবশ্য বলেন, “বিষয়টি নিয়ে আলোচনার জন্য পুলিশ আমাদের ডেকেছিল। গিয়েছিলাম। আমার বলেছি উত্তেজনা ছড়ানোর কিছু নেই।” জেলার পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
|
ল্যান্ডমাইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লালগড়ের বনিশোল ও মেদিনীপুর সদর ব্লকের কাননডিহি সংলগ্ন জঙ্গল থেকে দু’টি ল্যান্ডমাইন উদ্ধার করল যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এই দুই এলাকায় তল্লাশি চলে। মাইন দু’টি মাটিতে পোঁতা ছিল। মাইনগুলি উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। কাননডিহির পাশের জঙ্গল থেকে একটি একনলা বন্দুকও উদ্ধার করেছে যৌথ বাহিনী। সঙ্গে ১ রাউন্ড গুলি। আরও কিছু গুলি ছড়িয়ে -ছিটিয়ে ছিল। তবে সেগুলি নিষ্ক্রিয় ছিল। নাশকতার উদ্দেশ্যেই ল্যান্ডমাইন পোঁতা হয়েছিল বলে অনুমান। তদন্ত শুরু হয়েছে। এক সময় এই দুই এলাকাতেই মাওবাদী সক্রিয়তা ছিল।
|
জন্মশতবর্ষে উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ঈশ্বরচন্দ্র প্রামাণিকের জন্ম শতবর্ষ পালিত হল সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদনে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী প্রমুখ। একটি স্মরণিকা প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র প্রামাণিকের জীবন- কর্মধারা বিষয়ক আলোচনাসভাও হয়েছে। দুপুরে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হয়। চ্যাম্পিয়ন হয়েছে বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন। ১৬ টি দল যোগ দিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভক্তিরঞ্জন মাইতি, পরিচালন সমিতির সম্পাদক রামপদ সাহুও।
|
নভেম্বর থেকে লেভি সংগ্রহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চাষিদের থেকে ধান কেনা বা লেভি সংগ্রহ নিয়ে জটিলতা এড়াতে আগাম তৎপর হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার মেদিনীপুরে এক বৈঠকে ব্লক ও মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য স্থানীয় বিধায়কদের কাছে তালিকাও চাওয়া হয়েছে। বিধায়কদের সঙ্গে আলোচনা করেই ধান কেনার জায়গা নির্দিষ্ট হবে। প্রতি বছরই ধান কেনায় দেরি হয় নানা কারণে। সমস্যা ঠেকাতে এ দিনের বৈঠকে খাদ্য দফতর, কৃষি দফতরের প্রতিনিধি, চাষি ও ধানকল মালিকরা ছিলেন। অতিরিক্ত জেলাশাসক রজতকান্তি সাইনি বলেন, “অভাবী বিক্রি বন্ধে এ বার আগে থেকে লেভি সংগ্রহে উদ্যোগী হয়েছি। নভেম্বর থেকে লেভি সংগ্রহ করতে চাই।”
|
রাজ কলেজ খুলল ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আবাসিক পড়ুয়ারা সাময়িক ভাবে আন্দোলন স্থগিত রাখায় বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম রাজ কলেজে পঠনপাঠন শুরু হল। হস্টেল-সংক্রান্ত নানা দাবিতে আবাসিক পড়ুয়াদের বিক্ষোভে মঙ্গলবার কলেজ খোলা যায়নি। বুধবার কলেজে সব পক্ষকে নিয়ে এক বৈঠক ডাকেন অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ী। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত ও প্রশাসনের আধিকারিকেরা। পূর্ত আধিকারিকেরা উপযুক্ত আশ্বাস দেওয়ায় বৃহস্পতিবার থেকে সাময়িক ভাবে আন্দোলন প্রত্যাহার করে নিতে সম্মত হয় আবাসিক ছাত্রছাত্রীরা। তবে আবাসিক পড়ুয়ারা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না-হলে আগামী দিনে তাঁরা ফের আন্দোলনের পথে যাবেন।
|
‘বধূ নির্যাতন’, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পটাশপুর থানা এলাকার খড়াই গ্রামের ধৃত চন্দন নন্দকে বৃহস্পতিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। চন্দন ও মিঠু নন্দের প্রায় ১৮ বছরের দাম্পত্যজীবন। তাঁদের দু’টি সন্তান রয়েছে। চন্দন, স্ত্রী-র সঙ্গে যৌথ মালিকানায় মালবাহী একটি গাড়ি কিনে রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন। মাস তিনেক আগে পুলিশ চন্দনকে বেআইনি গ্যাস সিলিন্ডার-সহ গ্রেফতার করে। তাঁর দু’মাসের হাজতবাস হয় এবং পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে। পরে জামিনে মুক্ত হলেও বাজেয়াপ্ত গাড়িটি ফেরত না পাওয়ায় উপার্জন বন্ধ হয়ে যায় চন্দনের। এই নিয়ে সাংসারিক অশান্তি চলতে থাকে। বুধবার পুলিশের কাছে চন্দনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন মিঠুদেবী। ওই দিনই বিকেলে থানায় এসে আত্মসমর্পণ করেন চন্দন।
|
বোমা ফেটে আহত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
বোমা ফেটে আহত হলেন এক মহিলা। বুধবার বিকেলে এগরা-২ ব্লকের বাথুয়াড়ি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, কাজল করণ নামের ওই মহিলাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে এগরা মহকুমা হাসপাতালে পরে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার স্বামী স্বপন করণ পলাতক। |
|