মঞ্চ গড়ে আন্দোলনে মেদিনীপুরের পুরকর্মীরা
দাবি আদায়ে সমন্বয় মঞ্চ গড়ে আন্দোলন শুরু করলেন মেদিনীপুর পুরসভার কর্মীরা। বাম -ডান দুই সংগঠনের কর্মীরাই যৌথ মঞ্চ গড়েছেন। পুরপ্রধান প্রণব বসুকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী ১১ অগস্ট পুরসভার সামনে অবস্থান -বিক্ষোভ কর্মসূচিও হবে। মঞ্চের তরফে সমীর প্রামাণিক বলেন, “বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। আগেও পুর -কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা হয়েছে। তবে তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়নি।” পুরপ্রধানের আশ্বাস, “দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
কংগ্রেস -তৃণমূল জোট পরিচালিত পুরসভার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে ডানপন্থী বামপন্থী, দুই শিবিরেরই সংগঠন যোগ দিয়েছে। মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ কংগ্রেস (এমএমইসি ) , মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এমএমইএ ) মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ ফেডারেশন (এমএমইএফ ) এই তিনটি সংগঠন মিলে সমম্বয় মঞ্চ তৈরি করেছে। বুধবার দুপুর থেকে ‘প্রতীকী’ বিক্ষোভ শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে ১০ অগস্ট পর্যন্ত।
ছ’দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন পুর -কর্মীরা। দাবিগুলি হল ’৯৫ সাল থেকে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, অবসরগ্রহণকালীন প্রাপ্য গ্র্যাচুইটির ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া, প্রভিডেন্ট ফান্ডের বকেয়া প্রায় কোটি টাকা অবিলম্বে জমা দেওয়া, পুর -কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া ব্যাঙ্ক ঋণের প্রায় ৮৬ হাজার টাকা জমা দেওয়া প্রভৃতি। গাড়ি -দুর্নীতির তদন্তেরও দাবি জানিয়েছে সমন্বয় মঞ্চ। মঞ্চের বক্তব্য, পুরসভায় একটি ভাড়া গাড়ি রয়েছে, তা সত্ত্বেও একটি গাড়ি ভাড়া করা হয়েছে। জন্য প্রতি মাসে বহু টাকা খরচ হচ্ছে। পাশাপাশি, মিনি মার্কেটের দোকানঘর সংস্কার বিলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করার দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন। নানা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান - বিক্ষোভ করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ডেপুটেশনও দেওয়া হয়। সমিতির বক্তব্য, সমাজের প্রতিটি ক্ষেত্রের মতো আজ শিক্ষাক্ষেত্রও আক্রান্ত। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.