|
|
|
|
মঞ্চ গড়ে আন্দোলনে মেদিনীপুরের পুরকর্মীরা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাবি আদায়ে সমন্বয় মঞ্চ গড়ে আন্দোলন শুরু করলেন মেদিনীপুর পুরসভার কর্মীরা। বাম -ডান দুই সংগঠনের কর্মীরাই যৌথ মঞ্চ গড়েছেন। পুরপ্রধান প্রণব বসুকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আগামী ১১ অগস্ট পুরসভার সামনে অবস্থান -বিক্ষোভ কর্মসূচিও হবে। মঞ্চের তরফে সমীর প্রামাণিক বলেন, “বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। আগেও পুর -কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা হয়েছে। তবে তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়নি।” পুরপ্রধানের আশ্বাস, “দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”
কংগ্রেস -তৃণমূল জোট পরিচালিত পুরসভার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে ডানপন্থী ও বামপন্থী, দুই শিবিরেরই সংগঠন যোগ দিয়েছে। মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ কংগ্রেস (এমএমইসি ) , মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এমএমইএ ) ও মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এমপ্লয়িজ ফেডারেশন (এমএমইএফ ) এই তিনটি সংগঠন মিলে সমম্বয় মঞ্চ তৈরি করেছে। বুধবার দুপুর থেকে ‘প্রতীকী’ বিক্ষোভ শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে ১০ অগস্ট পর্যন্ত।
ছ’দফা দাবিতে আন্দোলন শুরু করেছেন পুর -কর্মীরা। দাবিগুলি হল ’৯৫ সাল থেকে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, অবসরগ্রহণকালীন প্রাপ্য গ্র্যাচুইটির ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া, প্রভিডেন্ট ফান্ডের বকেয়া প্রায় ১ কোটি টাকা অবিলম্বে জমা দেওয়া, পুর -কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া ব্যাঙ্ক ঋণের প্রায় ৮৬ হাজার টাকা জমা দেওয়া প্রভৃতি। গাড়ি -দুর্নীতির তদন্তেরও দাবি জানিয়েছে সমন্বয় মঞ্চ। মঞ্চের বক্তব্য, পুরসভায় একটি ভাড়া গাড়ি রয়েছে, তা সত্ত্বেও একটি গাড়ি ভাড়া করা হয়েছে। এ জন্য প্রতি মাসে বহু টাকা খরচ হচ্ছে। পাশাপাশি, মিনি মার্কেটের দোকানঘর সংস্কার ও বিলির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করার দাবি জানানো হয়েছে।
ডেপুটেশন। নানা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান - বিক্ষোভ করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ডেপুটেশনও দেওয়া হয়। সমিতির বক্তব্য, সমাজের প্রতিটি ক্ষেত্রের মতো আজ শিক্ষাক্ষেত্রও আক্রান্ত। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। |
|
|
|
|
|